সিডিউল টাস্কের মাধ্যমে নির্দিষ্ট সময়ে কম্পিউটার চালু করা

উইন্ডোজ এক্সপিতে যদি হাইবারনেট ব্যবস্থা থাকে তাহলে সিডিউল টাস্কের মাধ্যমে নির্দিষ্ট সময়ে পছন্দের প্রোগ্রামসহ কম্পিউটার চালু করতে পারেন। এজন্য Start/ All Programs/ Accessories/ System Tools/ Scheduled Tasks এ যান। এবার Add Scheduled Task এ দুইবার ক্লিক করে Next বাটনে ক্লিক করুন এবং পছন্দের প্রোগ্রামটি নির্বাচন করে পুনরায় Next বাটনে ক্লিক করুন। এরপর পছন্দের টাস্ক নির্বাচন করে আবার Next বাটনে ক্লিক করুন এবং সময় ও টাস্ক ঠিক রেখে Next বাটনে ক্লিক করুন। এখন ইউজারনেম এবং পাসওয়ার্ড লিখে Next বাটনে ক্লিক করুন। এবার Open Advanced Properties for the task when I click Finish চেক বক্স চেক করে Finish বাটনে ক্লিক করুন। তাহলে প্রোপার্টিস ডায়ালগ বক্স আসবে। এখানে Setting ট্যাবে ক্লিক করে নিচের Wake The Computer To Run This Task চেক বক্স চেক করে Ok করুন। এরপরে কম্পিউটার শার্টডাউনের পরিবর্তের হাইবারনেট করলে সিডিউল টাস্কে দেওয়া নির্দিষ্ট সময়ে উক্ত প্রোগ্রামটিসহ কম্পিউটার আপনা আপনি চালু হবে। কম্পিউটার শার্টডাউন করলে সয়ংক্রিয়ভাবে কম্পিউটার চালু হবে না। তবে এজন্য বিদ্যুত বা অনান্য সংযোগ ঠিকমত থাকতে হবে।

Level 3

আমি এস এম মেহেদী আকরাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

+88-0155-2333272


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি এটাই খুজতে ছিলাম। আমি Auto power on নামের একটা সফট ব্যবহার করতাম কিন্তু এটা ফ্রি না। আসলেই আমার অনেক কাজে লাগল। ধন্যবাদ মেহেদী ভাই।

আমিও খুজতে ছিলাম। প্রযুক্তিবিদ no download plz

ইয়ো! আমার এটাই দরকার। ধন্যবাদ।

ধন্যবাদ। দরকারি টিউন। তবে নির্দিষ্ট সময়ে পাওয়ার সাপ্লাই থাকলে কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে চালু হবে, এমন কোন পদ্ধতি কি নেই?

Level 3

ধন্যবাদ। দরকারি টিউন। তবে নির্দিষ্ট সময়ে পাওয়ার সাপ্লাই থাকলে কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে চালু হবে, এমন কোন পদ্ধতি কি নেই? এরকম পদ্ধতি জানালে ভালোহয়

Level 0

খুবই ভালো ও কাজের টিউন আপনি শেয়ার করেছেন…… শেয়ার করার জন্ন আপনাকে ধন্নবাদ…

Level 0

vai windows 7 e cholbe?