টিউনটি লিখছি আমাদের চেষ্টায় সাইদ ভাইয়ের টিউনের ধারাবাহিকতায়।
উনি টিউনটিতে সবার শেষে লিখেছেন যে---------------------------->
বিদ্রঃ নতুন একটা ভাইরাসের সাথে যুদ্ধ করেছি যেটা System Restore করতে দেয় না, করতে গেলেই রিস্টাট নেয়। আসলে প্রতিটা ভাইরাস ভিন্ন ভিন্ন গুন বিষিস্ট।
আসলে এরকম সমস্যায় আমিও অনেকবার পরেছি।আমরা একটা বিখ্যাত ভাইরাস-এর সাথে পরিচিত যার নাম-AUTORUN.INF । এই ভাইরাসটিতে যখন আমরা আক্রান্ত হই তখন আমরা দেখি যে আমাদের কম্পিউটারের folder option,task manager, cmd,run, regedit,gpedit ইত্যাদি বিভিন্ন প্রকার সিস্টেম ইউটিলিটি চলে যায়।এবং তখন যদি আমরা System Restore করতে যাই তখন দেখব যে আমাদের সমস্যাটাও ঠিক সাইদ ভাইয়ের সমস্যার মত।কিন্তু আমি যেহেতু এই সমস্যায় পরেছি তাই আমি এর সমাধানও জানি।ব্যাপারটা একদম সহজ।
প্রথমে আপনি আপনার কম্পিউটার রিস্টাট করুন।এবার আপনার কম্পিউটার চালু হওয়ার সময় F8 কি চেপে উইন্ডোজকে সেফ মুডে চালু করুন।এবং সাইদ ভাই তার টিউনে যা করতে বলেছেন ঠিক সেই মত করুন।
বিঃদ্রঃ এটি ১০০% পরিক্ষীত।এভাবে আমি অনেকবার উপকার পেয়েছি।
আমি হাসিবুল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি নিত্তান্তই একজন সাধারন মানুষ।ভালবাসি আমার লো-কোয়ালিটির কম্পিউটারটাকে।এছাড়া ভালবাসি ব্লগিং করতে।আমার ওয়েব সাইটঃ- http://hasibulhasan.info/ http://www.hostfunbd.com/
ধন্যবাদ!