Gmail থেকে ProtonMail এ সুইচ করবেন যেভাবে

Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে।

আপনি যদি  ProtonMail এ সুইচ করতে চান তাহলে এই টিউনে আপনাকে স্বাগতম। ProtonMail এ আপনি পাবেন ফ্রি এবং প্রিমিয়াম সিকিউর ইমেইল সার্ভিস, যেখানে আপনার ডেটা এবং আইডেন্টেকটিউনস থাকবে সম্পূর্ণ নিরাপদ।

যাইহোক Gmail থেকে  ProtonMail এ শিফট হতে আমাদের সাহায্য করবে Gmail এর বিভিন্ন ফিচার এবং অ্যাপ।

Gmail এর ইনবক্স ProtonMail এ Import করা

ProtonMail এ সুইচ করতে আমাদের প্রথম পদক্ষেপ হবে Gmail এর ইনবক্স ProtonMail এ নিয়ে যাওয়া। তবে ProtonMail এ আপনি জিমেইলের মত এত স্টোরেজ পাবেন না। ProtonMail এ লিমিট হচ্ছে ৫০০ এম্বি। এর বেশি স্টোরেজ চাইলে আপনাকে প্ল্যান আপগ্রেড করতে হবে অথবা পুরনো ইমেইল ডিলিট করতে হবে।

স্টোরেজ নিয়ে আপনার ভাবনা না থাকলে Import Assistant in ProtonMail V4 অথবা Import-Export ডেক্সটপ অ্যাপ ব্যবহার করে ইনবক্স Import করতে পারেন। এখানে বলে রাখা ভাল Import Assistant in ProtonMail V4 ফ্রিতে ব্যবহার করতে পারবেন।

কিভাবে Import Assistant in ProtonMail V4 ব্যবহার করবেন

প্রথমে beta.protonmail.com এ প্রবেশ করুন Setting আইকনে ক্লিক করে Import & export থেকে Import Assistant এর Start Import এ ক্লিক করুন।

 

এখন Gmail এ ক্লিক করতে হবে। এবার আপনার জিমেইলকে Import এর জন্য প্রস্তুত করতে হবে।

  • Gmail এ চলে যান এবং লগইন করুন All Settings এ যান, Forwarding and POP/IMAP” ট্যাব এ ক্লিক করুন Enable IMAP সিলেক্ট করে দিন। labels ট্যাব থেকে যে লেবেল গুলো নিতে চান সেগুলো Show করে দিন।
  • এবার গুগল একাউন্টে যান এবং Security সেকশনে প্রবেশ করুন। Less secure app access থেকে Turn on access (not recommended)" এ ক্লিক করুন।
  • আপনার একাউন্টে 2-step verification এনেভল থাকলে নতুন করে একটি App Password তৈরি করুন এবং পরবর্তী ব্যবহারের জন্য নোট করে রাখুন।

আবার ProtonMail এ ফিরে আসুন এবং Start Import Assistant এ ক্লিক করুন। এবার আপনার জিমেইলে লগইন করার ইউজার নেম, পাসওয়ার্ড দিতে হবে৷ লগইন করার পর আপনি নির্ধারণ করতে পারবেন কি কি Import করবেন। আপনি Customize Import এ ক্লিক করে নিজের পছন্দমত বিষয় গুলোও বাছাই করতে পারেন, সর্বশেষ Start import এ ক্লিক করুন।

স্টোরেজ ফুল হয়ে গেলে আপনাকে ওয়ার্ন করা হবে।

Import-Export ডেক্সটপ অ্যাপ যেভাবে ব্যবহার করবেন

আপনার যদি ProtonMail প্রিমিয়াম একাউন্ট থাকে তাহলে Import-Export অ্যাপটি ব্যবহার করে ইনবক্স Import করতে পারেন। অ্যাপের সাহায্যে আপনি EML এবং MBOX ফাইলও Import করতে পারবেন।

