Google PlayStore এর এই সেটিংসটি বন্ধ করলে মোবাইলে অতিরিক্ত এমবি কাটা বন্ধ হবেই

কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের টিউনে আপনাদের সাথে প্লেস্টোরের একটি সেটিংস দেখাবো। আশা করি এই সেটিংস টি অনেকের কাজে আসবে।

আমাদের সকলের মোবাইলে প্লে স্টোর অ্যাপ টি রয়েছে। সবাই প্লে স্টোরের সম্পর্কে জানে। প্লে স্টোর থেকে আমরা বিভিন্ন অ্যাপস ফ্রিতে বা কিনে ব্যবহার করতে পারি। আবার এই সব অ্যাপগুলো আমরা প্লে স্টোর থেকে আপডেট করে দিতে পারি। প্লে স্টোরে একটি সেটিংস আছে যেটি অন করা থাকে আপনার ফোনের অ্যাপস গুলো অটোমেটিক আপডেট হয়ে যাবে।

আমার আজকের টিউনে আপনাকে দেখাবো কিভাবে আপনি প্লে স্টোরে অটো আপডেট বন্ধ করে দিবেন। এই অটো আপডেট বন্ধ করার একটি কারণ আছে। এই সেটিংস টা অন করা থাকলে আমাদের ফোনে অ্যাপ গুলো অটোমেটিক আপডেট হয়ে যাবে। যা কেননা আমাদের ফোন থেকে অনেক এমবি কেটে দিবে। যাদের ফোনে এমবি কম থাকে তাদের জন্য এটি অনেক সমস্যা। যারা প্লে স্টোরে এই সেটিংস টি অন রাখতে চান না অর্থাৎ বন্ধ করে দিতে চান তারা এই পোস্টটি দেখতে পারেন।

এর জন্য প্রথমে আপনাকে আপনার ফোন থেকে প্লে স্টোর অ্যাপ টি ওপেন করে নিতে হবে। প্লে স্টোর অ্যাপ ওপেন করার পর উপরে বাম পাশের তিনটে দাগ দেখুন। তিনটি দাগের উপর ক্লিক করুন। এখান থেকে সেটিংস অপশনে যান।
এমবি কম কাটার উপায়
সেটিংস এ ক্লিক করলে এখানে আরো অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখান থেকে অটো আপডেট অ্যাপ অপশনটিতে ঢুকুন। এখানে আপনাকে সবার শেষে যে অপশনটা Don't Auto Upadate Apps আছে এটা সিলেক্ট করে দিন।
play store auto update off
ব্যাস আপনার কাজ শেষ। এখন থেকে আপনার ফোনের অ্যাপস গুলো অটোমেটিক আপডেট হবে না। যার ফলে আপনার ফোনে অতিরিক্ত এমবি কাটা বন্ধ হবে।

এখানে আপনাকে একটি কথা বলে রাখি, আপনার ফোনে যদি যথেষ্ট পরিমান ইন্টারনেট ডাটা থাকে অথবা কোথাও ওয়াইফাই কানেক্ট করার সুযোগ থাকে তাহলে এই আপডেট অপশনটি বন্ধ করবেন না। কারণ অ্যাপসের আপডেটের সাথে সাথে নতুন কিছু ফিচার যোগ হয়। আপনার অনেক কাজে আসতে পারে। কিন্তু আপনি যদি আপডেট না করেন তাহলে এই ফিচারগুলো আপনি কত ভোগ করতে পারবেন না। তবে আপনি যদি আপডেট বন্ধ করে রাখেন তাতেও কোনো সমস্যা হবে না। শুধুমাত্র আপনি অ্যাপস এর নতুন ফিচার গুলো ব্যবহার করতে পারবেন না।

আমার পোস্টটি যদি আপনার ভাল লাগে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। কোন সমস্যা থাকলে নিচে টিউমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর ভালো লাগলে আমার ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেন।

Level 4

আমি রুদ্র অনিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 8 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস