আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে।
বর্তমানে স্মার্ট অথবা অ্যান্ড্রয়েড টিভি গুলো আগের চেয়ে আরও সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে। আজকাল স্মার্টফোনের চেয়েও কম মূল্যে অ্যান্ড্রয়েড টিভি কেনা যায়। অ্যান্ড্রয়েড টিভি গুলো সাধ্যের মধ্যে যেমন আসছে ঠিক তেমনি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্যও তৈরি হচ্ছে চমৎকার সব অ্যাপ। আজকের এই টিউনে আমি তেমনি সেরা ১২ টি অ্যাপ নিয়ে আলোচনা করব, যেগুলো আপনার অ্যান্ড্রয়েড টিভি অভিজ্ঞতাকে আরও উন্নত করবে,
আপনি যদি আপনার লোকাল ফাইল গুলো টিভিতে প্লে করতে চান তাহলে আপনার জন্য সেরা হবে SFTV অ্যাপটি। ফ্রি এই অ্যাপটি দিয়ে আপনি স্মার্ট টিভির সাথে আপনার ফোনের ফাইল আদান প্রদানও করতে পারবেন।
এই অ্যাপটির দারুণ একটি দিক হচ্ছে, স্মার্টফোন এবং টিভির মধ্যকার কানেকশনের জন্য ইন্টারনেট দরকার হবে না, ডিভাইস গুলো এক লোকাল নেটওয়ার্কের আওতায় থাকলেই হবে।
এই অ্যাপটি একই সাথে Windows, Linux এবং macOS এর মত অপারেটিং সিস্টেম গুলোতে সাপোর্ট করে। তার মানে এই OS গুলোর মধ্যে ফাইল আদান প্রদানের অন্যতম একটি অ্যাপ হিসেবে বিবেচনা করা যায় এটিকে। এর ইউজার ইন্টারফেস একদম সিম্পল হওয়াতে যেকেউ সহজেই এটিকে ব্যবহার করতে পারে।
ইউজারদের প্রাইভেসি সংক্রান্ত ইস্যুতে, SFTV জানিয়েছে তারা কোন ইউজারের তথ্যই ইন্টারনেটে স্টোর করবে না। তার মানে আপনি নিশ্চিতে অ্যাপটি ব্যবহার করতে পারেন।
SFTV
ডাউনলোড লিংক @ SFTV
ডেক্সটপে ব্যবহৃত অন্যতম জনপ্রিয় একটি মিডিয়া প্লেয়ার VLC। একই সাথে VLC এর রয়েছে একটি অ্যান্ড্রয়েড ভার্সন৷ আপনি আপনার টিভিতে লোকাল মিডিয়া ফাইল গুলো আরও চমৎকার ভাবে প্লে করতে এই অ্যাপটি ব্যবহার করতে পারেন।
VLC দিয়ে আপনি MKV, MP4, AVI, MOV, এর মত ফরমেট গুলো প্লে করতে পারেন। চাইলে এটিকে আপনি অডিও প্লেয়ার হিসেবেও ব্যবহার করতে পারেন। আপনি এটি সম্পূর্ণ বিনা মূল্যে ব্যবহার করতে পারেন এবং এতে কোন ধরনের এডের ঝামেলা নেই।
VLC এর দারুণ একটি ফিচার হচ্ছে আপনি অন্য অ্যাপ ব্যবহার কালে picture-in-picture মুড ব্যবহার করতে পারেন, একই সাথে লোকাল নেটওয়ার্ক থেকে ভিডিও স্ট্রিম করারও সুযোগ রয়েছে।
সবমিলিয়ে বলা যায় লোকাল মিডিয়া ফাইল প্লে করতে অন্যতম সেরা একটি অ্যাপ হচ্ছে VLC।
VLC
ডাউনলোড লিংক @ VLC
JioPages মূলত একটি ব্রাউজার অ্যাপ যা আপনি টিভিতে ইন্সটল করতে পারেন। এই অ্যাপটি বিশেষ করে ভারতীয় ইউজারদের জন্য বানানো।
এই অ্যাপটি ইন্সটলের পর আপনি সাধারণ মুড এবং Incognito মুড উভয় মুডই ব্যবহার করতে পারেন। অ্যাপটি একদম ফ্রি এবং এখানে পেয়ে যাবেন একটি পারসোনালাইসড হোম পেইজ।
টিভিতে গুগল ক্রোম, ফায়ার ফক্সের মত ব্রাউজার থাকতেই পারে তবে JioPages ব্রাউজারটি একটু বেশি স্পেশাল টিভির জন্য।
JioPages