এখান থেকে Import-Export অ্যাপটি ডাউনলোড করে নিন।

Gmail এর Contacts, ProtonMail এ ট্রান্সফার করা

আপনি Gmail এর Contacts গুলো CSV ফরমেটে এক্সপোর্ট করে সেগুলো খুব সহজেই ProtonMail এ Import করতে পারবেন।

প্রথমে contacts.google.com লিংকে চলে যান মেনু বাটমে ক্লিক করুন এবং Export সিলেক্ট করুন। ডিফল্ট ভাবে সকল কন্টাক্টই এক্সপোর্টের অপশন চলে আসবে চাইলে আলাদা করেও এটি সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করা হয়ে গেলে Google CSV ফরমেটে রেখে Export এ ক্লিক করুন।


mail.protonmail.com চলে যান উপর থেকে Contacts বাটনে ক্লিক করুন। এবার এখানে আপনি Import এর অপশন পাবেন, পূর্বে করা CSV ফাইলটি আপলোড করে দিন।

তবে আপনি যদি CSV ইম্পোর্টের অপশন না পান তাহলে, contacts.protonmail.com এ যান, Settings > Import এ যান, এখানে আপনি Import Contacts অপশন পেয়ে যাবেন।

Gmail এ আসা মেসেজ ProtonMail এ ফরওয়ার্ড করা

আপনার Inbox এবং Contacts স্থানান্তরের কাজ শেষ, এবার আপনি সিদ্ধান্ত নিন, Gmail এ আসা সকল মেসেজ ProtonMail এ ফরওয়ার্ড হবে কিনা। যদি চান তাহলে নিচের মেথড ফলো করুন।

mail.google.com এ লগইন করে “See all settings.” এ চলে যান, এবার “Forwarding and POP/IMAP” ট্যাব থেকে “Add a forwarding address” এ ক্লিক করুন এবং নির্দিষ্ট ইমেইল এড্রেসটি (ProtonMail) দিন। প্রথমে Next এবং পরে Proceed এ ক্লিক করে বিষয়টি নিশ্চিত করুন।

এবার ProtonMail এর ইনবক্সে যান এবং Gmail থেকে আসা কনফার্মেশন মেইলটি কনফার্ম করুন।

আবার গুগল একাউন্টে আসুন এবং Settings > Forwarding and POP/IMAP এ যান Forward a copy of incoming mail সিলেক্ট করে এড্রেসটি কনফার্ম করুন এবং Save Changes এ ক্লিক করুন।

ProtonMail ব্যবহার

উপরের সকল কাজ করার পর বলা যায় আপনি নিজেকে ProtonMail এ নিয়ে এসেছেন, এবার ইমেইল পাঠানোর পালা। ইমেইল পাঠানোর আগে কিছু বিষয় নিশ্চিত হয়ে নিন,

  • আপনার সকল সোশ্যাল মিডিয়া একাউন্টে নতুন ইমেইল আপডেট করুন
  • আপনার সকল Contacts কে নতুন ইমেইলটি সম্পর্কে জানিয়ে দিন। একসাথে একাধিক ইউজারকে ইমেইল পাঠাতে BCC ফিল্ডটি ব্যবহার করতে পারেন।
  • আপনার ফোনের জন্য ProtonMail অ্যাপটি ইন্সটল করে নিন
  • আপনি প্রিমিয়াম ইউজার হলে ProtonMail Bridge, ডাউনলোড করে নিন, এতে করে Outlook, Thunderbird, এবং Apple Mail এর মত ক্লাইন্ট গুলোতে ProtonMail এর এক্সেস নিতে পারবেন।

শেষ কথাঃ

তো আপনিও যদি সিকিউর ইমেইলে আগ্রহী হোন তাহলে আজকেই চলে আসুন Protonmail এ। আশা করছি সহজেই Gmail থেকে ProtonMail এ চলে আসতে পারবেন।

আজকে এতটুকুই, পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন, আল্লাহ হাফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস