আশাকরি মহান প্রতিপালকের অশেষ মেহেরবানিতে সবাই নিজ নিজ স্থানে ভালো ও সুস্থ আছেন।
আমি নিশ্চিত যে আপনার হাতে একটি অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে। আর আপনি কি আপনার এই অ্যান্ড্রয়েড মোবাইল সচল ভাবে ব্যবহার করতে চান। আর আপনি যদি আপনার অ্যান্ড্রয়েড মোবাইল সচল ভাবে ব্যবহার করতে চান তাহলে আজকের এই টিউন আপনার জন্য। আজকে আমার এই ছোট্ট টিউন হয়ত আপনাকে অনেক সহযোগিতা করতে পারে। আজকের এই টিউন দেখার ও পড়ার শেষে হয়ত আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইল কে নিরাপদে রাখতে পারবেন। আমি আশাকরি আজকের এই টিউন খুব মনোযোগ সহকারে দেখবেন ও পড়বেন।
বন্ধুরা আমাদের স্মার্ট ফোন গুলো দিয়ে আমাদের নিজের প্রয়োজনেই অনেক কিছু করে থাকি। যেমন-ফেসবুকিং, ইউটিউবিং, ব্যাংকিং, ব্রাউজিং আরও অনেক কিছু। আর এসব করার সময় নিজেদের মোবাইল থেকে সব ডকুমেন্টস চলে যায় বিভিন্ন অ্যাপস ও ওয়েবসাইটে। এতে করে আপনার আমার পার্সোনাল ডকুমেন্টস যেমন ঝুকিতে পড়ে, আবার কিছু কিছু ক্ষেত্রে কোন কোন অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলে আপনার ফোনের ব্যাটারির চার্জ এবং মোবাইল ডাটা অপচয় করে। আজকে এমন ৩টি সেটিংস এর কথা বলব যা করলে আপনি এবং আপনার স্মার্ট ফোন অনেকটা সেভ থাকবেন। বন্ধুরা আমার মনে হয় আমরা যারা স্মার্ট ফোন ব্যবহার করি মূলত তারা এই সেটিংস গুলো করা উচিত।
তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে মূল টপিকে চলে যাই।
১. প্রথম সেটিংস এর জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের সেটিংসে।
২. সেটিংস থেকে খুঁজে নিতে কোথায় গুগল আছে। খুঁজে বের করে গুগল এর উপর ক্লিক করবেন।
৩. তারপর ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে, আপনার ফোনে যে Gmail দিয়ে লগইন করা আছে সেটি উপরে সো করবে। একটু নিচের দিকে আসবেন নিচে আসার পরে দেখবেন Account Services নামে একটি অপশন আছে এখানে ক্লিক করবেন।
৪. এখানে একদম উপরের দিকে পাবেন Connected Apps এখানে ক্লিক করবেন।
৫. এখন এখানে আপনি কতগুলো অ্যাপের লিস্ট দেখতে পাবেন। এই অ্যাপস লিস্ট হচ্ছে সেই অ্যাপ গুলো যেগুলো আপনি আপনার Gmail দিয়ে পারমিশন দিয়ে রেখেছেন কোন না কোন জায়গা থেকে। অনেক সময় এরকম হয় যে আমরা কোন একটা অ্যাপ ডাউনলোড করি বা কোন সাইটে ঢুকতে যাই তখন আমাদের Gmail এ পারমিশন দিয়ে ওই সাইটে ঢুকতে হয় বা ওই অ্যাপ এ ঢুকতে হয়। আর ওই অ্যাপ গুলো আপনি ব্যবহার করেন আর না করেন যেহেতু ওই অ্যাপ গুলো আগে থেকে পারমিশন দেওয়া ছিলো, তো আপনি আপনার Gmail এর মাধ্যমে কোথায় যাচ্ছেন, কোন অ্যাপ ব্যবহার করছেন, কোন অ্যাপে কখন কি করছেন সব ডকুমেন্টস কিন্তু পারমিশন দেওয়া ওই অ্যাপে চলে যাচ্ছে। তো বন্ধুরা এই লিস্টের মাঝে যে অ্যাপ আপনার আর প্রয়োজন নয় সেটির পারমিশন কিন্তু Cancel করে নেওয়াটাই ভালো আপনার জন্য। এখন যেটি আপনার প্রয়োজন নয় সেটির উপর ক্লিক করবেন, ক্লিক করার পরে নিচে দেখতে পাবেন Disconnect রয়েছে এখানে ক্লিক করবেন। তো যেসব অ্যাপ আপনি আর ব্যবহার করবেন না কিন্তু Gmail দিয়ে ঠিক পারমিশন দিয়ে রেখেছেন সেগুলো এভাবে Disconnect করে দিবেন।
বন্ধুরা ২ নাম্বারে যে সেটিংস আছে সেটি হচ্ছে Google Chrome এর সেটিংস। আপনি কোন কোন সাইটে ঢুকে কি কি ব্রাউজ করেন সেটা কিন্তু গুগল এর কাছে থাকে এবং আপনার ইন্টারেস্ট কোন কোন সাইটের উপর আছে সেটার উপর ডিসাইট করে কিন্তু আপনাকে Add ও সো করে। এখন সেটিংসটা করে নিবেন আপনার ব্রাউজার স্টোরি আর গুগল Track করতে পারবে না। এবং পার্সোনাল সব ডকুমেন্টস অনেক নিরাপদ থাকবে।
১. এই কাজটি করার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের Google Chrome এ।
২. Google chrome এর ডান পাশে দেখতে পাবেন থ্রি ডট মেনু আছে, এখানে ক্লিক করবেন।
৩. এখানে একটু নিচের দিকে পাবেন সেটিংস। সেটিংস এ ক্লিক করবেন।
৪. তারপর একটু নিচে দেখতে পাবেন Privacy এখানে ক্লিক করবেন।
৫. একটু নিচে দেখতে পাবেন Do not track এটা অন করে দিবেন। এটা অন করে দিলে গুগল আর আপনাকে Track করবে না। এটি আসলে খুব সিম্পল একটি সেটিংসে কিন্তু এটিও গুরুত্বপূর্ণ।
১. কাজটি করার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের Google chrome এ।
২. উপরে যে থ্রি ডট মেনু আছে এখানে ক্লিক করবেন।
৩. তারপরে একটু নিচে দেখতে দেখতে পাবেন Setting আছে এখানে ক্লিক করবেন।
৪. এখান থেকে আবার যাবেন Privacy তে।
৫. এখানে একটি অপশন পাবেন Safe Browsing এটার উপরে ক্লিক করবেন।
৬. তারপর আপনার সামনে একটি পেজ ওপেন হবে। এই পেজে তিনটি অপশন পাবেন, Enhanced protection, Standard protection, No protection। আমি আপনাদের সাজেস্ট করব উপরে Enhanced protection এটা অন করে রাখবেন। এটা অন করে রাখার মানি হলো মনে করেন আপনি একটা সাইটে প্রবেশ করলেন যে সাইট আপনার জন্য ক্ষতিকর বা কোন খারাপ লিংকে ক্লিক করলেন এই লিংকে করার সাথে সাথে গুগল আপনাকে ওয়ার্নিং করবে যে ওই সাইট নিরাপদ না, এছাড়া আপনি কোন সাইটে ঢুকতে চাইলে গুগল যদি মনে করে ওই সাইটে আপনার কোন কিছু হ্যাক হতে পারে তাহলে ও কিন্তু গুগল আপনাকে ওয়ার্নিং করবে। এই একটা সেটিংস অন করে রাখলে কিন্তু আপনি অনেক নিরাপদ থাকবেন।
আশাকরি আজকের এই টিউন আপনাদের কাছে ভালো লেগেছে। বন্ধুরা এই ছিলো আজকের মতো, দেখা হবে আবার নতুন কোন টিউনে নতুন কোন বিষয় নিয়ে ততক্ষণ সবাই নিজ নিজ স্থানে ভালো ও সুস্থ থাকুন। এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই টিউন দেখার ও পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।
আমি মাহবুব আলম তারেক। Sonic টিউনার, টেকটিউনস, সিলেট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 95 টি টিউন ও 129 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
I am a Graphics Designer, and have worked on a few other Web Sites.
ধন্যবাদ তথ্যটি শেয়ার করার জন্য