আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে।
আপনার কম্পিউটার প্রসেসরের টেম্পারেচার, এটিকে সুস্থ রাখার জন্য বেশ গুরুত্বপূর্ণ। সর্বোপরি, আপনার কম্পিউটারের তাপমাত্রা একটি সঠিক লেবেলে রাখা বা শীতল রাখা ভাল একটা সিদ্ধান্ত হতে পারে। কারণ আপনার পিসির টেম্পারেচার বেড়ে গেলে এটি বিভিন্ন সমস্যার সৃষ্টি করতে পারে, আপনার কাজে ব্যাঘাত ঘটতে পারে কখনো কখনো শাটডাউন বা রিস্টার্টও নিতে পারে।
তাই আপনি যদি খেয়াল রাখতে পারেন কখন আপনার প্রসেসরের তাপমাত্রা বেড়ে যাচ্ছে, তাহলে সঠিক সিদ্ধান্তের মাধ্যমে এটি একদিকে যেমন কাজে বাধা তৈরি করবে না এবং প্রসেসরকেও সুস্থ রাখবে। তো আজকের টিউনে আমি আলোচনা করব কি কি উপায়ে আপনি আপনার প্রসেসরের তাপমাত্রা চেক করতে পারবেন।
আপনি প্রসেসরের তাপমাত্রা চেক করবেন ঠিক আছে কিন্তু এর আগে আপনাকে জেনে নিতে হবে, প্রসেসরের স্বাভাবিক তাপমাত্রা বা টেম্পারেচার কত। স্বাভাবিক ভাবে প্রসেসরের তাপমাত্রা অনেকে ৩০° ভাবলেও এটা ভুল। আপনি আপনার CPU এর মডেল গুগলে সার্চ দিয়ে এর ম্যাক্সিমাম টেম্পারেচার সম্পর্কে ধারণা লাভ করতে পারেন।
বেশিরভাগ ক্ষেত্রে "Maximum Operating Temperature” অথবা “T Case, ” নামে ম্যাক্সিমাম তাপমাত্রা গুলো থাকে। যদি উপরের মত T Junction নামে থাকে তাহলে পরামর্শ থাকবে কমপক্ষে তাপমাত্রা 30°C রাখার তবে এবং চেষ্টা করতে হবে যেন 70°C এর উপরে না যায়। আপনার টেম্পারেচার যদি এর মধ্যে রাখতে পারেন তাহলে সবচেয়ে ভাল।
তাহলে চলুন দেখে নেয়া যাক Windows 10 এর টেম্পারেচার চেক করার সেরা কিছু টুল
প্রসেসরের টেম্পারেচার চেক করার দারুণ একটি সফটওয়ার হচ্ছে HWMonitor। শুধু মাত্র টেম্পারেচারই নয় একই সাথে আরও কিছু ইনফরমেশন চেক করা যাবে এটি দিয়ে। আর আপনি সকল ইনফরমেশন পেয়ে যাবেন একটি পেজে।
আপনি প্রথম পেজ থেকে স্ক্রুল করে সকল তথ্য একেক করে দেখতে পারবেন। প্রতি কোরে কতটা বোল্টেজ দরকার হচ্ছে তা দেখতে পারবেন এবং জানতে পারবেন কি পরিমাণ CPU ব্যবহৃত হচ্ছে। এটি বর্তমান টেম্পারেচারের সাথে সাথে মিনিমাম এবং ম্যাক্সিমাম টেম্পারেচারও শো করবে।
তথ্য গুলো দেখতে আপনাকে খুব বেশি কিছু করতে হবে না, একটি পেজের মাধ্যমেই আপনি সব কিছু দেখতে পাবেন। এই সফটওয়ার ব্যবহার করে যেকোনো সময় তথ্য গুলো দেখতে Ctrl + S ব্যবহার করুন।
HWMonitor
ডাউনলোড লিংক @ HWMonitor
গেমারদের কথা মাথায় রেখে এবং যারা তাদের পিসিগুলিকে ওভারক্লাক করতে চান তাদের জন্য তৈরি করা হয়েছে MSI Afterburner সফটওয়ারটি। আপনি MSI Afterburner ওপেন করার পর এটি হোম স্ক্রিনে আপনাকে একটি গ্রাফ দেখাবে যার মাধ্যমে আপনি জানতে পারবেন, GPU তাপমাত্রা, CPU তাপমাত্রা এবং অন্যান্য বিভিন্ন ডেটা।
গ্রাফগুলি পুনরায় অর্ডার করতে এবং CPU টেম্পারেচারকে অগ্রাধিকার দিতে আপনি Settings ক্লিক করুন, তারপর Monitoring ট্যাবে ক্লিক করুন। আপনি নিচ থেকে প্রয়োজনমত ড্রাগ করে CPU ইনফরমেশন গুলো নিজের মত করে নিতে পারেন।
আপনি Show in On-Screen Display তে টিক দিয়ে শর্টকাটের মাধ্যমে পরবর্তীতে কর্নারেও এটিকে শো করাতে পারেন।
MSI Afterburner
ডাউনলোড লিংক @ MSI Afterburner
আপনার সমস্ত প্রয়োজনীয় তথ্য এক জায়গায় পাওয়ার একটি দুর্দান্ত সমাধান হতে পারে Open Hardware Monitor। এটি আপনার সিপিইউর তাপমাত্রার পাশাপাশি আপনার জিপিইউর তাপমাত্রা, আপনার কম্পিউটারে ভোল্টেজ কীভাবে ব্যবহৃত হচ্ছে, এমনকি আপনার সিস্টেমের ফ্যান কতটা দ্রুতগতিতে ঘুরছে জানাতে পারবে। Open Hardware Monitor একটি শক্তিশালী টুল যা আপনার সমস্ত সিস্টেমের তাপমাত্রায় নজর রাখতে পারে।
সফটওয়ারটিতে আপনি আলাদা ভাবে CPU গুলোর টেম্পারেচার দেখতে পাবেন। কিছু কিছু টেম্পারেচার মনিটর অ্যাপ আপনার টাস্কবারেরও তথ্য গুলো শো করতে পারে, Open Hardware Monitor তাদের মধ্যে একটি। তাছাড়া টাস্কবারে ইনফো দেখা গেলে যেকোনো সময় টেম্পারেচারে চোখ রাখা যায়।
টাস্কবারে টেম্পারেচার নিয়ে যেতে নির্দিষ্ট টেম্পারেচারের রাইট ক্লিক করুন এবং Show in Tray এ ক্লিক করুন।
আপনি চাইলে যেকোনো সময় এটিকে ড্রাগ করে সরিয়েও ফেলতে পারবেন।
Open Hardware Monitor
ডাউনলোড লিংক @ Open Hardware Monitor
CPU এর তাপমাত্রা আরও ফোকাস ভাবে দেখতে আপনাকে সাহায্য করতে পারে Core Temp টুলটি। এর মাধ্যমে আপনি প্রসেসরের তাপমাত্রা, এটি কতটি কোর ব্যবহার করছে, ইত্যাদি যাচাই করতে পারবেন। এটি “Tj. Max” নামে আপনার T Junction লিমিটও দেখাবে।
ডিফল্ট ভাবে এটি আপনার টাস্কবারে টেম্পারেচার শো করবে, তবে যদি না করায় তাহলে Option>Settings এ যান৷
Windows Taskbar ট্যাবে যান Enable Windows 7 Taskbar features এনেভল করে Save দিন।
Core Temp
ডাউনলোড লিংক @ Core Temp
Windows 10 এর সিপিইউ তাপমাত্রা যাচাই করার ক্ষমতা সহ বিভিন্ন সিস্টেম ডায়াগোনস্টিক্সের একটি দুর্দান্ত প্যাকেজ হচ্ছে Speccy। এটি সিস্টেম তথা মাদারবোর্ডের প্রয়োজনীয় তথ্য দেখতে আপনাকে সাহায্য করবে।
আপনি বামপাশ থেকে CPU তে ক্লিক করে আরও ফোকাস ইনফরমেশন দেখতে পারবেন।
আপনি যদি টাস্কবারে তথ্য গুলো নিতে চান তাহলে View > Option এ ক্লিক করুন
System tray সেকশন থেকে “Minimize to tray, ” এবং Display metrics in tray এ টিক দিন, তারপর “CPU” সিলেক্ট করুন।
এবার মিনিমাইজ করে প্রয়োজনীয় তথ্য দেখতে পারবেন।
Speccy
ডাউনলোড লিংক @ Speccy
প্রসেসর আপনার ল্যাপটপের একটি অতীব গুরুত্বপূর্ণ অংশ হওয়ায় ওভারহিট হতে পারে উদ্বেগের কারণ। আর তাই এই থার্ডপার্টি টুল গুলো দিয়ে টেম্পারেচার যাচাই করা আপনার জন্য সেরা সিদ্ধান্ত হতে পারে। তাহলে আর দেরি কেন টুল গুলো ব্যবহার করে CPU এর উপর নজর রাখুন এবং প্রয়োজনে ব্যবস্থা নিন।
কেমন হল আজকের টিউন জানাতে টিউমেন্ট করুন, তো আজকে এই পর্যন্তই, পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।