ছবির ভেতর লুকিয়ে রাখুন গুরুত্বপূর্ণ তথ্য! সেরা সাতটি স্টেগনোগ্রাফি অ্যাপ

Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে। আজকে আমরা মূলত স্টেগনোগ্রাফি অ্যাপ নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক।

স্টেগনোগ্রাফি অ্যাপ কি?

আলোচনা শুরুর পূর্বে চলুন বুঝে নেয়া যাক স্টেগনোগ্রাফি অ্যাপ কাকে বলে। স্টেগনোগ্রাফি হচ্ছে এমন একটি টেকনিক যার মাধ্যমে সফটওয়ার বা অ্যাপ ব্যবহার করে সেনসিটিভ বা গোপন তথ্য লুকিয়ে রাখা হয়। এই পদ্ধতিতে Txt ফাইল নির্দিষ্ট ক্যারিয়ার ফাইলে লুকিয়ে রাখা হয়। সেক্ষেত্রে ক্যারিয়ার ফাইল হতে পারে কোন ভিডিও বা ইমেজ। সাধারণ এনক্রিপশন মেথড থেকে এই পদ্ধতিতে আরও সহজে ক্যারিয়ার ফাইল থেকে তথ্য ডিক্রিপ্ট করা যায়।

ক্যারিয়ার ফাইলে Txt ফাইল গোপন রাখার অনেক অ্যাপই রয়েছে তবে আজকের টিউনে আমি সেরা অ্যাপ গুলো নিয়ে আলোচনা করব। বেশির ভাগ অ্যাপ ক্যারিয়ার ফাইল হিসেবে Image ফরমেট (JPG, PNG, ICO, BMP) ব্যবহার করবে।

আপনি অ্যাপ গুলো ব্যবহার করে ফাইল গুলোকে পাসওয়ার্ড প্রটেক্টও করতে পারবেন এবং আলাদা Decoding ফিচারের মাধ্যমে অরিজিনাল Txt ফাইলও ডিকোড করতে পারবেন।

NoClue হচ্ছে আমার একটি পছন্দের স্টেগনোগ্রাফি অ্যাপ যাতে ক্যারিয়ার ফাইল হিসেবে একই সাথে ইমেজ এবং ভিডিও ফাইল ব্যবহার করা যায়। এতে একই সাথে বিল্ডইন মেসেজ ফিচার আছে যার মাধ্যমে ইনফরমেশন Extract করা যায়।

আরেকটি এমন অ্যাপ হচ্ছে Stegais, যার মাধ্যমে ইমেজ ফাইলে একই সাথে টেক্সট এবং ভয়েস ইনফরমেশন সংরক্ষণ করা যায়।

১. NoClue

দারুণ একটি স্টেগনোগ্রাফি অ্যাপ হচ্ছে NoClue। এই অ্যাপ এর সাহায্যে ইউজাররা বড় এবং ছোট টেক্সট মেসেজ ইমেজ বা ভিডিও ফাইলে গোপন রাখতে পারবে। এটি সকল কমন ফাইল যেমন, JPG, PNG, MP4, AVI, সাপোর্ট করে। এই অ্যাপ এর মাধ্যমে ক্যারিয়ার আউটপুট ফাইলে পাসওয়ার্ড যুক্ত করা যায়।

NoClue

প্লেস্টোর লিংক @ NoClue

কিভাবে ব্যবহার করবেন

NoClue অ্যাপ টি ওপেন করুন, এবং Hide Message বাটনে ক্লিক করুন। ইমেজ সিলেক্ট করার অপশন আসবে।

গ্যালারি থেকে ইমেজ বা ভিডিও সিলেক্ট করুন

Continue বাটনে ক্লিক করুন এবং আপনার মেসেজ লিখুন

ইমেজ ফাইলে একটি পাসওয়ার্ড যোগ করুন এবং সর্বশেষ Hide বাটনে ক্লিক করুন।

অতিরিক্ত ফিচার

Reveal Message: এই ফিচারের মাধ্যমে ইউজার ক্যারিয়ার ফাইল থেকে টেক্সট ফাইল Extract করতে পারবে।

ভিডিও বা ইমেজ ফাইলে টেক্সট ইনফরমেশন সহজে এবং দ্রুত হাইড করার অন্যতম সেরা অ্যাপ হচ্ছে No Clue

২. Stegais

আরেকটি দারুণ অ্যাপ হচ্ছে Stegais। এই অ্যাপ এর মাধ্যমে ইউজাররা একই সাথে টেক্সট মেসেজ এবং ভেয়েস মেসেজ হাইড করে রাখতে পারবে। এই অ্যাপের মাধ্যমেও ক্যারিয়ার ফাইলে পাসওয়ার্ড যুক্ত করা যায়। তাছাড়া একই ক্যারিয়ার ফাইল কয়েকবার ব্যবহার করা যায়।

Stegais

প্লেস্টোর লিংক @ Stegais

কিভাবে ব্যবহার করবেন

অ্যাপটি ওপেন করুন এবং Txt অথবা Voice অপশন সিলেক্ট করুন

এবার নতুন ছবি ক্যাপচার করুন অথবা গ্যালারি থেকে সিলেক্ট করুন


এবার ভয়েস রেকর্ড করুন অথবা টেক্সট ফাইল লিখুন এবং নির্দিষ্ট পাসওয়ার্ড দিন, সর্বশেষ Hide বাটমে ক্লিক করুন

অতিরিক্ত ফিচার

Reveal the message: ক্যারিয়ার ফাইল থেকে টেক্সট বা ভয়েস Extract করা যাবে।

Image Analysis: ইউজাররা নির্দিষ্ট ইমেজ এনালাইসিস করতে পারবে।

টেক্সট ফাইলের সাথে সাথে ভয়েস মেসেজ হাইড করার চমৎকার অ্যাপ হচ্ছে  Stegais

৩. Steganography Master

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে ইমেজের ভেতর টেক্সট ফাইল গোপন রাখার চমৎকার একটি অ্যাপ হল Steganography Master। অ্যাপটিতে একই সাথে রয়েছে ডিকোডিং ফিচার। Steganography Master সাপোর্ট করবে PNG, JPG, BMP, ICO, এর মত ফরমেট গুলো।

Steganography Master

প্লেস্টোর লিংক @ Steganography Master

কিভাবে ব্যবহার করবেন

অ্যাপটি ওপেন করুন Encode এ ক্লিক করুন এবং গ্যালারি আইকন এ ক্লিক করে ইমেজ সিলেক্ট করুন

টেক্সট ইনফরমেশন লিখুন

Review সেকশন থেকে আউটপুট ইমেজের নাম নির্দিষ্ট করুন, সর্বশেষ পাসওয়ার্ড দিয়ে ফাইলটি প্রটেক্ট করুন এবং Encode বাটনে ক্লিক করুন।

অতিরিক্ত ফিচার

Decode Text: সঠিক পাসওয়ার্ড দিয়ে ইউজাররা ইমেজ থেকে টেক্সট ফাইল রিকোভার করতে পারবে।

সহজে গোপন তথ্য লুকাতে অন্য অ্যাপ গুলোর মতই ভাল কাজ করে Steganography Master অ্যাপটি।

৪. Steganography

Steganography একটি ওপেন সোর্স ফ্রি স্টেগনোগ্রাফি অ্যাপ। ইউজাররা ক্যারিয়ার ফাইলে গুরুত্বপূর্ণ তথ্য ডিকোড এবং হাইড করতে পারবে এই অ্যাপ এর মাধ্যমে। অ্যাপটি JPG, PNG, BMP, ইত্যাদি ফরমেট সাপোর্ট করবে।

Steganography

প্লেস্টোর লিংক @ Steganography

কিভাবে ব্যবহার করবেন

অ্যাপটি ওপেন করুন এবং Encode বাটনে ক্লিক করুন

আপনার ক্যারিয়ার ফাইল সিলেক্ট করুন

টেক্সট মেসেজটি লিখুন, সর্বশেষ ENCODE বাটনে ক্লিক করুন

অতিরিক্ত ফিচার

Decode: ইউজাররা তাদের সংরক্ষিত তথ্য ডিকোড করতে পারবে।

Send Image: এই ফিচারের মাধ্যমে ইউজাররা আউটপুট ফাইল মেসেজ এবং ইমেইলে অন্যদের কাছে শেয়ার করতে পারবে।

ইমেজে টেক্সট সংরক্ষণ করার অন্যতম একটি সহজ অ্যাপ হচ্ছে Steganography। ইউজাররা খুব দ্রুত সহজেই এই অ্যাপটি ব্যবহার করতে পারবে।

৫. Image Steganography

সহজেই ব্যবহার করার একটি স্টেগনোগ্রাফি অ্যাপ হচ্ছে Image Steganography। JPG, PNG, এবং BMP ফরমেটের ইমেজ গুলো এখানে সাপোর্ট করবে। ইউজাররা একই সাথে পাবে সহজ ডিকোড অপশন।

Image Steganography

প্লেস্টোর লিংক @ Image Steganography

কিভাবে ব্যবহার করবেন

অ্যাপটি ওপেন করুন এবং Encode Image বাটনে ক্লিক করুন

Upload বাটনে ক্লিক করে ক্যারিয়ার ফাইলটি বাছাই করুন

টেক্সট ফাইলটি নির্দিষ্ট করুন, Secret Key ফিল্ডে আপনার পছন্দ মত পাসওয়ার্ড সিলেক্ট করে দিন। সর্বশেষ Encode Image বাটনে ক্লিক করুন

অতিরিক্ত ফিচার

Decode Image: এই ফিচারের মাধ্যমে ইউজাররা সহজে দ্রুত সময়ের মধ্যে ফাইল ডিকোড করতে পারবে।

ক্যারিয়ার ফাইলে সহজে দ্রুত টেক্সট ইনফরমেশন হাইড করার সহজ অ্যাপ হচ্ছে Image Steganography

৬. Steganography Image

নামের মত কাজ করবে Steganography Image অ্যাপ। এই অ্যাপটির মাধ্যমেও আপনি ইমেজ ফাইলে টেক্সট ইনফরমেশন লুকিয়ে রাখতে পারবেন। ইমেজে তথ্য হাইড করতে অ্যাপটি পিক্সেল ভ্যালু ব্যবহার করবে। অ্যাপটি বিভিন্ন ইমেজ ফরমেটের সাথে JPG, PBG, ICO ফরমেট গুলো সাপোর্ট করবে।

Steganography Image

প্লেস্টোর লিংক @ Steganography Image

কিভাবে ব্যবহার করবেন

অ্যাপটি ওপেন করুন এবং Embedding সেকশনে ক্লিক করুন, ফোল্ডার আইকনে ক্লিক করে ইমেজ সিলেক্ট করুন

আপনার নির্দিষ্ট টেক্সট সিলেক্ট করুন

সর্বশেষ Save Stego বাটনে ক্লিক করুন

অতিরিক্ত ফিচার

Extracting: ইমেজ থেকে টেক্সট ফাইল Extract করতে পারবে ইউজাররা।

কোন ধরনের ঝামেলা ছাড়াই ইমেজে টেক্সট যুক্ত করা যাবে Steganography Image অ্যাপের মাধ্যমে।

৭. Photo Hidden Data

Photo Hidden Data হচ্ছে আজকের দিনের সর্বশেষ স্টেগনোগ্রাফি অ্যাপ। ইউজাররা এই অ্যাপ ব্যবহার করে ইমেজ বা ডকুমেন্ট ফাইলে টেক্সট ইনকোড অথবা হাইড করতে পারবে। রয়েছে পাসওয়ার্ড যুক্ত করার সুবিধা। ইউজাররা এর মাধ্যমে কাস্টম ইমেজ ফাইলও তৈরি করতে পারবে।

Photo Hidden Data

প্লেস্টোর লিংক @ Photo Hidden Data

কিভাবে ব্যবহার করবেন

অ্যাপটি ওপেন করুন এবং Album অপশন সিলেক্ট করুন, ইউজাররা New Document অপশনও বাছাই করতে পারেন।

Create Hidden Text ট্যাপ করুন এবং টেক্সট ফাইল সিলেক্ট করুন

পাসওয়ার্ড দিন এবং Save বাটনে ক্লিক করুন

ইমেজের সাথে সাথে ডকুমেন্টে গুরুত্বপূর্ণ টেক্সট ফাইল ফাইড করার দারুণ একটি অ্যাপ হচ্ছে Photo Hidden Data

শেষ কথাঃ

আশা করছি সেরা সাতটি অ্যাপ থেকে আপনি সেরাটি বাছাই করে নিতে পারবেন।

কেমন হল আজকের টিউন জানাতে টিউমেন্ট করুন, তো আজকে এই পর্যন্তই, পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস