আশাকরি মহান প্রতিপালকের অশেষ মেহেরবানিতে সবাই নিজ নিজ স্থানে ভালো ও সুস্থ আছেন।
বন্ধুরা আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি অনেক মজাদার একটি টপিক। বন্ধুরা আপনার হাতে যে স্মার্ট ফোন রয়েছে, সেটিতে আপনার স্মার্ট ফোনের নিরাপত্তার জন্য অনেক ধরনের লক ব্যবহার করে থাকেন। আপনার স্মার্ট ফোনে সাধারণত পিন লক, প্যাটার্ন লক, পাসওয়ার্ড, ফিঙ্গারপ্রিন্ট লক, ফেস লক, স্ক্রিন লক ইত্যাদি ব্যবহার করে থাকেন। বন্ধুরা আজকের এই টিউনে এমন একটি লক দেখাব যে লক এর কাজ দেখলে সত্যি আপনি অবাক হয়ে যাবেন। আপনার এই লক যে দেখবে সেই অবাক হয়ে যাবে সে মনে করবে আপনার এই মোবাইলে এই লক কিভাবে ব্যবহার করেন। আপনার পাশের মানুষ সত্যি অবাক হয়ে যাবে।
তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে মূল টপিকে চলে যাই।
বন্ধুরা এই কাজটি করার জন্য আপনার স্মার্ট ফোনে একটি সফটওয়্যার এর প্রয়োজন হবে। আর এই সফটওয়্যার আপনাকে ডাউনলোড করতে হবে আপনার ফোনের গুগল প্লে-স্টোর থেকে।
১. আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের গুগল প্লে-স্টোরে।
>
২. গিয়ে এখানে সার্চ করতে হবে Color zip locker লিখে।
৩. তারপর আপনার সামনে এই রকম একটি পেজ ওপেন হবে।
৪. এখান থেকে ইন্সটল করে ওপেন করে নিবেন।
৫. তারপর Enable এ ক্লিক করবেন।
৬. ক্লিক করার পরে এটা অন করবেন, অন করে বেক হবেন।
৭. এখান থেকে Enable lockscreen এখানে ক্লিক করে অন করে দিবেন।
৮. তারপর এখান থেকে Wallpapers এ ক্লিক করে যেকোন একটি সিলেক্ট করে নিবেন। Wallpaper সিলেক্ট করে বেক হবেন।
৯. এখানে Zippers Style এ ক্লিক করবেন। ক্লিক করার পরে যে কোন একটি সিলেক্ট করে নিবেন। তারপরে বেক এ আসবেন।
১০. এখান থেকে Row Style এ ক্লিক কবেন। ক্লিক করার পরে এখান থেকে যেকোন একটি Row সিলেক্ট করে বেক হবেন।
এখন আপনার কাজ শেষ, এখন আপনার স্মার্ট ফোন লক করে, পরে দেখবেন আপনার ফোনে সেট আপ হয়ে গেছে।
বন্ধুরা এই ছিলো আজকের টপিক, আশাকরি সবার ভালো লেগেছে। আশাকরি আজকের এই টিউন সবাই খুব সজেই বুঝতে পেরেছেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোন টিউনে নতুন কোন বিষয় নিয়ে ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।
আমি মাহবুব আলম তারেক। Sonic টিউনার, টেকটিউনস, সিলেট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 95 টি টিউন ও 129 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
I am a Graphics Designer, and have worked on a few other Web Sites.
প্রিয় ট্রাসটেড টিউনার,
আপনার টিউনটি ‘টেকটিউনস ক্যাশ’ এর জন্য প্রসেস হতে পারছে না।
কারণ:
টিউনের কন্টেন্ট এ বানান ভুল করা হয়েছে।
ভুল বানান গুলো: শত্যি, ইন্টারফ্রেশ
এরকম আরও অনেক বানান ভুল রয়েছে।
করণীয়:
টেকটিউনস ট্রাসটেড টিউনার হিসেবে টিউনের টিউন থাম্বনেইলে, টিউনের শিরোনামে ও টিউনের কন্টেন্টে কোন প্রকার বানান ভুল থাকা যায় না। প্রতিটি টিউন প্রকাশের আগে অভ্র স্পেল দিয়ে টিউনের টিউন থাম্বনেইলের, টিউনের শিরোনামের ও টিউনের কন্টেন্টের বানান চেক করে, নিজে কয়েকবার রিভিশন দিয়ে নিশ্চিত হতে হয় যে টিউনে কোন প্রকার বানান ভুল নেই।
অভ্র স্পেল দিয়ে টিউনের টিউন থাম্বনেইলের, টিউনের শিরোনামের ও পুরো টিউনের কন্টেন্টের বানান চেক করুন, সেই সাথে নিজে কয়েকবার রিভিশন দিয়ে নিশ্চিত হোন যে টিউনে কোন প্রকার বানান ভুল নেই।
উপরের নির্দেশিত সংশোধন করে এই টিউমেন্টের রিপ্লাই দিন।
খেয়াল করুন, এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই না করে টিউনে টিউমেন্ট করলে তার নোটিফিশেন ‘টেকটিউনস কন্টেন্ট অপস’ টিম পাবে না। তাই অবশ্যই এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।