YouTube Word Search – ইউটিউব ভিডিওর নির্দিষ্ট অংশ সার্চ করুন কীওয়ার্ড দিয়ে

টিউন বিভাগ টিপস এন্ড ট্রিকস
প্রকাশিত
জোসস করেছেন
Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। বরাবরের মত চলে এসেছি নতুন কোন টিউন নিয়ে। আজকে আমি দেখাব কিভাবে আপনি ইউটিউবের ভিডিওতে ওয়ার্ড দিয়ে নির্দিষ্ট অংশ সার্চ দেবেন।

আপনি জানেন কি ইউটিউবের ভিডিওতে ওয়ার্ড দিয়ে সার্চ দেয়া সম্ভব? অবাক হবার কিছু নাই, এখন থেকে আপনি চাইলে নির্দিষ্ট ভিডিওর নির্দিষ্ট অংশে চলে যেতে পারেন ওয়ার্ড সার্চ দিয়ে। যেমন আপনার ভিডিওর একটি অংশে কোন বক্তা বলবে" Its beautiful" কিন্তু আপনি জানেন না কখন সেটি বলবে। মজার ব্যাপার হল আপনি Its beautiful সার্চ দিলেই সেই বিশেষ অংশে আপনার ভিডিও চলে যাবে।

ভিডিওতে ওয়ার্ড দিয়ে সার্চ দিতে আমাদের সাহায্য করবে একটি ক্রোম এক্সটেনশন।

YouTube Word Search কি?

YouTube Word Search একটি ফ্রি ক্রোম এক্সটেনশন যার মাধ্যমে আপনি ইউটিউবে ওয়ার্ড সার্চ দিতে পারবেন। ভিডিওতে কোন ওয়ার্ড সার্চ দিলে সাথে সাথে সেটি ওয়ার্ডটি খুঁজে বের করবে এবং সেখান থেকে ভিডিও প্লে হবে৷ একই সাথে ইউজার দেখতে পারবে এই ওয়ার্ডটি ভিডিওতে মোট কতবার রয়েছে।

YouTube Word Search

ক্রোম এক্সটেনশন @ YouTube Word Search

যেভাবে ব্যবহার করবেন

প্রথমে YouTube Word Search এক্সটেনশনটি ইন্সটল দিয়ে একটিভ করুন। টুলবারে নতুন একটি আইকন দেখতে পাবেন।

এবার ইউটিউবের যেকোনো ভিডিও ওপেন করুন। Alt+F প্রেস করুন, ভিডিওতে একটি ছোট পপআপ অন হবে যেখানে আপনি সার্চ দেয়ার অপশন পাবেন। নির্দিষ্ট ওয়ার্ড লিখে Enter দিন।

আর এভাবেই সিম্পল কিন্তু পাওয়ার-ফুল এই এক্সটেনশনটি দিয়ে আপনি সহজেই ভিডিওর ওয়ার্ড সার্চ দিতে পারবেন।

শেষ কথাঃ

আমরা বিভিন্ন সময় ইউটিউবের ভিডিওর নির্দিষ্ট অংশে চলে যেতে চাই, সব সময় রানটাইম মনে থাকে না, সেক্ষেত্রে এই এক্সটেনশনটি কাজে আসতে পারে। আবার যারা ইউটিউব থেকে গান শুনতে পছন্দ করি তারা নির্দিষ্ট কিওয়ার্ড দিয়েও সেই গানে চলে যেতে পারি।

আশা করছি এই এক্সটেনশনটি আপনাদের কাছে দারুণ লাগবে। কেউ কেউ এই ফিচারটির সাথে আগে থেকে পরিচিত হলেও বেশিরভাগ ইউজাররই এই ফিচারটি সম্পর্কে অবগত নয়।

আজকে এতটুকুই, পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন, আল্লাহ হাফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস