স্ক্রীনসট নেওয়ার অল ইন ওয়ান সফটওয়্যার পিকচারপিক

এর আগে টেকটিউনসএ স্ক্রীনসট নেওয়ার অনেক টিউন হয়েছে এবং আমি নিজেও স্ক্রীনসট নেওয়ার জন্য অনেক সফটওয়্যার ব্যবহার করেছি। কিন্তু এটার মত কোন সফটওয়্যার পারিনি। ডাইনলোড করুন এখান থেকে।

১.২১ মেগাবাইটের পিকচারপিক সফটওয়্যার এক কথায় অসাধারন। দেখে নিন কি কি করা যায় পিকচারপিক দিয়ে:

• সম্পুর্ন ফ্রিওয়্যার
• সম্পুর্ন স্ক্রীন ক্যাপচার ( ডুয়লে মনিটর সাপোর্ট করে)
• চলমান উইন্ডো
• সম্পুর্ন ওয়েব পেজ। (অটোমেটিক স্ক্রল করে নিবে)
• আপনার ইচ্ছামত বক্স টেনে
• বৃত্ত আকারে
• ফ্রি হ্যান্ড রাইটিং ( আপনার পছন্দমত মাউস ড্রাগ করে)
• ইমেজ এডিটর
• মাইক্রোসফট পেইন্ট এর সব ফিচার আছে। আরো আছে- ইফেক্ট, অপাসিটি, ব্লুর, সারপেন, ব্রাউটনেস, কনট্রাস্ট, হিউয়ি, স্টারেশন, ফ্লিপ, রোরেট ইত্যাদি।
• কালার পিকআপ
• কালার প্যালেট

এর ইমেজ এডিটর ফটোসপের মত কাজ করে। একবার দেখুন ইমেজ এডিটিং টুলস ফটোসপের থেকে কম কিছু না।

image013.jpg

ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলোপিং এর জন্য এটি একটি কাজের সফটওয়্যার।
আপনি বিভিন্ন ফরমেটের আইটপুট পাবেন। যেমন- গিফ, জে.পি.জি, পি.এন.জি। আপনি ইচ্ছা করলে ডিফল্ট হিসেবে যে কোন একটি সেট করে নিতে পারেন। প্রিন্ট স্ক্রিন নেওয়ার পর এটি ডিফল্ট সেটিং হিসেবে ইমেজ এডিটর এ ওপেন হয়। আপনি চাইলে এটি অটো সেভ করে নিতে পারেন।

আপনি ইচ্ছা করলে স্কেল ব্যাবহার করে স্কিন সট নিতে পারেন। এর ইমেজ এডিটরটি দেখুন:
যে ভাবে ব্যবহার করবেন (টিউটেরিয়াল):

প্রতিবার কম্পিউটার অন করার পর ডেস্কটপ বা স্টারট মেনু থেকে পিকচারপিককে ক্লিক করে একটিভ করে নিতে হবে।

তার পর করার পর এটি আপনার স্টাটাসবারে এই ভাবে দেখা যাবে:

image00210.jpg

আপনি স্টাটাস বারের আইকনে ক্লিক করে স্ক্রীনসট নিতে পারেন বা কিবোর্ড থেকে print screen চাপুন। এতে সম্পুর্ন উইন্ডো ক্যাপচার হবে। আর নিদিষ্ট একটি উইন্ডো বা কোন ওপনেকৃত সফটওয়্যার এর স্ক্রীন সট নিতে চাইলে ALT+Print Screen বাটন চাপুন। Print Screen বাটন ব্যাক স্পেচ বা স্ক্রললক বাটনের আশেপাশেই কোন এক জায়গায় হবে।

Level 0

আমি হাবিবুর ফিরোজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 223 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ইন্টারনেট সম্পর্কে সামান্য কিছু জানি। ইন্টারনেটেই সারাদিন ঘুরি। আমার নিজ্বস্ব সাইট www.bdwebzone.com. কারো প্রয়োজনে আসলে ধন্য মনে করবো। [email protected]


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল একটি সফট এর সন্ধান দিলেন আপনাকে ধন্যবাদ

হ্যাঁ আমি সফটওয়্যার টা আগ ইউজ্‌ করতাম খারাপ না তবে এর চেয়ে একটা ভালো সফটওয়্যার ইউজ্‌ করি সেটাও খারাপ না দেখি ওটা নিয়ে একটা টিউন করা যায় কিনা…
ধন্যবাদ হাবিবুর আপনাকে…

ভাই আমি win snap ব্যবহার করে আসছি… মনে হয় এখন থেকে এইটা করতে হবে…। ধন্যবাদ…

Level 0

ধন্যবাদ হাবিবুর ভাই… দারুন একটি সফট এর খোজ দিলেন..

ধন্যবাদ। এডিটর থাকায় সময় বাচবে।

Level 0

thanks habib vie for this excellent software

সুন্দর!!!

Level 0

baiya amar screen capture a capture webpage asa na kano.ple janaben.

ধন্যবাদ হাবিব ভাইয়া

Level 0

thanks bro

Level 0

ধন্যবাদ হাবিবুর ফিরোজ ভাইয়া, খুব কাজের সফটওয়ার

Level 0

হাবিবুর ফিরোজ ভাইয়া, আমার pc ফরমাট হওয়ায় Picpick software টি ডিলিট হয়েছে, আপনি কি একটু Picpick software টি কোন সাইট এ upload করে দিবেন। plz plz plz bro plz

ভাই ডাউলোড লিঙ্ক টা মারা গেছে। ইন্না লিল্লাহে…………………………।।রাজিউন।

    আমি তো ডাউনলোড করলাম ।তাহলে লিঙ্ক টা কি ভুত !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!