ডাউনলোড লিংক @ JioPages
অ্যান্ড্রয়েড টিভির জন্য অসংখ্য মিউজিক প্লেয়ার থাকলেও আমি আপনাকে Spotify প্রেফার করতে পারি। Spotify এর চমৎকার ইউজার ইন্টারফেস আপনাকে দেবে অন্য রকম এক অভিজ্ঞতা। তাছাড়া Spotify এর আকাশ ছুঁয়া জনপ্রিয়তা তো আছেই।
আপনি Spotify এ লগইন করে টিভিতে আপনার পছন্দের গান গুলো শুনতে পারবেন। তবে টিভির ক্ষেত্রে আপনার একাধিক কোয়ালিটি বাছাই করার সুযোগ নেই।
তাছাড়া আপনি এই অ্যাপে পাবেন Spotify connect, যার মাধ্যমে আপনার স্মার্টফোন থেকে টিভিতে পছন্দের গান সুইচ করতে পারবেন। বলা যায় অ্যান্ড্রয়েড টিভির জন্য সেরা অডিও প্লেয়ার হতে পারে Spotify।
Spotify
ডাউনলোড লিংক @ Spotify
অ্যান্ড্রয়েড টিভির জন্য আরেকটি দারুণ মিডিয়া প্লেয়ার হচ্ছে Kodi৷ ওপেন-সোর্স এই অ্যাপ দিয়ে আপনি মুভি স্ট্রিম করা থেকে শুরু করে লাইভ চ্যানেল এবং গেম পর্যন্ত খেলতে পারবেন।
তবে এই অ্যাপ দিয়ে আপনি ডিফল্ট ভাবে অফলাইন মিডিয়া প্লে করতে পারবেন না এজন্য আপনাকে বিভিন্ন Add-ons ইন্সটল করে নিতে হবে। যাই হোক অ্যান্ড্রয়েড টিভির জন্য সেরা একটি অ্যাপ বলতে পারি Kodi কে।
Kodi
ডাউনলোড লিংক @ Kodi
Smart Youtube TV, নাম দেখেই বুঝতে পারছেন এই অ্যাপ এর কাজ কি। হ্যাঁ, এটি একটি ইউটিউব ক্লাইন্ট, যার মাধ্যমে আপনি টিভিতে ইউটিউব দেখতে পারবেন আরও এডভান্সড ভাবে। এটি বিশেষ ভাবে টিভির জন্যই বানানো।
এই অ্যাপটির চমৎকার কিছু দিক হল, অ্যাপটি একদম ফ্রি, এবং এটি ভিডিওতে থাকা সকল এড ব্লক করে দেবে। তাছাড়া আপনি এর সাহায্যে 4K ভিডিও প্লে করতে পারবেন এবং গুগল একাউন্ট ছাড়াই ব্যবহার করা যাবে।
অ্যাপটি প্লেস্টোরে পাওয়া যায় না আপনাকে ভিন্ন সোর্স থেকে ডাউনলোড করে নিতে হবে।
Smart Youtube TV
ডাউনলোড লিংক @ Smart Youtube TV
ফাইল ম্যানেজ করার জন্য ফাইল ম্যানেজার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আর টিভিতে দারুণ ভাবে ফাইল ম্যানেজ করার জন্য রয়েছে FX File Explorer। আপনি অ্যাপটি দিয়ে ফাইল এবং স্টোরেজ ম্যানেজ করতে পারবেন।
আপনি এর সাহায্যে লোকাল ফাইল এবং সিস্টেম ফাইল দেখতে পারবেন একই সাথে টিভিতে ইন্সটল হওয়া অ্যাপগুলোও দেখতে পারবেন।
অ্যাপটির ইউজার ইন্টারফেসটিও চমৎকার। আপনি ডুয়েল স্ক্রিনের মাধ্যমে ফাইল গুলো ম্যানেজ করার সুযোগ পাবেন। রয়েছে থিম চেঞ্জ করার ব্যবস্থা। সুতরাং আপনি যদি টিভির জন্য ফ্রি কোন ফাইল এক্সপ্লোরার খুঁজে থাকেন তাহলে আপনার জন্য FX File Explorer অ্যাপটি জরুরী।
FX File Explorer
ডাউনলোড লিংক @ FX File Explorer
অনেকে এই অ্যাপটির সাথে হয়তো পরিচিত তবে আপনার জন্য এটি অচেনা হলে ও সমস্যা নেই, চলুন পরিচয় করিয়ে দেই। RetroArch একটি জনপ্রিয় ইমুলেটর প্ল্যাটফর্ম যা অসংখ্য Retro গেম কনসোল যেমন, Atari 2600, NES, Nintendo 64, GameBoy, ইমুলেট করতে পারে।
আপনি RetroArch এবং একটি কন্ট্রোলারের মাধ্যমে অসংখ্য Retro গেম উপভোগ করতে পারেন। তাছাড়া এই অ্যাপটির মাধ্যমে আপনি স্টোরেজে থাকা ভিডিও, মিউজিক ইত্যাদি রান করতে পারবেন।
তবে যেহেতু এখানে গেমিং এর বিষয় আছে সুতরাং আপনার টিভির পারফর্মেন্সের উপর ভিত্তি করে গেমিং স্লো হতে পারে। তবে বড় স্ক্রিনে ক্লাসিক গেম খেলতে RetroArch এর তুলনা হয় না।
RetroArch
ডাউনলোড লিংক @ RetroArch
আপনি যদি টিভির এক লুক দেখতে দেখতে বিরক্ত হয়ে থাকেন তাহলে TVLauncher অ্যাপটি ব্যবহার করতে পারেন।
আপনি এই অ্যাপটি দিয়ে আপনার টিভি ইন্টারফেসকে আরও আকর্ষণীয় করে তুলতে পারেন, আপনি এখান থেকে একাধিক থিম সিলেক্ট করতে পারেন, হোম স্ক্রিনে নতুন কলাম যোগ করতে পারেন এবং ব্যাকগ্রাউন্ডে এনিমেশনও যোগ করতে পারেন। অ্যাপটির সাহায্যে আপনি হোম-স্ক্রিনের সেকশন গুলোতেও পরিবর্তন আনতে পারবেন।
তবে এই অ্যাপটির একটা সমস্যা হচ্ছে আপনার টিভি যদি পুরনো মডেলের হয় তাহলে কিছুটা পারফরমেন্স ইস্যু দেখা দিতে পারে।
TVLauncher
ডাউনলোড লিংক @ TVLauncher
আপনি যদি আপনার ফটো বা ইমেজ গুলোকে বড় স্ক্রিনের দেখতে চান তাহলে ব্যবহার করতে পারেন Photo Gallery অ্যাপটি।
আপনি এই অ্যাপ ব্যবহার করে, লোকাল ডিস্ক, Google Photos, Facebook, Flickr থেকে ফটো দেখতে পারবেন এবং সেগুলো screen saver হিসেবেও সেভ করতে পারবেন। Screensaver সেটিং থেকে আপনি প্রয়োজনে সময়ও নির্ধারণ করে দিতে পারবেন।
আপনি এই অ্যাপ দিয়ে চাইলে ভিডিও ফাইলও দেখতে পারবেন।
Photo Gallery
ডাউনলোড লিংক @ Photo Gallery
Plex হচ্ছে একটি ফ্রি স্ট্রিমিং সার্ভিস যেখানে আপনি শত শত টিভি শো, সিনেমা, এবং মিউজিক উপভোগ করতে পারবেন।
এই অ্যাপের দারুণ একটি দিক হল আপনি ডাউনলোড করা কন্টেন্ট গুলো চাইলে স্ট্রিমও করতে পারেন। আপনি যদি সেরা লাইভ টিভি অ্যান্ড্রয়েড অ্যাপ চান তাহলে এখনি ডাউনলোড করে নিন Plex অ্যাপটি।
অ্যাপটির লাইভ সেকশন থেকে আপনি ৮০ টিরও বেশি চ্যানেল একদম বিনামূল্যে উপভোগ করতে পারবেন। তাহলে আর দেরি কেন এখনো ট্রাই করুন।
Plex
ডাউনলোড লিংক @ Plex
আপনার অ্যান্ড্রয়েড টিভির জন্য ফ্রি আরেকটি প্রয়োজনীয় অ্যাপ হচ্ছে Button Mapper। এই অ্যাপের মাধ্যমে আপনি রিমোটের বাটন গুলো নতুন করে কাস্টমাইজড করতে পারবেন।
ধরুন আপনার রিমোটে স্ক্রিনশট নেয়ার কোন বাটন নেই, সেক্ষেত্রে আপনি এই অ্যাপটি দিয়ে একটি বাটন সেট করে ফেলতে পারেন। আপনি চাইলে নেটফ্লিক্সের জন্য একটি ডেডিকেটেড বাটনও সিলেক্ট করতে পারেন।
Button Mapper
ডাউনলোড লিংক @ Button Mapper
অ্যান্ড্রয়েড টিভি গুলোতে ডিফল্ট ভাবে কিছু অ্যাপ দেয়া থাকলেও সব সময় সেগুলো আমাদের চাহিদা মেটাতে পারে না আশা করছি উল্লেখিত অ্যাপ গুলো আপনাদের উপকারে আসবে।
আজকে এতটুকুই, পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন, আল্লাহ হাফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।