টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। বরাবরের মত চলে এসেছি নতুন কোন টিউন নিয়ে।
ইন্টারনেটে বিভিন্ন কারণে আপনার ইমেইল লাগতে পারে, তাছাড়া যারা ফ্রিল্যান্সিং করেন তাদের অবশ্যই একাধিক ইমেইল এড্রেস এর প্রয়োজন হয়। কিন্তু অসংখ্য ইমেইল এড্রেস তৈরি করার পথে প্রধান বাধা হচ্ছে ফোন নাম্বার। আমাদের কাছে লিমিটেড ফোন নাম্বার থাকার কারণে আন-লিমিটেড ইমেইল এড্রেস পেতে পড়তে হয় বিপাকে। তো আজকের এই টিউনে আমি এমন কিছু সিকিউর ইমেইল প্রোফাইডারের সন্ধান দেব, যেখান থেকে আপনার ইমেইল এড্রেস পেতে কোন ফোন নাম্বারের দরকার হবে না।
এমন কিছু ইমেইল প্রোভাইডার আছে যেখানে রেজিস্ট্রেশন করতে কোন ফোন নাম্বারের দরকার হবে না এমনকি পাবেন লাইফটাইম ফ্রি ইমেইল সার্ভিস। কিছু কিছু ইমেইলে আপনি পাবেন, SMTP Access, Aliases, Encrypted Storage, RSS feeds, এবং আরও অনেক সুবিধা। কয়েকটা ইমেইলে আপনি একাধিক ডোমেইন নেমও সিলেক্ট করতে পারবেন।
কিছু কিছু ইমেইল বিশ্বব্যাপী সর্বাধিক জনপ্রিয় হলেও সেগুলোতে রয়েছে বিভিন্ন লিমিটেশন যেমন একটি ফোন নাম্বার দিয়ে একটি ইমেইল অথবা ফোন নাম্বার ভেরিফিকেশন ছাড়া ইমেইল একাউন্ট তৈরিও করা যায় না। তো এসকল সমস্যা বিবেচনা করে আমি দশটি ইমেইল সার্ভিস নিয়ে হাজির হয়েছি যেগুলোতে রেজিস্ট্রেশন করা কয়েক সেকেন্ডের ব্যাপার।
বেশ জনপ্রিয় এবং সিকিউর একটি এনক্রিপটেড ইমেইল সার্ভিস হচ্ছে ProtonMail। দারুণ ব্যাপার হচ্ছে ProtonMail এ রেজিস্ট্রেশন করতে ফোন ভেরিফিকেশনের দরকার হয় না। রেজিস্ট্রেশন পেজে গিয়ে আপনি ফোন নাম্বার ছাড়াই রেজিস্ট্রেশন করতে পারবেন, রিকোভারি ইমেইল এর ফিল্ড থাকলেও সেটা অপশনাল। সাইন আপের পর পরই আপনি ইমেইল আদান-প্রদান করতে পারবেন।
এনক্রিপশন ইমেইল পাঠাতে বেশ আগে থেকে পরিচিত এই ইমেইল সার্ভিসটি৷ এই ইমেইল সার্ভিসটির ডেটা সেন্টার সুইজারল্যান্ড অবস্থিত কিন্তু ইমেইল আদান প্রদান হয় End-To-End এনক্রিপশনের মাধ্যমে৷ ProtonMail এ ফ্রিতে আপনি পাবেন ৫০০ এম্বি স্টোরেজ এবং প্রতিদিন ১৫০ ইমেইল পাঠাতে পারবেন।
ProtonMail
অফিসিয়াল ওয়েবসাইট @ ProtonMail
ProtonMail এর মত, আরেকটি ইমেইল সার্ভিস হচ্ছে Tutanota। প্রাইভেসি ফোকাস এই ইমেইল সার্ভিসেও আপনাকে রেজিস্ট্রেশনের সময় কোন ধরনের ফোন ভেরিফিকেশনের দরকার হবে না। তবে তৈরি করা একাউন্ট স্বয়ংক্রিয়ভাবে একটিভ হবে না, ম্যানুয়ালি একটিভ হতে ২৪ ঘণ্টা বা তার বেশি সময়ও লাগতে পারে। Tutanota ইমেইল সার্ভিসে আপনি ফ্রিতে ১ জিবি পর্যন্ত স্টোরেজ পেতে পারেন।
সিকিউর ইমেইল সার্ভিস হিসেবে যথেষ্ট সুনাম রয়েছে Tutanota এর একই সাথে এটি ProtonMail এর মতই জনপ্রিয়। একাউন্ট ভেরিফাই হয়ে যাবার সাথে সাথে আপনি ইমেইল আদান-প্রদান করতে পারবেন। তবে মনে রাখবেন এই সার্ভিসে মাল্টিপল ডোমেইন এবং Aliases এর মত ফিচার পেতে আপনাকে প্রিমিয়াম প্যাকেজ নিতে হবে।
Tutanota
অফিসিয়াল ওয়েবসাইট @ Tutanota
দারুণ একটি সিকিউর ইমেইল সার্ভিস হচ্ছে Disroot যাতে কোন ধরনের ফোন নাম্বারের দরকার নেই। পাসওয়ার্ড রিকোভারের জন্য বিকল্প ইমেইল চাইলেও তা অপশনাল।
তবে Disroot এ একাউন্ট খুলা কিছুটা জটিল কারণ হিউম্যান ভেরিফিকেশনের মাধ্যমে একাউন্ট একটিভ হয়। একাউন্ট একটিভ হতে এক থেকে দুইদিন লাগতে পারে।
ইমেইল ভেরিফাই হয়ে গেলে আপনি ইমেইল আদান-প্রদান করতে পারবেন। খেয়াল রাখুন যেন আপনার ইমেইলে স্প্যাম না হয়। এটি কমার্শিয়াল কাজে বা Bulk ইমেইল সেন্ডিং এর উপযুক্ত নয়। আপনি ফ্রি ইমেইলে পাবেন ১ জিবি স্টোরেজ, ৫০ এম্বি Attachment লিমিট এবং রয়েছে IMAP/SMTP/POP এ এক্সেস।
সাইন-আপ পেজ থেকে রেজিস্ট্রেশন সম্পন্ন করে ভেরিফিকেশন এর জন্য অপেক্ষা করুন। ভেরিফাই হয়ে গেলে আপনাকে একটি কনফার্মেশন ইমেইল পাঠানো হবে।
Disroot
অফিসিয়াল ওয়েবসাইট @ Disroot
খুব বেশি জনপ্রিয় না হলেও বিশ্বস্ত এবং পুরনো একটি ফ্রি ইমেইল সার্ভিস হচ্ছে MsgSafe.io। এই ইমেইল সার্ভিসটিতে একাউন্ট করার জন্য আপনার কোন ফোন নাম্বার লাগবে না। রিকোভারি ইমেইল অপশন থাকলেও তা এখানে অপশনাল। এই ইমেইল সার্ভিসটির একটি দারুণ সুবিধা হল এখানে একাউন্ট করলে আপনি ১০ টি ইমেইল এড্রেস পাবেন। একাউন্ট খুলার সাথে সাথে আপনি মেইলবক্স পেয়ে যাবেন এবং সাথে সাথে ইমেইল আদান-প্রদান করতে পারবেন।
ফ্রি প্ল্যানে আমি ১ জিবি স্টোরেজ পাবেন যা প্রিমিয়াম প্ল্যানের মাধ্যমে বাড়িয়ে নেয়া সম্ভব। এই ইমেইল সার্ভিসের একটি অ্যান্ড্রয়েড এবং iOS অ্যাপ রয়েছে যার মাধ্যমে আপনি ফোনের মধ্যমেও একাউন্ট ক্রিয়েট করতে পারবেন।
MsgSafe.io
অফিসিয়াল ওয়েবসাইট @ MsgSafe.io
মাইক্রোসফটের ইমেইল সার্ভিস Outlook এর ক্ষেত্রেও ইমেইল ভেরিফিকেশনে কোন ফোন নাম্বারের দরকার হয় না। একাউন্ট খুলার পরেই আপনার ইমেইলটি একটিভ হয়ে যাবে এবং ইমেইল আদান-প্রদান করতে পারবেন। তবে এই ইমেইল ব্যবহার করে কোন অবৈধ কাজ করা যাবে না তাহলে একাউন্ট লক হয়ে যেতে পারে।
মাইক্রোসফট সার্ভিসে আপনি পাবেন 5 GB OneDrive, Office Online, এর মত সুবিধা তাছাড়া প্রিমিয়াম প্যাকেজে রয়েছে আরও আকর্ষণীয় ফিচার।
Outlook Mail
অফিসিয়াল ওয়েবসাইট @ Outlook
ফোন নাম্বার ছাড়া ভেরিফিকেশন হয় এমন আরেকটি ইমেইল সার্ভিস হচ্ছে। Mailo এ সাইন-আপ করার সময় আপনি চাইলে মাল্টিপল ডোমেইন সিলেক্ট করতে পারেন একই সাথে এটি ৫ টি Aliases অফার করে।
Mailo তে আপনি পাবেন ৫০০ এম্বি ভার্চুয়াল ডিস্ক, ecards, Photo Album, IMAP, WebDAV access, Notes, RSS feeds এর মত ফিচার।
Mailo এর হোমপেজে গিয়ে আপনি সহজেই ফোন নাম্বার ছাড়াই রেজিস্ট্রেশন করতে পারেন। একটি CAPTCHA সম্পন্ন করেই আপনি মেইলবক্স পেয়ে যাবেন। Mailo এর একটি অফিসিয়াল মোবাইল অ্যাপ রয়েছে চাইলে এটি ব্যবহার করতে পারেন অথবা IMAP/POP এক্সেসের মাধ্যমে Gmail এবং Outlook এ এই মেইল সার্ভিস পেতে পারেন।
Mailo
অফিসিয়াল ওয়েবসাইট @ Mailo
CryptText এমন একটি ইমেইল সার্ভিস যেখানে সকল ডেটা আপনার ডিভাইসে সেভ হবে। এর কোন ডেটা অনলাইন সার্ভার বা রিমোট লোকেশনে সেভ হবে না।
আপনি CryptText এর অ্যাপটি ফোনে ইন্সটল দেয়ার সাথে একটি ইমেইল এড্রেস পেয়ে যাবেন এবং এটি সাথে সাথে ব্যবহার করতে পারবেন। ইমেইল একটিভ হতে আপনার ফোন নাম্বারের দরকার হবে না তবে ভেরিফিকেশনের জন্য বিকল্প মেইল এড্রেস দিতে হবে। i
সুতরাং Criptext এর ডেক্সটপ এবং মোবাইল অ্যাপ ইন্সটল দিন এবং ইমেইল এড্রেস পেয়ে যান। আপনার সকল ডেটা ফোনে বা ডিভাইসে সেভ হলেও ইমেইল আদান-প্রদান এর জন্য অবশ্যই ইন্টারনেট সংযোগ লাগবে। একাউন্ট থেকে লগআউট বা অ্যাপটি আনইন্সটল করার পূর্বে অবশ্যই সকল ডেটার ব্যাকআপ নিয়ে নিন।
CryptText
অফিসিয়াল ওয়েবসাইট @ CryptText
উপরের Criptext এর মতই একটি ইমেইল সার্ভিস হচ্ছে ShazzleMail তবে এর কোন ওয়েব ভার্সন নেই, এটির শুধু মোবাইল অ্যাপ রয়েছে। তাছাড়া একাউন্ট খুলার পর আলাদা করে এটি একটিভ করার প্রয়োজন নেই। এই ইমেইলের সব কিছুই ডিভাইসে সেভ হবে, অনলাইনে কোন তথ্য যাবে না।
ShazzleMail আপনাকে একটি ফ্রি ইমেইল এড্রেস প্রদান করবে যা আপনি যেকোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। এর মোবাইল অ্যাপে অন্য-যেকোনো ইমেইল সার্ভিসের মতই সকল সুবিধা রয়েছে। এই ইমেইলের মাধ্যমে আপনি ShazzleMail ইউজার এবং ভিন্ন ইউজারদের কাছে প্রাইভেট ভাবে ইমেইল পাঠাতে পারবেন।
ShazzleMail
অফিসিয়াল ওয়েবসাইট @ ShazzleMail
অনেকেই হয়তো Onion ওয়েবসাইট সম্পর্কে অবগত আছেন কিন্তু খুব কম মানুষই জানে এর একটি ইমেইল সার্ভিস রয়েছে। Onionmail.org এ গিয়ে আপনি সহজেই একটি ইমেইল এড্রেস পেয়ে যেতে পারেন এবং এটি আপনাকে দেবে ১ জিবি স্টোরেজ। Onion Mail এর একটি অফিসিয়াল অ্যান্ড্রয়েড অ্যাপ রয়েছে তাই এই মেইল ব্যবহারে আপনাকে টর নেটওয়ার্কের সাহায্য নিতে হবে না।
এই মেইল সার্ভিসে ইমেইল এড্রেস পেতে আপনাকে কোন ব্যক্তিগত তথ্য এমনকি বিকল্প ইমেইলও দিতে হবে না। Onionmail.org নিজেদেরকে একটি প্রাইভেসি ফোকাস ইমেইল সার্ভিস বলে দাবী করে। এই ইমেইলে আপনি পাবেন অটো-রিপ্লাই ফিচার সহ আর অনেক কিছু। ProtonMail এর সেরা একটি বিকল্প হিসেবে ধরা যায় এটিকে।
Onionmail.org
অফিসিয়াল ওয়েবসাইট @ Onionmail.org
ইমেইল ফরওয়ার্ডিং সার্ভিসকে ইমেইল প্রোভাইডার না ধরা হলেও আপনি কিন্তু ফোন নাম্বার ছাড়াই এ গুলো ব্যবহার করতে পারেন৷ আমি আজকে কিছু সেরা ইমেইল ফরওয়ার্ডিং সার্ভিস নিয়ে আলোচনা করব যেগুলো আপনি সারাজীবন ফ্রিতে ব্যবহার করতে পারবেন এবং প্রায় সকল মেইল সার্ভিসে কাজ করবে। এমনকি রিপ্লাইয়ের ক্ষেত্রেও এগুলো ব্যবহার করতে পারেন।
33Mail: 33Mail আপনাকে দেবে ফ্রি ইমেইল হোস্ট। প্রতিমাসে আপনি ১০ এম্বি পর্যন্ত ইমেইল রিসিভ করতে পারবেন। সোশ্যাল মিডিয়ার জন্য বিকল্প ইমেইল ব্যবহার করতে চাইলে 33Mail আপনার জন্য সেরা হতে পারে।
Spamgourmet: বেশ পুরনো এবং বিশ্বস্ত একটি ইমেইল ফরওয়ার্ডিং সার্ভিস হচ্ছে Spamgourmet। সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন এই ইমেইল সার্ভিসটি।
Mail-Box.CZ: Czech ভিত্তিক একটি ইমেইল ফরওয়ার্ডিং সার্ভিস হচ্ছে Mail-Box.CZ। যেকোনো জায়গায় এই ইমেইল সার্ভিস ব্যবহার করতে পারবেন। ফোন নাম্বার ছাড়াই এই ফরওয়ার্ডিং সার্ভিসটিতে একাউন্ট খুলতে পারবেন।
ইন্টারনেটে অসংখ্য ইমেইল সার্ভিস থাকলেও আমি আপনাদের জন্য সেরা কিছু মেইল সার্ভিসের তালিকা তুলে ধরলাম। উল্লেখিত কিছু ইমেইল সকল দেশে এভেইলেবল নাও হতে পারে সেক্ষেত্রে VPN ব্যবহার করতে পারেন।
আজকে এতটুকুই, পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন, আল্লাহ হাফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।
এমন কোন ই মেইল সার্ভিস প্রভাইডার আছে কি যাদের প্লাটফর্ম এ সিঙ্গেল নাম দিয়ে আইডি খোলা যায় যেমন আমার পুরো নাম হচ্ছে আরিফ মাহমুদ খন্দকার এখন আমি চাচ্ছি শুধু খন্দকার দিয়ে ই মেইল আইডি খুলতে চাচ্ছি আরিফ মাহমুদ বাদ দিয়ে এই ভাবে কি ই মেইল আইডি খোলা যাবে?