সেরা দশটি ফ্রি ওপেন সোর্স DNS সার্ভার যেগুলো আপনি ব্যবহার করতে পারেন

টিউন বিভাগ টিপস এন্ড ট্রিকস
প্রকাশিত
জোসস করেছেন
Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। বরাবরের মতই আজকে হাজির হলাম নতুন কিছু নিয়ে।

আজকের আলোচনার শুরুতেই আমাদের জেনে নিতে হবে DNS এর কাজ কি এবং DNS আসলে কি? DNS এর পূর্ণরূপ হচ্ছে Domain Name System। সহজ ভাষায় বলতে গেলে আপনার চাহিদা মত নির্দিষ্ট ওয়েবসাইটকে দ্রুত আপনার সামনে প্রদর্শন করতে সাহায্য করে DNS। চলুন বিষয়টি বিস্তারিত জেনে নিই।

DNS কি এবং কেন?

ইন্টারনেটে যত ধরনের Domain রয়েছে সব গুলোর একটি নির্দিষ্ট আইপি এড্রেস থাকে। যেমন Google এর একটি আইপি এড্রেস আছে, Facebook এর একটি আইপি এড্রেস রয়েছে। কম্পিউটার কিন্তু Domain Name চিনে না, কম্পিউটার আইপি এড্রেসের মাধ্যমে নির্দিষ্ট ওয়েবসাইটে কমিউনিকেট করে। আমরা যখন একটি ওয়েবসাইটের নাম লিখি তখন কম্পিউটার খুঁজে বের করার চেষ্টা করে এর আইপি এড্রেস কি, যখন খুঁজে পায় তখন সেই আইপি এড্রেসের ইনফরমেশন আমাদের সামনে তুলে ধরে। আর কম্পিউটারকে আইপি এড্রেস খুঁজে পেতে সহায়তা করে DNS। DNS একটি এড্রেস-বুকের মত কাজ করে, সেখানে সকল ওয়েবসাইটের আইপি এড্রেস গুলো লিপিবদ্ধ থাকে। সুতরাং আপনি যত ভাল DNS ব্যবহার করবেন আপনার ওয়েবসাইট তত দ্রুত ওপেন হবে। এছাড়াও আরও বিভিন্ন কারণে DNS ব্যবহার করা যেতে পারে।

তো আজকে আমি সেরা দশটি ওপেন সোর্স DNS সার্ভার নিয়ে কথা বলব যেগুলো ব্যবহার করে আপনি আপনার ব্রাউজিং অভিজ্ঞতা আরও উন্নত এবং দ্রুত করতে পারবেন।

১. Google Public DNS Server

ইন্টারনেটের অসংখ্য DNS সার্ভারের মধ্যে অন্যতম হচ্ছে, Google Public DNS Server। দ্রুত ব্রাউজিং এক্সপেরিয়েন্স পেতে আপনাকে দারুণ ভাবে সাহায্য করবে এটি। দ্রুত ব্রাউজিং ছাড়াও ইন্টারনেটের সিকিউরিটি বাড়াতে কাজ করে গুগলের এই পাবলিক DNS সার্ভার।

অধিকাংশ মানুষ তাদের DNS হিসেবে Google Public DNS Server ব্যবহার করে, চাইলে আপনিও আপনার DNS সার্ভারে গুগলের সার্ভার ব্যবহার করতে পারেন,

DNS Server : 8.8.8.8
বিকল্প সার্ভার : 8.8.4.4

২. OpenDNS

OpenDNS একটি ক্লাউড ভিত্তিক DNS সার্ভার। এই সার্ভারটি আপনাকে অতিদ্রুত ব্রাউজিং অভিজ্ঞতা প্রদান করবে। দ্রুত ইন্টারনেট ব্রাউজ নিশ্চিতের পাশাপাশি বিশ্বস্ত একটি সার্ভার এটি। এটি একই সাথে ইন্টারনেটের বিভিন্ন সাইবার এটাক থেকেও ইউজারদের রক্ষা করতে পারে৷ OpenDNS এর দারুণ একটি ফিচার হচ্ছে কন্টেন্ট ফিল্টারিং ফিচার।

DNS Server: 208.67.222.222
বিকল্প DNS server: 208.67.222.220

৩. Comodo Secure DNS

আপনার ISP যে সার্ভার প্রদান করে তার চেয়ে দ্রুত এবং বিশ্বস্ত DNS সার্ভার প্রদান করতে পারে Comodo Secure DNSComodo Secure DNS সেটআপ করার জন্য আপনাকে বাড়তি কোন সফটওয়্যার বা হার্ডওয়্যারের দরকারের হবে না। অবশ্যই এটি নিরাপদ। Comodo Secure DNS সেট করতে চাইলে নিচের ইনফো গুলো ব্যবহার করতে পারেন।

DNS Server: 8.26.56.26
বিকল্প DNS server: 8.20.247.20

৪. Level3

বিশ্বজুড়ে ব্যাপক ভাবে ব্যবহৃত হওয়া আরেকটি DNS সার্ভার হল Level3। বিভিন্ন সাইবার এটাক প্রতিহত করতে এটি মাল্টিপল লেয়ারের সিকিউরিটি মেথড ব্যবহার করে। আপনার ডোমেইন নেম সার্ভিসের জন্য যথেষ্ট নিরাপদ হবে এই Level3 এর DNS সার্ভার।

DNS Server: 209.244.0.3
বিকল্প DNS server: 208.244.0.4

৫. DNS Advantage

DNS Advantage এর DNS সার্ভারগুলোর যেকোনো ওয়েবসাইট খোলার জন্য সেরা রাউটিং তথ্য রয়েছে। যেহেতু তাদের কাছে সর্বোত্তম রাউটিং তথ্য রয়েছে সুতরাং তারা বেশ দ্রুত এবং নির্ভরযোগ্য। একই সাথে DNS Advantage আপনাকে ইন্টারনেটের বিভিন্ন এটাকের হাত থেকে রক্ষা করার জন্য অত্যন্ত শক্তিশালী সিকিউরিটি ব্যবস্থা নিশ্চিত করবে।

DNS Server: 156.154.70.1
বিকল্প DNS server: 156.154.71.1

৬. OpenNIC

আপনি যদি প্রাইভেসি নিয়ে খুব বেশি সচেতন হোন তাহলে আপনার জন্য সেরা হতে পারে OpenNIC। ব্রাউজিং এ আপনি দারুণ স্পীড পাবেন তবে এখানে প্রাইভেসিকে বেশি গুরুত্ব দেয়া হয়। আপনি যদি দেশের সরকারের হাত থেকেও আপনার ডেটাকে নিরাপদ করতে চান তাহলে এই সার্ভারটি ব্যবহার করতে পারেন।

DNS Server: 46.151.208.154
বিকল্প DNS server: 128.199.248.105

৭. Dyn

আমাদের লিস্টের অন্যতম আরেকটি DNS সার্ভার হচ্ছে Dyn। আপনি যদি ব্রাউজিং এ ভিন্ন অভিজ্ঞতা পেতে চান তাহলে আপনি Dyn চেষ্টা করে দেখতে পারেন। ব্রাউজিং এ ইউনিক অভিজ্ঞতা পেতে নিচের সার্ভার গুলো ব্যবহার করুন।

DNS Server: 216.146.35.35
বিকল্প DNS server: 216.146.36.36

৮. SafeDNS

নামের মতই সবার জন্য নিরাপদ একটি DNS সার্ভিস হচ্ছে SafeDNS। ক্লাউড ভিত্তিক এই সার্ভারটি আপনাকে ডেটা শেয়ার এবং এক্সেস করার নিরাপদ একটি প্ল্যাটফর্মের ব্যবস্থা করে দেবে। SafeDNS সেট করতে নিচের ইনফো গুলো ব্যবহার করতে পারেন

DNS Server: 195.46.39.39
বিকল্প DNS server: 195.46.39.40

৯. Verisign Public DNS

স্ট্যাবিলিটি এবং সিকিউরিটি বাড়াতে আপনার জন্য সেরা বিকল্প হতে পারে Verisign Public DNS। এটা ব্যবহার করলে আপনার ডেটা থার্ডপার্টির কাছে যাবে না এবং এড টার্গেটের জন্যও ব্যবহৃত হবে না। এই DNS সেট করতে নিচের ইনফো গুলো ব্যবহার করুন।

DNS Server: 64.6.64.6
বিকল্প DNS server: 64.6.65.6

১০. DNS.Watch

DNS.Watch আজকের লিস্টের শেষ DNS সার্ভিস। এই সার্ভিসটি তাদের No Censorship পলিসির জন্য বিখ্যাত। এটিও বেশ বিশ্বস্ত, নিরাপদ এবং ফাস্ট একটি DNS সার্ভিস। DNS.Watch সেট করতে নিচের ইনফো ব্যবহার করুন।

DNS Server: 84.200.69.80
বিকল্প DNS server: 84.200.70.40

শেষ কথাঃ

আপনাদের কথা ভেবে বিভিন্ন সুবিধা বিবেচনা করে সেরা ১০ টি DNS নিয়ে আলোচনা করলাম৷ এবার আপনার পছন্দ মত DNS ব্যবহার করুন।

তো আজকে এই পর্যন্তই, পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস