আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে।
আপনার যদি একাধিক মোবাইল অপারেটিং সিস্টেম ব্যবহারের অভিজ্ঞতা থাকে তাহলে হয়তো জানেন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম কতটা ইউজার ফ্রেন্ডলি। একমাত্র অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ইউজাররা পায় সর্বোচ্চ কাস্টমাইজেশনের সুযোগ এবং অফুরন্ত ফিচার। তাছাড়া অ্যান্ড্রয়েড এর রয়েছে অন্য অপারেটিং সিস্টেম গুলো থেকে কয়েক গুন বেশি অ্যাপ।
এর আগেও অ্যান্ড্রয়েড অ্যাপ নিয়ে অনেক গুলো টিউন করেছি আজকেও নিয়ে হাজির হয়েছি অ্যান্ড্রয়েড অ্যাপ রিলেটেড একটি টিউন নিয়ে। আজকে আমি অ্যান্ড্রয়েডের সেরা Voice Changer অ্যাপ নিয়ে আলোচনা করব। উল্লেখিত অ্যাপ গুলো দিয়ে আপনি ভয়েস বা অডিও এর স্বর চেঞ্জ করা থেকে শুরু করে বিভিন্ন ইফেক্টও যোগ করতে পারবেন।
ইন্টারনেটে অসংখ্য Voice Changer অ্যাপ থাকলেও, চলুন সেরা দশটি Voice Changer অ্যাপ দেখে নেয়া যাক।
বন্ধুদের সাথে প্র্যাংক করার জন্য সেরা অ্যাপ হচ্ছে Voice changer with effects অ্যাপটি। একই সাথে এর রয়েছে বেশ ভাল পজিটিভ রিভিউ। আপনি এই অ্যাপ দিয়ে আপনার ভয়েসকে ভিন্ন ভিন্ন ইফেক্ট দিতে পারবেন। প্রথমে ভয়েস রেকর্ড করে সেগুলোতে ইফেক্ট যোগ করে বন্ধুদের কাছে শেয়ার করতে পারবেন।
Voice changer with effects
প্লেস্টোর লিংক @ Voice changer with effects
চলুন Voice changer with effects অ্যাপটির কিছু ফিচার দেখে নেয়া যাক,
এই অ্যাপটির মাধ্যমে আপনি আগে রেকর্ড করা ভয়েসে ইফেক্ট যোগ করতে পারবেন এবং ভয়েস চেঞ্জ করতে পারবেন। এই অ্যাপে পাবেন আপনার ভয়েস বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার সুবিধা। আপনি আপনার রেকর্ড WhatsApp, Twitter, Facebook, LINE এ শেয়ার করতে পারবেন।
Best Voice Changer
প্লেস্টোর লিংক @ Best Voice Changer
চলুন Best Voice Changer অ্যাপটির কিছু ফিচার দেখে নেয়া যাক,
অ্যান্ড্রয়েডের অন্যতম সহজ এবং ফ্রি Voice Changer অ্যাপ হচ্ছে Voice Changer – Audio Effects। আপনি ভয়েস রেকর্ড করে এই অ্যাপটির মাধ্যমে সত্যিকারের ইফেক্ট দিতে পারবেন। অ্যাপটিতে robot, alien, drunk, chipmunk, cave, underwater, devil, এর মত মোট ২৫ টি ভিন্ন ভিন্ন ইফেক্ট পাবেন।
Voice Changer – Audio Effects
প্লেস্টোর লিংক @ Voice Changer – Audio Effects
চলুন Voice Changer – Audio Effects এর কিছু ফিচার দেখে নেয়া যাক,
অডিওতে ইফেক্ট যোগ করার এবং ভয়েস চেঞ্জ করার চমৎকার একটি অ্যাপ হচ্ছে Voice Changer। অ্যাপটি ব্যবহার করা একদম সহজ এবং রয়েছে বিভিন্ন ফানি সব ইফেক্ট। অসংখ্য ভয়েস ইফেক্ট সিলেক্ট করতে পারবেন অ্যাপটির মাধ্যমে।
Voice Changer
প্লেস্টোর লিংক @ Voice Changer
চলুন Voice Changer অ্যাপ এর কিছু ফিচার দেখে নেয়া যাক,
নাম শুনেই হয়তো বুঝে ফেলেছেন অ্যাপটি কোন কাজটি করা হবে। দারুণ এই অ্যাপটি দিয়ে আপনি নিজের ভয়েস রেকর্ড করে এতে ইফেক্ট যোগ করতে পারবেন।
Girls Voice Changer
প্লেস্টোর লিংক @ Girls Voice Changer
চলুন Girls Voice Changer অ্যাপের কিছু ফিচার দেখে নেয়া যাক,
অ্যান্ড্রয়েড ফোন অথবা ট্যাবলেটের জন্য ভয়েস চেঞ্জের সেরা একটি অ্যাপ হচ্ছে Voice Changer Sound Effects। অ্যাপটিতে রয়েছে ভিন্ন ভিন্ন কিছু ভয়েস ইফেক্ট। এই অ্যাপটির একটি সুবিধা হচ্ছে আপনি এর মাধ্যমে কাস্টম ইফেক্ট তৈরি করতে পারবেন।
Voice Changer Sound Effects
প্লেস্টোর লিংক @ Voice Changer Sound Effects
চলুন Voice Changer Sound Effects এর কিছু ফিচার দেখে নেয়া যাক,
সোশ্যাল মিডিয়া হিসেবেই সর্বাধিক পরিচিত Snapchat এ পাবেন ভয়েস চেঞ্জ ফিচার৷ অ্যাপটিতে আপনার ভয়েস চেঞ্জিং এর জন্য রয়েছে একাধিক দারুণ সব ফিল্টার।
Snapchat
প্লেস্টোর লিংক @ Snapchat
চলুন Snapchat এর কিছু সুবিধা দেখে দেয়া যাক,
অন্য যেকোনো ভয়েস চেঞ্জিং অ্যাপ থেকে তুলনামূলক বেশি সহজে ব্যবহার করা যায় Smart Voice Changer অ্যাপটি। অ্যাপটি আপনাকে অডিওতে ইফেক্ট যোগ করতে এবং বন্ধুদের সাথে সেগুলো শেয়ার করতে সাহায্য করবে। দারুণ এই অ্যাপটিতে রয়েছে দারুণ সব প্রি-বিল্ড ভয়েস ইফেক্ট।
Smart Voice Changer
ডাউনলোড লিংক @ Smart Voice Changer
চলুন Smart Voice Changer এর কিছু ফিচার দেখে নেয়া যাক,
অডিও ক্লিপে বিভিন্ন দারুণ ভয়েস ইফেক্ট যোগ করতে পারবেন Change My Voice অ্যাপটি দিয়ে। এর সহজ ইউজার ইন্টারফেস আপনাকে কোন ঝামেলা ছাড়াই সকল সুবিধা দেবে। অ্যাপটিতে পেয়ে যাবেন একাধিক বিল্ড-ইন ভয়েস ইফেক্ট।
Change My Voice
প্লেস্টোর লিংক @ Change My Voice
চলুন Change My Voice অ্যাপটির কিছু ফিচার দেখে নেয়া যাক,
Scary Voice Changer অ্যাপটি এর নামের মতই কাজ করবে। আপনি যদি ভয়েসে ভয়ংকর ইফেক্ট দিতে চান তাহলে আপনার জন্য সেরা হচ্ছে এটি।
Scary Voice Changer
প্লেস্টোর লিংক @ Scary Voice Changer
চলুন Scary Voice Changer এর কিছু ফিচার দেখে নেয়া যাক,
সব সময় ইউজাররা শুধু মাত্র মজা করার জন্য এই ধরনের অ্যাপ গুলো ব্যবহার করে এমন নয়, কখনো কখনো এই অ্যাপ গুলো আমাদের অনেক গুরুত্বপূর্ণ কাজও করে। ফোন দিয়ে গান রেকর্ড করতে এবং প্রফেশনাল রেকর্ডের মত শুনাতে এই অ্যাপ গুলো অনেকে ব্যবহার করে।
তো কেমন হল আজকের টিউন তা জানাতে অবশ্যই টিউমেন্ট করুন, আমাদের জানান আপনার কোন অ্যাপটি ভাল লেগেছে৷ পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন, আল্লাহ হাফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।