এর আগে টেকটিউনসএ স্ক্রীনসট নেওয়ার অনেক টিউন হয়েছে এবং আমি নিজেও স্ক্রীনসট নেওয়ার জন্য অনেক সফটওয়্যার ব্যবহার করেছি। কিন্তু এটার মত কোন সফটওয়্যার পারিনি। ডাইনলোড করুন এখান থেকে।
১.২১ মেগাবাইটের পিকচারপিক সফটওয়্যার এক কথায় অসাধারন। দেখে নিন কি কি করা যায় পিকচারপিক দিয়ে:
• সম্পুর্ন ফ্রিওয়্যার
• সম্পুর্ন স্ক্রীন ক্যাপচার ( ডুয়লে মনিটর সাপোর্ট করে)
• চলমান উইন্ডো
• সম্পুর্ন ওয়েব পেজ। (অটোমেটিক স্ক্রল করে নিবে)
• আপনার ইচ্ছামত বক্স টেনে
• বৃত্ত আকারে
• ফ্রি হ্যান্ড রাইটিং ( আপনার পছন্দমত মাউস ড্রাগ করে)
• ইমেজ এডিটর
• মাইক্রোসফট পেইন্ট এর সব ফিচার আছে। আরো আছে- ইফেক্ট, অপাসিটি, ব্লুর, সারপেন, ব্রাউটনেস, কনট্রাস্ট, হিউয়ি, স্টারেশন, ফ্লিপ, রোরেট ইত্যাদি।
• কালার পিকআপ
• কালার প্যালেট
এর ইমেজ এডিটর ফটোসপের মত কাজ করে। একবার দেখুন ইমেজ এডিটিং টুলস ফটোসপের থেকে কম কিছু না।
ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলোপিং এর জন্য এটি একটি কাজের সফটওয়্যার।
আপনি বিভিন্ন ফরমেটের আইটপুট পাবেন। যেমন- গিফ, জে.পি.জি, পি.এন.জি। আপনি ইচ্ছা করলে ডিফল্ট হিসেবে যে কোন একটি সেট করে নিতে পারেন। প্রিন্ট স্ক্রিন নেওয়ার পর এটি ডিফল্ট সেটিং হিসেবে ইমেজ এডিটর এ ওপেন হয়। আপনি চাইলে এটি অটো সেভ করে নিতে পারেন।
আপনি ইচ্ছা করলে স্কেল ব্যাবহার করে স্কিন সট নিতে পারেন। এর ইমেজ এডিটরটি দেখুন:
যে ভাবে ব্যবহার করবেন (টিউটেরিয়াল):
প্রতিবার কম্পিউটার অন করার পর ডেস্কটপ বা স্টারট মেনু থেকে পিকচারপিককে ক্লিক করে একটিভ করে নিতে হবে।
তার পর করার পর এটি আপনার স্টাটাসবারে এই ভাবে দেখা যাবে:
আপনি স্টাটাস বারের আইকনে ক্লিক করে স্ক্রীনসট নিতে পারেন বা কিবোর্ড থেকে print screen চাপুন। এতে সম্পুর্ন উইন্ডো ক্যাপচার হবে। আর নিদিষ্ট একটি উইন্ডো বা কোন ওপনেকৃত সফটওয়্যার এর স্ক্রীন সট নিতে চাইলে ALT+Print Screen বাটন চাপুন। Print Screen বাটন ব্যাক স্পেচ বা স্ক্রললক বাটনের আশেপাশেই কোন এক জায়গায় হবে।
আমি হাবিবুর ফিরোজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 223 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ইন্টারনেট সম্পর্কে সামান্য কিছু জানি। ইন্টারনেটেই সারাদিন ঘুরি। আমার নিজ্বস্ব সাইট www.bdwebzone.com. কারো প্রয়োজনে আসলে ধন্য মনে করবো। [email protected]
ভাল একটি সফট এর সন্ধান দিলেন আপনাকে ধন্যবাদ