বিসমিল্লাহির রহমানির রাহিম, বন্ধুরা সবাই কেমন আছেন? আশাকরি মহান প্রতিপালকের অশেষ মেহেরবানিতে সবাই নিজ নিজ স্থানে ভালো ও সুস্থ আছেন।
বন্ধুরা আপনার হাতে নিশ্চিত কোন একটি স্মার্ট ফোন রয়েছে। আমাদের মাঝে এমন মানুষ কম যারা YouTube আর আমরা আমাদের স্মার্ট ফোনের ইউটিউবে ঢুকে বিভিন্ন ধরনের ভিডিও দেখে থাকি, যেমন- তিলাওয়াত, গজল, গান, ওয়াজ ইত্যাদি। এখন কথা হলো মনে করেন আপনি একটি ওয়াজ শুনছেন, আমরা যখন ওয়াজ শুনি তখন আমাদের অডিও ওয়াজ শুনলে ভালো হয়। এখন আমরা যখন ইউটিউবে ওয়াজ শুনি তখন অডিও করে শুনতে পারি না। তাহলে বন্ধুরা এখন কি আমরা অডিও করে ওয়াজ শুনতে পারব না, অবশ্যই পারব। এবং কিভাবে এই কাজটি করবেন তার জন্য আজকে আমার এই টিউন। আজ আমি আপনাদের দুটি অপশন দেখিয়ে দেব যা দিয়ে ডিসপ্লে বন্ধ রেখে ইউটিউব চালাতে পারবেন এবং চাইলে ইউটিউবের সাথে অন্য কোন অ্যাপস, ফেসবুক মেসেঞ্জার ইত্যাদি চালাতে পারেন।
তাহলে চলুন আর দেরি না করে মূল টপিকে চলে যাই।
১. এই কাজটি করার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের সেটিংসে।
২. সেটিংসে গিয়ে একটু নিচের দিকে আসলে পাবেন Notifications এখানে ক্লিক করবেন।
৩. এখানে দেখতে পাবেন আপনার ফোনে যত অ্যাপ ইন্সটল করা আছে তার লিস্ট। এখান থেকে বেছে নিবেন Google chrome, Google chrome এ ক্লিক করবেন।
৪. তারপরে এখান থেকে সব সেটিংস অন করে দিবেন।
৫. তারপরে একটু নিছে দেখতে পাবেন Sites, এখান থেকে Www YouTube.Com এ ক্লিক করবেন।
৬. এখান থেকে Show notification এটা অন করে দিতে হবে। তারপর সরাসরি হোম পেজে চলে আসবেন।
৭. এখন আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের Google chrome এ।
৮. এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করে, Desktop Site এ ক্লিক করবেন।
৯. তারপর সার্চ করবেন YouTube লিখে।
এখন YouTube থেকে যেকোনো একটি ভিডিও বাছাই করে প্লে করবেন। ভিডিও চলাকালীন অবস্থায় পাওয়ার বার্টনে ক্লিক করে পাওয়ার বন্দ্ধ করে দিবেন। তারপর আবার পাওয়ার অন করে দেখতে পাবেন প্লে বার্টন প্লে করে দিবেন এবার আপনার কাজ শেষ।
এই দ্বিতীয় সেটিংস এর মাধ্যমে আপনি ডিসপ্লে বন্ধ রেখে ইউটিউবের ভিডিও তো চালাতে পারবেন সেই সাথে ফেসবুক, মেসেঞ্জার ইত্যাদিও চালাতে পারবেন। আর এটা করার জন্য একটা অ্যাপ এর প্রয়োজন হবে। তাহলে চলুন দেখে নেই এই কাজ কিভাবে করবেন।
১. প্রথমেই চলে যেতে হবে আপনার ফোনের গুগল প্লে-স্টোরে।
২. গিয়ে এই সার্চ বারে সার্চ করতে হবে Floating Tube লিখে।
৩. তারপর এই অ্যাপটি ইন্সটল করে নিয়ে ওপেন করে নিবেন।
৪. Allow Display over other apps পারমিশন চাইবে, এখান থেকে অন করে নিতে হবে। অন করার পর বেক হয়ে আসবেন।
৫. বেক হয়ে আসার পরে আরেকটি পারমিশন চাইবে Allow করে দিতে হবে।
৬. ওকে করার পরেই দেখবেন আপনার সামনে ইউটিউবের মতো চলে আসবে। এখন আপনি চাইলে যেকোন ভিডিও প্লে করতে পারেন আবার সার্চ করে কোন ভিডিও বের করে প্লে করতে পারেন।
প্লে করার পর হোম বার্টনে ক্লিক করে সরাসরি বেরিয়ে আসতে পারেন। তারপর উপরে ভিডিও চলবে এখন আপনি ফেসবুক সহ ইত্যাদি ব্যবহার করতে পারে।
বন্ধুরা আশাকরি বুঝতে পেরেছেন। এই ছিলো আজকের মতো, এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই টিউন দেখার ও পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোন টিউনে নতুন কোন বিষয় নিয়ে, ততক্ষণ সবাই নিজ নিজ স্থানে ভালো ও সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।
আমি মাহবুব আলম তারেক। Sonic টিউনার, টেকটিউনস, সিলেট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 95 টি টিউন ও 129 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
I am a Graphics Designer, and have worked on a few other Web Sites.
প্রিয় ট্রাসটেড টিউনার,
আপনার টিউনটি ‘টেকটিউনস ক্যাশ’ এর জন্য প্রসেস হতে পারছে না।
কারণ:
টিউনের কন্টেন্ট এ বানান ভুল করা হয়েছে। অনেক বানান ভুল রয়েছে।
করণীয়:
টেকটিউনস ট্রাসটেড টিউনার হিসেবে টিউনের টিউন থাম্বনেইলে, টিউনের শিরোনামে ও টিউনের কন্টেন্টে কোন প্রকার বানান ভুল থাকা যায় না। প্রতিটি টিউন প্রকাশের আগে অভ্র স্পেল দিয়ে টিউনের টিউন থাম্বনেইলের, টিউনের শিরোনামের ও টিউনের কন্টেন্টের বানান চেক করে, নিজে কয়েকবার রিভিশন দিয়ে নিশ্চিত হতে হয় যে টিউনে কোন প্রকার বানান ভুল নেই।
অভ্র স্পেল দিয়ে টিউনের টিউন থাম্বনেইলের, টিউনের শিরোনামের ও পুরো টিউনের কন্টেন্টের বানান চেক করুন, সেই সাথে নিজে কয়েকবার রিভিশন দিয়ে নিশ্চিত হোন যে টিউনে কোন প্রকার বানান ভুল নেই।
উপরের নির্দেশিত সংশোধন করে এই টিউমেন্টের রিপ্লাই দিন।
খেয়াল করুন, এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই না করে টিউনে টিউমেন্ট করলে তার নোটিফিশেন ‘টেকটিউনস কন্টেন্ট অপস’ টিম পাবে না। তাই অবশ্যই এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।