আমি সুইট । এটি আমার প্রথম টিউন। ভুল ত্রুটি ক্ষামা করবেন। আমি পাবনা পলিটেকনিক ইন্সটিটিউটের শেষ বর্ষের একজন ছাএ।
সাহায্য বিভাগে একজনের সাহায্যের আবেদন দেখে টিউনটি করতে বসলাম। এই টিউনের মাধ্যমে আরও অনেকের উপকার হবে।
বিদ্রঃ আগেই বলেনিচ্ছি আমি হিরেনবুট সিডির ওয়েব সাইট থেকে এটি সিখেছি। এবং বাস্তবে নিজে করেছি।
প্রথমেই এই লিংক থেকে(http://download696.mediafire.com/vprt3mnwi1ig/664keazj0bau5fu/usb+booting+file.rar) রার ফাইলটি ডাউনলোড করে নিন। এর পর আনরার করুন। দুইটি পোর্টেবল সফ্টওয়ার পাবেন একটি ফরমেট করার জন্য অন্যটি বুটিং ফাইল হন্সটল করার জন্য।
প্রথমে usb format সফ্টওয়ারটি রান করুন
তারপর চিত্রের অনুযয়ী start এ ক্লিক করুন।
প্রোগ্রামটি ক্লোজ করুন। তারপর grubinst সফ্টওয়ারটি রান করুন
তারপর চিত্রের অনুযয়ী সব কনফিগারেশন ঠিক করে ইন্সটল এ ক্লিক করুন।
এবার হিরেনবুট সিডির iso file win rar এর মাধ্যমে extract করে সবগুলো ফাইল pendrive এ কপি করুন।
কাজ শেষ। কম্পিউটারটি রিস্ট্রাট করুন।
এবার দেখুন আপনার হিরেনবুট সিডি বুট করবে।
আমি মোঃ রাকিব হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 53 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কাজের জিনিস। সিডি থেকে বুট করতে পারি, এখন আশা করি USB থেকেও পারবো।
ধন্যবাদ।