শুধু নাম্বার দিয়ে ফটো নিয়ে আসুন নিজের মোবাইলে

আশাকরি মহান প্রতিপালকের দয়ায় ও মায়ায় সবাই নিজ নিজ স্থানে ভালো ও সুস্থ আছেন। বন্ধুরা আজকের এই টিউনে কথা বলব কিভাবে আপনি যে কারো মোবাইল নাম্বার দিয়ে তার ছবি নিয়ে আশাকরি আজকের এই টিউন খুব গুরত্বপূর্ণ। যে কারো নাম্বার দিয়ে আপনার মোবাইলে তার ছবি সংগ্রহ করার জন্য আপনাকে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। তাহলে চলুন আর দেরি না করে এবার মূল টপিকে চলে যাই।

বন্ধুরা এই কাজটি করার জন্য আপনাকে যা করতে হবে।

১. আপনাকে আপনার ফোনের প্লে-স্টোরে চলে যেতে হবে।

২. সার্চ করতে হবে Caller ID লিখে।

৩. এই সফটওয়্যার ইন্সটল করে ওপেন করে নিবেন।

৪. ওপেন করার সাথে সাথে এরকম একটি অপশন চলে আসবে। Get Started এ ক্লিক করবেন।

৫. এখানে Permission চাইবে Allow করে দিবেন। চালু করার পর Continue এ ক্লিক করে দিবেন।

৬. তারপরে আবারও Get Started অপশন চলে আসবে। এখানে ক্লিক করে দিবেন।

৭. এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে। মনে রাখবেন আপনার মোবাইলে যে সিম কার্ড আছে সেই সিম কার্ডের নাম্বার দিতে হবে। এই যে দ্বিতীয় ঘরে লেখা আছে Phone number এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন। মোবাইল নাম্বার দেওয়ার পরে Connect এ ক্লিক করে দিবেন।

৮. এই যে This is me এখানে ক্লিক করে দিবেন।

৯. তারপরে আপনার সামনে সবার ফটো চলে আসবে এইরকম ভাবে।

১০. এখানে সার্চ করবে যে নাম্বার দিয়ে তার ছবি আনতে চাচ্ছেন। তার নাম্বার দিয়ে।

১১. আপনি যদি আরো ছবি আনতে চান তাহলে এখানে ক্লিক করবেন। মানি তার ছবির উপর ক্লিক করবেন।

১২. ক্লিক করার পরে এই রকম চলে আসবে। এখন আপনি যদি তার ফেসবুকে যেতে চান তাহলে ফেসবুকের উপরে ক্লিক করবেন। আর ছবি আনতে চাইলে মানুষের মতো যে দেখা যাচ্ছে এখানে ক্লিক করবেন।

বন্ধুরা মনে রাখবেন এই কাজ করার সময় অবশ্যই আপনার ফোনের ইন্টারনেট চালু রাখতে হবে। এই কাজ করার মানি এই না যে আপনি তার ফোনের গ্যালারিতে রাখা সব ছবি নিয়ে আসবেন। এটা কোন ভাবেই সম্ভব না।
তাহলে চলুন যেনে নেই এটি কিভাবে কাজ করে।
বন্ধুরা আপনি যার নাম্বার দিয়ে সার্চ করবেন। তার ফোনে ফেসবুকে, ইন্সটাগ্রামে রাখা সব ছবি আনতে পারবেন। বন্ধুরা আশাকরি সবার ভালো লেগেছে। বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।

Level 7

আমি মাহবুব আলম তারেক। Sonic টিউনার, টেকটিউনস, সিলেট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 95 টি টিউন ও 129 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

I am a Graphics Designer, and have worked on a few other Web Sites.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় ট্রাসটেড টিউনার,

আপনার টিউনটি ‘টেকটিউনস ক্যাশ’ এর জন্য প্রসেস হতে পারছে না।

কারণ:

টিউনে Crop হয়ে যাওয়া টিউন থাম্বনেইল যোগ করা হয়েছে।

করনীয়:

টিউনের টিউন থাম্বনেইলের ব্যপারে খুবই যত্নবান হতে হয়। Crop হয়ে যাওয়া ইমেইজ, লো-রেজুলেশন হওয়া ইমেইজ, Squeeze হয়ে যাওয়া ইমেইজ, এ ধরনের কোন ইমেইজ টিউন থাম্বনেইল হিসেবে যোগ করা যায় না। টিউন থাম্বনেইল হতে হয় স্পষ্ট, সুন্দর ও প্রাসঙ্গিক।

সেই সাথে একই থাম্বনেইল সব টিউনে বা একই থাম্বনেইল কিছু টিউনে ব্যবহার করা না। প্রতিটি টিউনে ভিন্ন ভিন্ন থাম্বনেইল ব্যবহার করতে হয়। ভিন্ন ভিন্ন থাম্বনেইলে যদি একই লগো থাকে বা একই কোম্পানির লগো ব্যবহার করতে হয় তবে তা কিছুটা পরিবর্তন করে ভিন্ন ভিন্ন ভাবে থাম্বনেইল গুলো দিতে হয়।

টিউনের টিউন থাম্বনেইলটি অবশ্যই আকর্ষণীয় হতে হয়।

এই স্ক্রিনসটের থাম্বনেইল এর মত কেটে যাওয়া বা Crop হয়ে যাওয়া কোন থাম্বনেইল টিউনে যোগ করা যায় না।

টিউনের টিউন থাম্বনেইলটি অবশ্যই 16:9 Aspect Ratio এর একটি দারুন ও সুন্দর থাম্বনেইল হতে হয়।

টেকটিউনসে কি ধরনের ইমেইজ, কেমন রেজুলেশনের ইমেইজ ও কি Aspect Ratio এর ইমেইজ যোগ করতে হয় তা জানতে এই টিউনটি দেখুন।

টেকটিউনসে টিউন থাম্বনেইল 16:9 আসপেক্ট রেসিওতে (Aspect Ratio) দিতে হয়। টেকটিউনসে টিউন থাম্বনেইল 16:9 আসপেক্ট রেসিওতে (Aspect Ratio) সর্বনিন্ম 640px X 360px ডাইমেনশন এ হতে হয়। তবে টেকটিউনসে টিউন থাম্বনেইল সাইজ 16:9 আসপেক্ট রেসিওতে (Aspect Ratio) 1280px X 720px আপলোড করলে সবচেয়ে ভালো।

টিউনের ভিতরের ইমেইজ 640px X 360px এর উপরে যে কোন ডাউমেনশনের ইমেইজ যোগ করা যায়।

টিউনের থাম্বনেইল হিসেবে কপিরাইট মুক্ত, টিউনের সাথে মিল রেখে প্রাসঙ্গিক থাম্বনেইল যোগ করুন।

উপরের নির্দেশিত সংশোধন করে এই টিউমেন্টের রিপ্লাই দিন।

    প্রিয় টেকটিউনস,
    আমি আমার ভুল সংশোধন করেছি। এবার আশাকরি আমি আমার ক্যাশ পাব।

      আপনাকে ক্যানভা টেমপ্লেট ব্যবহার করে থাম্বনেইল সেট করার জন্য মেসেজ করা হয়েছে সে অনুযায়ী টিউন থাম্বনেইল‌ সেট করা হয়নি। আপনার টিউনে আরও দুটি সংশোধন রয়েছে যেগুলো আপনি এখনো পর্যন্ত ঠিক করে রিপ্লাই দেননি।

      আপনাকে বারবার পর্যাপ্ত গাইডলাইন দেওয়ার সত্বেও আপনি গাইডলাইন সঠিকভাবে অনুসরণ করে সংশোধনের কাজ করছেন না এবং রিপ্লাই দিচ্ছেন না।

      বারবার এধরনের কাজ হতে থাকলে আপনার ট্রাস্টের টিউনারশীপ স্থায়ীভাবে স্থগিত হতে পারে।

      আপনার টিউন এর প্রতিটি সংশোধন এক এক করে সংশোধন করুন এবং প্রতিটি সংশোধনের জন্য আলাদা আলাদা রিপ্লাই দিন।

      টিউনার প্রতিটি সংশোধন সঠিকভাবে সম্পন্ন করে আলাদা আলাদা রিপ্লাই না দেওয়া পর্যন্ত টিউনে কোন ক্যাশ প্রসেস হয় না।

    আমি থাম্বনেইল পরিবর্তন করেছি।

      আপনাকে এসাইন করা টিউন থাম্বনেইল টেমপ্লেট – Type52 গাইডলাইন অনুযায়ী টিউন থাম্বনেইল তৈরি ও‌ সেট করা হয়নি।

        এই থাম্বনেইল এর কোথায় ভুল রয়েছে বলে দিলে ভালো হয়।

          এভাবে যে কোন থাম্বনেইল যোগ করলেই হবে না। আপনাকে এসাইন করা টিউন থাম্বনেইল টেমপ্লেট – Type52 গাইডলাইন অনুযায়ী টিউন থাম্বনেইল তৈরি ও‌ সেট করতে হবে।

        আমি আবারও থাম্বনেইল পরিবর্তন করেছি।

    আমি থাম্বনেইল পরিবর্তন ঘটে।

      আপনাকে এসাইন করা টিউন থাম্বনেইল টেমপ্লেট – Type52 গাইডলাইন অনুযায়ী টিউন থাম্বনেইল তৈরি ও‌ সেট করা হয়নি।

প্রিয় ট্রাসটেড টিউনার,

আপনার টিউনটি ‘টেকটিউনস ক্যাশ’ এর জন্য প্রসেস হতে পারছে না।

কারণ:

টিউনে ৩ নং স্টেপে ভুল স্ক্রিনসট/ইমেইজ যোগ করা হয়েছে।

করনীয়:

সংশোধন করুন।

উপরের নির্দেশিত সংশোধন করে এই টিউমেন্টের রিপ্লাই দিন।

প্রিয় ট্রাসটেড টিউনার,

আপনার টিউনটি ‘টেকটিউনস ক্যাশ’ এর জন্য প্রসেস হতে পারছে না।

কারণ:

টিউনের কন্টেন্ট এ বানান ভুল করা হয়েছে।

ভুল বানান গুলো: গুরত্বপূর্ণ, ইন্টারফ্রেশ, মানি

এরকম আরও অনেক বানান ভুল রয়েছে।

করনীয়:

টেকটিউনস ট্রাসটেড টিউনার হিসেবে টিউনের টিউন থাম্বনেইলে, টিউনের শিরোনামে ও টিউনের কন্টেন্টে কোন প্রকার বানান ভুল থাকা যায় না। প্রতিটি টিউন প্রকাশের আগে অভ্র স্পেল দিয়ে টিউনের টিউন থাম্বনেইলের, টিউনের শিরোনামের ও টিউনের কন্টেন্টের বানান চেক করে, নিজে কয়েকবার রিভিশন দিয়ে নিশ্চিত হতে হয় যে টিউনে কোন প্রকার বানান ভুল নেই।

অভ্র স্পেল দিয়ে টিউনের টিউন থাম্বনেইলের, টিউনের শিরোনামের ও পুরো টিউনের কন্টেন্টের বানান চেক করুন, সেই সাথে নিজে কয়েকবার রিভিশন দিয়ে নিশ্চিত হোন যে টিউনে কোন প্রকার বানান ভুল নেই।

উপরের নির্দেশিত সংশোধন করে এই টিউমেন্টের রিপ্লাই দিন।

প্রিয় ট্রাসটেড টিউনার,

আপনার টিউনটি ‘টেকটিউনস ক্যাশ’ এর জন্য প্রসেস হতে পারছে না।

কারণ:

আপনাকে এসাইন করা টিউন থাম্বনেইল টেমপ্লেট – Type52 গাইডলাইন অনুযায়ী টিউন থাম্বনেইল তৈরি ও‌ সেট করা হয়নি।

করণীয়:

আপনাকে এসাইন করা টিউন থাম্বনেইল টেমপ্লেট – Type52 গাইডলাইন অনুযায়ী টিউনের টিউন থাম্বনেইল তৈরি ও‌ সেট করুন।

উপরের নির্দেশিত সংশোধন করে এই টিউমেন্টের রিপ্লাই দিন।

খেয়াল করুন, এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই না করে টিউনে টিউমেন্ট করলে তার নোটিফিশেন ‘টেকটিউনস কন্টেন্ট অপস’ টিম পাবে না। তাই অবশ্যই এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।

    প্রিয় টেকটিউনস,
    আমি থাম্বনেইল পরিবর্তন করেছি।

      আপনাকে এসাইন করা টিউন থাম্বনেইল টেমপ্লেট – Type52 গাইডলাইন অনুযায়ী টিউন থাম্বনেইল তৈরি ও‌ সেট করা হয়নি।

    প্রিয় টেকটিউনস,
    আমি থাম্বনেইল পরিবর্তন করেছি।

      আপনাকে এসাইন করা টিউন থাম্বনেইল টেমপ্লেট – Type52 গাইডলাইন অনুযায়ী টিউন থাম্বনেইল তৈরি ও‌ সেট করা হয়নি।

প্রিয় ট্রাসটেড টিউনার,

আপনার টিউনটি ‘টেকটিউনস ক্যাশ’ এর জন্য প্রসেস হতে পারছে না।

কারণ:

টিউনের ইমেইজ গুলোতে Center Alignment দেওয়া হয়েছে। টেকটিউনস ‘স্ট্যান্ডার্ড টিউন ফরমেটিং গাইডলাইন’ অনুযায়ী টিউনের ইমেইজে কোন ধরনের Alignment দেওয়া যায় না। টিউনের সকল ইমেইজের Alignment, Align None থাকতে হয়।

করণীয়:

টিউনের সকল ইমেজের Alignment, Align None করুন।

উপরের নির্দেশিত সংশোধন করে এই টিউমেন্টের রিপ্লাই দিন।

খেয়াল করুন, এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই না করে টিউনে টিউমেন্ট করলে তার নোটিফিশেন ‘টেকটিউনস কন্টেন্ট অপস’ টিম পাবে না। তাই অবশ্যই এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।

    প্রিয় টেকটিউনস,
    আমি উপরে নির্দেশিত সংশোধন করেছি।

      আপনার টিউন এর প্রতিটি সংশোধন এক এক করে সংশোধন করুন এবং প্রতিটি সংশোধনের জন্য আলাদা আলাদা রিপ্লাই দিন।

      টিউনার প্রতিটি সংশোধন সঠিকভাবে সম্পন্ন করে আলাদা আলাদা রিপ্লাই না দেওয়া পর্যন্ত টিউনে কোন ক্যাশ প্রসেস হয় না।

প্রিয় ট্রাসটেড টিউনার,

আপনার টিউনটি ‘টেকটিউনস ক্যাশ’ এর জন্য প্রসেস হতে পারছে না।

কারণ:

টিউনে ৩ নং স্টেপে যোগ করা স্ক্রিনসট/ইমেইজ টেকটিউনস গাইডলাইন অনুযায়ী হয়নি।

স্মার্টফোন থেকে নেওয়া স্ক্রিনসটের Height, Proportionally বা আনুপাতিক হারে ঠিক রেখে শুধু Width 640px এ রিসাইজ করে টিউনে Full Size হিসেবে যোগ করতে হয়। তা করা হয়নি।

করণীয়:

টিউনে স্মার্ট ফোনের স্ক্রিনসট টিউনে যোগ করার বিশেষ নিয়ম রয়েছে।

স্মার্টফোন থেকে স্ক্রিনসট টিউনে যোগ করতে অবশ্যই রিয়েল স্মার্টফোন বা স্মার্টফোন ইমুলেটর ব্যবহার করে টিউনে স্ক্রিনসট যোগ করতে হয়। ডেস্কটপ থেকে স্ক্রিনসট নিয়ে মোবাইলের ফ্রেমে বসিয়ে টিউনে যোগ করা যায় না।

স্মার্টফোন থেকে স্ক্রিনসট নেবার সময় স্মার্টফোনের ফুল স্ক্রিনসট অর্থাৎ Full Height স্ক্রিনসট নিয়ে টিউনে যোগ করতে হয়।

টেকটিউনসে যেহেতু 640px X 360px এর নিচে কোন ছবি আপলোড করা যায় না তাই স্মার্টফোন থেকে স্ক্রিনসট নিয়ে তাতে আলাদা ক্যানভাস যোগ করে 640px X 360px বা উপরের ডাইমেনশন বানিয়ে টিউনে যোগ করা যায় না। টেকটিউনসে যেহেতু বিভিন্ন ডিভাইস থেকে ইউজাররা ইউজ করে তাই টিউনে সবসময় হাই রেজুলেশনের (width 2000px এর বেশি নয়) ও রেসপন্সসিভ স্ক্রিনসট বা ইমেইজ যোগ করতে হয়।

তাই স্মার্টফোন থেকে নেওয়া স্ক্রিনসট গুলোর Height, Proportionally বা আনুপাতিক হারে ঠিক রেখে শুধু Width 640px এ রিসাইজ করে টিউনে Full Size হিসেবে যোগ করুন। স্মার্টফোন থেকে স্ক্রিনসট নিয়ে তাতে আলাদা ক্যানভাস যোগ করে ইমেইজ সাইজ 640px X 360px বানিয়ে টিউনে যোগ করা যায় না।

স্মার্টফোন থেকে নেওয়া স্ক্রিনসট গুলোর Height, Proportionally বা আনুপাতিক হারে ঠিক রেখে শুধু Width 640px এ রিসাইজ করে Full Size হিসেবে স্ক্রিনসট গুলো টেকটিউনস টিউন এডিটরে অনেক বড় দেখাবে তা অবশ্য ঠিক। কিন্তু সাইটের ইউজার এক্সপেরিন্স ঠিক রাখতে টিউনে অবশ্যই স্মার্টফোন থেকে নেওয়া স্ক্রিনসট গুলোর Height, Proportionally বা আনুপাতিক হারে ঠিক রেখে শুধু Width 640px এ রিসাইজ করে Full Size হিসেবে স্ক্রিনসট টিউনে যুক্ত করতে হয়।

স্মার্টফোনথেকে স্ক্রিনসট নিয়ে সঠিকভাবে কিভাবে টিউন যুক্ত করবেন তা প্র্যাকটিক্যালি দেখার জন্য টিউন ১, টিউন ২ দেখুন। এই টিউনগুলোতে স্মার্টফোন থেকে নেওয়া স্ক্রিনসট গুলোর Height, Proportionally বা আনুপাতিক হারে ঠিক রেখে শুধু Width 640px এ রিসাইজ করে টিউনে যোগ করা হয়েছে। এতে টিউনটি একই সাথে হাই রেজুলেশন ও রেসপন্সিভ ইমেইজও টিউনে যুক্ত হয়েছে। সেই সাথে ‘টিউন এডিটরে’ ও টেকটিউনসের মোবাইল ও ডেস্কটপ ভার্সনেও স্মার্টফোন থেকে নেওয়া স্ক্রিনসট গুলো অনেক বড় লাগছে না।

টিউনের স্ক্রিনসটটি এই গাইডলাইন অনুযায়ী আপডেট করুন।

উপরের নির্দেশিত সংশোধন করে এই টিউমেন্টের রিপ্লাই দিন।

খেয়াল করুন, এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই না করে টিউনে টিউমেন্ট করলে তার নোটিফিশেন ‘টেকটিউনস কন্টেন্ট অপস’ টিম পাবে না। তাই অবশ্যই এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।

    প্রিয় টেকটিউনস,
    টিউনে ৩ নং স্টেপে যোগ করা স্ক্রিনসট/ইমেইজ টেকটিউনস গাইডলাইন অনুযায়ী ঠিক করেছি।
    এবার আশাকরি ক্যাশ প্রসেস হবে।

আপনার টিউন এর প্রতিটি সংশোধন এক এক করে সংশোধন করুন এবং প্রতিটি সংশোধনের জন্য আলাদা আলাদা রিপ্লাই দিন।

টিউনার প্রতিটি সংশোধন সঠিকভাবে সম্পন্ন করে আলাদা আলাদা রিপ্লাই না দেওয়া পর্যন্ত টিউনে কোন ক্যাশ প্রসেস হয় না।

আপনাকে ক্যানভা টেমপ্লেট ব্যবহার করে থাম্বনেইল সেট করার জন্য মেসেজ করা হয়েছে সে অনুযায়ী টিউন থাম্বনেইল‌ সেট করা হয়নি।

আপনাকে বারবার পর্যাপ্ত গাইডলাইন দেওয়ার সত্বেও আপনি গাইডলাইন সঠিকভাবে অনুসরণ করে সংশোধনের কাজ করছেন না।

গাইডলাইন অনুযায়ী টিউন থাম্বনেইল টেমপ্লেট ব্যবহার করে একটি টিউনের টিউন থাম্বনেইল পারফেক্ট ভাবে করার এর জন্য সর্বোচ্চো ৫ বার সুযোগ পাওয়া যায়। ৫ বারে বেশি সময় থাম্বনেইল পারফেক্ট ভাবে টিউনের টিউন থাম্বনেইল তৈরি ব্যর্থ হলে আপনার সাবমিট আর গণ্য হয়না না এবং ট্রাসটেড টিউনার হিসেবে আপনার অযোগ্যতা বিবেচিত হয়। ফলসরূপ, আপনার ট্রাসটেড টিউনারশীপ অপসারিত হয়।

আপনাকে এপর্যন্ত ৪ বার নির্দেশনা দেওয়া হয়েছে। আপনি আবারও আপনাকে এসাইন করা টিউন থাম্বনেইল টেমপ্লেট – Type52 গাইডলাইন অনুযায়ী টিউন থাম্বনেইল তৈরি ও‌ সেট না করলে আপনার ট্রাসটেড টিউনারশীপ অপসারিত হবে।

প্রিয় ট্রাসটেড টিউনার,

আপনার টিউনটি ‘টেকটিউনস ক্যাশ’ এর জন্য প্রসেস হতে পারছে না।

কারণ:

টিউনে ইমেইজের পর লাইন ব্রেক যোগ করা হয়নি। ফলে ইমেইজের সাথে টেক্সট সংলগ্ন হয়ে গিয়েছে।

টেকটিউনস স্ট্যান্ডার্ড টিউন ফরমেটিং গাইডলাইন অনুযায়ী টিউনে ইমেইজের পর Single লাইন ব্রেক যোগ করতে হয় যেন ইমেইজের সাথে টেক্সট সংলগ্ন হয়ে না যায়।

করণীয়:

টিউনের প্রতিটি ইমেইজ চেক করুন। টিউনে প্রতিটি ইমেইজের পর Single লাইন ব্রেক (Line Break) যোগ করা আছে কিনা যেন ইমেইজের সাথে টেক্সট সংলগ্ন হয়ে না যায়। যে যে ইমেইজের পর Single লাইন ব্রেক (Line Break) নেই সে সে ইমেইজের পর কিবোর্ড থেকে Enter চেপে Single লাইন ব্রেক (Line Break) যুক্ত করুন যেন ইমেইজের সাথে টেক্সট সংলগ্ন হয়ে না যায়।

উদাহরণ সরূপ এই টিউনটি দেখুন। টিউনটিতে প্রতিটি ইমেইজের পর Single লাইন ব্রেক (Line Break) যোগ করা আছে যেন ইমেইজের সাথে টেক্সট সংলগ্ন হয়ে না যায়।

Single লাইন ব্রেক (Line Break) যোগ করার সময় খেয়াল রাখুন যেন Single লাইন ব্রেক যোগ করতে গিয়ে Double লাইন ব্রেক (Line Break) যোগ করা না হয়। সেক্ষেত্রে ইমেইজ এর পর টেক্সট এর দূরত্ব অনেক বেশি হয়ে যাবে। যা টেকটিউনস স্ট্যান্ডার্ড টিউন ফরমেটিং গাইডলাইন অনুযায়ী নয়।

উপরের নির্দেশিত সংশোধন করে এই টিউমেন্টের রিপ্লাই দিন।

খেয়াল করুন, এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই না করে টিউনে টিউমেন্ট করলে তার নোটিফিশেন ‘টেকটিউনস কন্টেন্ট অপস’ টিম পাবে না। তাই অবশ্যই এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।

প্রিয় ট্রাসটেড টিউনার,

আপনার টিউনটি ‘টেকটিউনস ক্যাশ’ এর জন্য প্রসেস হতে পারছে না।

কারণ:

টিউটোরিয়াল ও ইন্সট্রাকশন বেইসড টিউনের প্রতিটি স্টেপে ইমেইজ/স্ক্রিনসটের বর্ণনার ক্রমিক নম্বরের পরে ডট Dot (.) চিহ্ন যোগ করা হয়নি। ফরওয়ার্ড স্ল্যাশ Forward Slash (/) যোগ করা হয়েছে। যা টেকটিউনস স্ট্যান্ডার্ড টিউন ফরমেটিং গাইডলাইন অনুযায়ী নয়।

টেকটিউনস স্ট্যান্ডার্ড টিউন ফরমেটিং গাইডলাইন অনুযায়ী টিউটোরিয়াল ও ইন্সট্রাকশন বেইসড টিউনের প্রতিটি স্টেপে ইমেইজ/স্ক্রিনসটের বর্ণনার ক্রমিক নম্বরের পরে ডট Dot (.) চিহ্ন যোগ করতে হয়। ক্রমিক সংখ্যা ও ডট Dot (.) চিহ্নের মাঝে কোন স্পেস হবে না। ডট Dot (.) চিহ্নের পর একটি Single Space (স্পেস) হবে এর পর স্ক্রিনসটের বর্ণনার শুরু হবে।

যেমন:

৫. তারপরে Permission চাইবে, এখানে ক্লিক করে অন করে দিন।

এই টিউনটির ফরমেটিং দেখুন। টিউটোরিয়াল ও ইন্সট্রাকশন বেইসড টিউনটিতে প্রতিটি স্টেপে ইমেইজ/স্ক্রিনসটের বর্ণনার ১, ২, ৩ ইত্যাদি ক্রমিক নম্বরের পরে ডট Dot (.) চিহ্ন যোগ করতে হয়। ক্রমিক সংখ্যা ও ডট Dot (.) চিহ্নের মাঝে কোন স্পেস নেই। ডট Dot (.) চিহ্নের পর একটি Single Space (স্পেস) এর পর স্ক্রিনসটের বর্ণনার রয়েছে।

করণীয়:

গাইডলাইন অনুযায়ী সংশোধন করুন।

উপরের নির্দেশিত সংশোধন করে এই টিউমেন্টের রিপ্লাই দিন।

খেয়াল করুন, এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই না করে টিউনে টিউমেন্ট করলে তার নোটিফিশেন ‘টেকটিউনস কন্টেন্ট অপস’ টিম পাবে না। তাই অবশ্যই এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।