আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে।
সাধারণ ভাবে ইন্সটাগ্রামে কোন ছবি শেয়ার দিলে সেটা সবার দেখার কথা। কিন্তু আমরা কখনো চাই কেউ আমাদের শেয়ার করা কিছু না দেখুক এমনকি আমাদের একাউন্টই কেউ খুঁজে না পাক। তো আজকের টিউনে আমি দেখাব কিভাবে আপনার একাউন্ট অন্যদের থেকে আড়াল করবেন।
আপনি কিছু ইনফরমেশন রিমুভ করে যেমন ফোন নাম্বার রিমুভ করে আপনার একাউন্ট লুকাতে পারেন, এই টিউনে চলুন আরও কিছু পদ্ধতি দেখে নেয়া যাক।
ইন্সটাগ্রাম এর লগইন সহজ করতে ডিফল্ট ভাবে ফেসবুক একাউন্ট এর সাথে কানেক্ট থাকে কিন্তু আপনি যদি আপনার একাউন্ট হাইড করতে চান তাহলে এর বিপক্ষে যেতে হবে৷ ফেসবুক একাউন্ট রিমুভ না করলে আপনার ফেসবুক ফ্রেন্ডদের কাছে আপনার একাউন্টের সাজেশন যেতে থাকবে৷ চলুন দেখে নেয়া যাক কিভাবে ফেসবুক একাউন্ট আনলিংক করা যায়,
Instagram অ্যাপ ওপেন করুন, নিচের ডান পাশ থেকে প্রোফাইল আইকনে ক্লিক করুন
উপরে ডান পাশ থেকে Hamburger মেনুতে ক্লিক করুন
Settings এ ক্লিক করুন
নিচ থেকে Accounts Center এ ক্লিক করুন
Accounts & Profiles এ ট্যাপ করুন
আপনার ফেসবুক প্রোফাইল সিলেক্ট করুন
একাউন্ট রিমুভ করতে Remove from Accounts Center এ ট্যাপ করুন
আপনার নিশ্চিতকরণ একটি পেজ আসবে, Continue এ ক্লিক করুন।
যখন থেকে আপনি ফেসবুক একাউন্ট রিমুভ করে দেবেন তখন আর আপনার ফ্রেন্ডদের ইন্সটাগ্রাম একাউন্টের Discover People এ আপনার একাউন্ট সাজেস্ট করবে না।
আপনার ইন্সটাগ্রাম হাইড করতে চাইলে আগে আপনার একাউন্টটি প্রাইভেট করে ফেলুন। কারণ একাউন্ট প্রাইভেট করাতে কেউ যদি আপনাকে খুঁজে পায় তবুও আপনার কোন Post দেখতে পাবে না।
আপনার একাউন্ট প্রাইভেট করতে Settings -> Privacy তে যান এবং Private Account এনেভল করে দিন।
ইন্সটাগ্রামে আপনি সবার থেকে আলাদা থাকতে ফোন নাম্বারটি রিমুভ করে দিতে পারেন। তবে আপনাকে মনে রাখতে হবে ফোন নাম্বার রিমুভ করলে আপনার Two-factor Authentication ফিচার কাজ করবে না। তাছাড়া ফোন নাম্বার রিমুভ করার পূর্বে অবশ্যই একাউন্টটি ইমেইল দিয়ে ভেরিফিকেশন করে নিন।
Two-Factor Authentication ডিজেবল করতে, Settings -> Security -> Two-Factor Authentication এ চলে যান এবং এটি ডিজেবল করে দিন।
ফোন নাম্বার রিমুভ করতে প্রথমে Edit Profile এ ক্লিক করুন Personal Information Settings এ ক্লিক করুন, এবং ফোন নাম্বার রিমুভ করে দিন।
আপনি যখন ফোন নাম্বার রিমুভ করে দেবেন তখন আর কেউ ফোন নাম্বারের মাধ্যমে আপনাকে খুঁজে পাবে না, এমনকি কারো Contact লিস্টে আপনার নাম্বার থাকলেও তার সাজেশনে আপনার একাউন্ট আসবে না।
প্রথম দিকে ইন্সটাগ্রামের এই অপশনটি আপনি ব্যবহার করতেই পারেন তবে যদি একাউন্ট হাইড করতে চান তাহলে এটি ডিজেবল করে দেয়াই বুদ্ধি মানের কাজ হবে।
Contact Syncing ডিজেবল করতে Settings -> Account -> Contacts Syncing এ যান এবং ফিচারটি ডিজেবল করে দিন।
যারা আপনার মতই একাউন্ট ব্যবহার করছে তারা কখনো কখনো আপনাকে খুঁজে পেতে পারে এজন্য আপনার উচিত এটি বন্ধ করা। এই কাজটি ফোনের মাধ্যমে করা যাবে না আপনাকে ডেক্সটপ ভার্সন ব্যবহার করতে হবে।
আপনার একাউন্ট ডেক্সটপে ওপেন করুন এবং প্রোফাইল আইকনে ক্লিক করুন। তারপর Edit Profile বাটমে ক্লিক করুন, একদম নিচে Similar Account Suggestion নামে একটি টিক বক্স দেখতে পাবেন টি আনটিক করে দিন এবং Submit বাটনে ক্লিক করুন।
আপনি এখান থেকেও ফোন নাম্বার রিমুভ করতে পারবেন।
আপনি যদি ইন্সটাগ্রামে আরও অধিক প্রাইভেসি চান তাহলে অনলাইন স্ট্যাটাস অফ করে রাখতে পারেন।
অনলাইন স্ট্যাটাস অফ করতে প্রথমে Settings এ যান Activities Status এ ক্লিক করুন, Show Activity Status অপশনটি ডিজেবল করে দিন।
উপরের পদ্ধতি গুলো ছাড়াও আপনি যদি সব সময়ের জন্য নির্দিষ্ট একাউন্ট গুলো থেকে গোপন থাকতে চান তাহলে আপনার জন্য সেরা হবে সেগুলোকে ব্লক করে দেয়া।
ব্লক করতে একাউন্টে যান উপরে ডান পাশ থেকে থ্রিডটে ক্লিক করুন এবং Block এ ক্লিক করুন।
আপনার একাউন্ট যদি চিরতরে সবার থেকে হাইড করতে চান তাহলে সেটা রিমুভ করে দিন আর সেটা না চাইলে উপরের মেথড গুলো আপনার জন্য উপযুক্ত হবে।
কেমন হল আজকের টিউন জানাতে টিউমেন্ট করুন, তো আজকে এই পর্যন্তই, পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।