৫টি ফ্রি অনলাইন ভিডিও কনভার্টার সাইট বা টুল

টিউন বিভাগ টিপস এন্ড ট্রিকস
প্রকাশিত
জোসস করেছেন

আজকে আমরা জানবো এরকম সেরা ৫টি অনলাইন ভিডিও কনভার্টার সাইট বা টুল সম্পর্কে যা সম্পূর্ণভাবে ফ্রি টু ইউস।

এখন আমরা সবাই অফলাইন সফটওয়্যার এর বদলে অনলাইন টুলগুলি ব্যবহার করতে বেশি পছন্দ করে থাকি।

আর তার কারণ হল অনলাইন টুল ব্যবহার করার ক্ষেত্রে না ইনস্টল করার ঝামেলা থাকে আর তার সাথে দ্রুত কাজ হয়ে যায়।

আর এখন যেহেতু বেশিরভাগ সেই সমস্ত অফলাইনে সফটওয়্যারগুলি অথবা তাদের বিকল্প পরিষেবাগুলি অনলাইন হয়ে গেছে

সেই ক্ষেত্রে ভিডিও কনভার্ট করার বিষয়টিও তার বেতিক্রমে নেই। আজ অনলাইন সার্চ করলে এরকম বহু অনলাইন সল্যুশন আপনি পেয়ে যাবেন।

আর তাদের মধ্যে থেকেই আমি আপনাদের সেরা ৫টি অনলাইন ভিডিও কনভার্টার টুল বা সাইট সম্পর্কে বলবো।

ফ্রি ৫টি অনলাইন ভিডিও কনভার্টার গুলি হল
ফ্রি অনলাইন ভিডিও কনভার্টার টুল বা ওয়েবসাইট
১. Freeconvert.com
ফ্রি কনভার্টার ডট কম হল একটি অনলাইন ফাইল কোনভার্শন বা ফাইল কনভার্টার সাইট যেখানে আপনি অনলাইন বিভিন্ন ফাইল,

যেরকম ভিডিও, মিউজিক, ইমেজ এবং ডকুমেন্টই ইত্যাদি তাদের আরো অন্যান্য ফরম্যাটে কনভার্ট বা পরিবর্তন করতে পারেন।

অনলাইন ভিডিও কনভার্টার (online video converter) সাইটগুলির মধ্যে এটি জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত একটি প্লাটফর্ম।

আপনি এখানে ফ্রিতে ১ জিবি অবধি ফাইল আপলোড করে তা ৮ টিরও বেশি ভিডিও ফাইলে কনভার্ট করতে পারবেন।

এছাড়াও আপনি বিভিন্ন ডিভাইস অনুযায়ীও ফাইল ভিডিও কনভার্ট করতে পারেন যেরকম, মোবাইল, কিন্ডল, এন্ড্রোইড, আইফোন ও এক্সবক্স ইত্যাদি।

তারসাথে অবশ্যই আপনি কোন ভিডিওকে বিভিন্ন অডিও ফাইলে কনভার্ট করতে পারেন।

২. online-convert.com
এটি একটি ফাস্ট, সিকিউর এবং ফ্রি online video converter টুল বা সাইট যেখানে আপনি ১১ টার বেশি ফরম্যাটে,

নিজের ভিডিওকে কনভার্ট করতে পারবেন। খুবই সহজে নিজের ভিডিওকে ড্র্যাগ এন্ড ড্রপ করে মিজের মত কাস্টম সেটিংস

ব্যবহার করে ভিডিও কনভার্ট করার সুযোগ পাচ্ছেন, যেরকম কাস্টম রিসোলিউশন, ভিডিও ফ্রেম রেট ও বিটরেট পরিবর্তন,

ভিডিতে ব্লকবার যুক্ত, ভিডিও কাট, রোটেট, ফ্লিপ ইত্যাদি এবং অডিওর ক্ষেত্রেও বিভিন্ন কাস্টম সেটিংস ব্যবহার করতে পারবেন।

এছাড়াও এই সাইটের আপনি একটি অফিসিয়াল গুগল ক্রোম এক্সটেনশন পেয়ে যাবেন যার সাহায্যে আরো দ্রুত,

নিজের ভিডিও ও অডিওকে, কম্পিউটার বা ক্লাউড স্টোরেজ থেকে নিয়ে সহজেই ফাইল কনভার্ট করতে পারবেন।

৩. Cloudconvert
ক্লাউডকোনভার্ট আমার খুবই পছন্দের একটি প্লাটফর্ম এবং আমার মতে এটি অসাধারন একটি সাইট একই জায়গায়।

বিভিন্ন ধরনের ফাইল কনভার্ট করার জন্য। কারণ আপনি এখানে অনলাইন ভিডিও টু mp3 ও ভিডিও ফাইল কনভার্ট করার পাশাপাশি,

আরো বিভিন্ন রকমের ফাইলস যেমনকি ফটো, ই-বুক, ডকুমেন্ট এবং আরো অনেক কিছু ফাইল কনভার্ট করারও সুযোগ পাবেন।

তবে আজকে শুধু ভিডিও কনভার্টকরার বিষয় নিয়েই আমরা কথা বলবো। আপনি আপনি ২৫ টির বেশি ভিডিও

ফাইল কনভার্ট করার সুযোগ পাবেন এবং যেরকম দুই নম্বর অনলাইন ভিডিও কনভার্টার সাইটটির ক্ষেত্রে বলেছি,

এখানেও আপনি ভিডিও কনভার্ট করার ক্ষেত্রে কাস্টম সেটিংস ব্যবহার করতে পারবেন নিজের প্রেফারেন্স অনুযায়ী কনভার্শন এর জন্য।

৪. Convertio
অনলাইন নিজেদের ফাইল আপলোড করার ক্ষেত্রে আমাদের মনে সিকিউরিটি বা প্রাইভেসি নিয়ে একটি চিন্তা থেকেই যায়।

বিশেষ করে যদি সেই ফাইল বেক্তিগত এবং খুবই দরকারি হয়ে থাকে। তবে Convertio থেকে ভিডিও কনভার্ট করার ক্ষেত্রে

আপনি ডেটা প্রাইভেসী সম্পর্কে নিশ্চিন্ত থাকতে পারেন কারণ ইউসারদের প্রাইভেসী নিয়ে এরা খুবই সচেতন তাই

ডেটা সিকিউরিটি দিক থেকে গ্যারান্টি দাবি করে এবং ২৪ ঘন্টা অতিক্রমের পর আপলোড করা ফাইল ডিলেট করে দেয়।

অর্থাৎ আপনি যদি একটি সেফ অনলাইন ভিডিও অডিও ভিডিও বা mp3 ভিডিও কনভার্টার চান তাহলে Convertio আপনার জন্য আদর্শ।

এছাড়াও এটি খুবই সহজ এবং দ্রুত ফাইল কোনভার্শন এর জন্য জনপ্রিয় তবে এর একটি ডাউন পয়েন্ট হল এই যে

ফ্রি ভার্সনে আপনি সর্বোচ ১০০ এমবি সাইজ এর অবধি ফাইল কোভার্ট করতে পারবেন।

Convertio এর নিজেস্ব ক্রোম এক্সটেনশন আজে, তাই আপনি যদি একজন ক্রোম ব্যবহারকারী হন সেই ক্ষেত্রে

আমি আপনাকে অবশ্যই পরামর্শ দেব এর এক্সটেনশনটি নিজের ব্রাউজার ইনস্টল করে নেওয়ার জন্য কারণ এটি অনেকই ইউসফুল।

দেখতে পারেন: ডোমেইন কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি

৫. Freemake
আমাদের লিস্টে শেষ ভিডিও কনভার্টারটির নাম হল Freemake, তবে বন্ধুরা এটি কোন অনলাইন ভিডিও কনভার্টার টুল না,

এটি সম্পূর্ণ ফ্রি একটি ভিডিও কনভার্টার সফটওয়্যার যেখানে HD থেকে 4K ভিডিও, ফ্রিতে কনভার্ট করতে পারবেন।

এছাড়াও ভিডিও টু mp3 তেও কনভার্ট করতে পারবেন এবং ভিডিও কনভার্ট করার ক্ষেত্রে অসংখ ফাইল ফরমেট সহ,

ডিভাইস অনুযায়ী যেরকম MPEG, 3gp, Sony platstation, Xbox, android, apple এমনকি HTML5 এবং সরাসরি ইউটিউবের জন্য কনভার্ট করতে পারবেন।

এই অনলাইন ভিডিও কনভার্টার টুল বা সাইট গুলির লিস্টের মধ্যে ব্যতিক্রমী হিসাবে এই সফটওয়্যারটি যুক্ত করার কারণ হল।

এটি সম্পূর্ণ ফ্রি এবং খুবই ছোট একটি সফটওয়্যার যেখানে আপনি অল ইন ওয়ান ভিডিও ও অডিও ফাইল কনভার্ট করার মত ফিচারস গুলি পেয়ে যাচ্ছেন।

Level 1

আমি আমিরুল সিজান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

Bangladeshi Blogger


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস