আপনি খুব সহজেই একাধিক Google Talk ID ব্যাবহার করে চ্যাট করতে পারেন। এজন্য আপনাকে প্রথমে কয়েকটি G-Talk Account খুলতে হবে। এরপর নীচের ধাপ গুলো অনুসরান করুন আর আর চ্যাট করুন বিভিন্ন নামে।
G-Talk এর সর্টকাট আইকনএ রাইট মাউস ক্লিক করুন
এরপর properties ক্লিক করুন তারপর shortcut select করুন এখানে দেখতে পাবেন
আপনি target path এ দেখতে পাবেন C:\Program Files\Google\Google Talk\googletalk.exe
আপনাকে এখন যা করতে হবে তা হচ্ছে path এর শেষে /nomutex লিখে দিতে হবে। তাহলে পুরো path টা হচ্ছে “c:\program files\google\google talk\googletalk.exe” /nomutex
এরপর Apply – Ok দিয়ে বের হয়ে আসুন।
এবার open করুন যত খুশি Google Talk
আমি মোহাম্মদ সাজ্জাদ এইচ ভূঁইয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ব্লগিং, ওয়েব পেইজ , সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ডোমেইন , হোস্টিং এগুলো সম্পর্কে আমার জ্ঞান খুবই সাধারন মাপের এবং আমি এবিষয়ে কোন এক্সপার্ট না। আমি বিষয় গুলো শেখার চেষ্টা করছি মাত্র।
ধন্যবাদ!