ইন্টারনেট আর্কাইভ [পর্ব-১৩] :: Archiveror – যে কোন ওয়েবপেইজ ও ওয়েবসাইট পার্মানেন্টলি ব্যাকআপ করুন ক্রোম এবং ফায়ারফক্সের দারুণ এক্সটেনশন দিয়ে

টিউন বিভাগ টিপস এন্ড ট্রিকস
প্রকাশিত
জোসস করেছেন
Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

ইন্টারনেট আর্কাইভ

আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে।

ইতিমধ্যে আগের টিউন গুলোতে আমি আলোচনা করেছি কিভাবে ইন্টারনেটের বিভিন্ন সার্ভিসের মাধ্যমে যেকোনো ওয়েবসাইটের ডেটে গুলো সেভ থাকে। বিভিন্ন সার্চ ইঞ্জিনেও সেভ থাকতে পারে ওয়েবসাইটের ডেটা এবং এতে করে ওয়েবসাইট থেকে কোন কিছু ডিলিট হলেও সেগুলো সার্চ ইঞ্জিনে কিছু সময়ের জন্য পাওয়া যায়। অন্যদিকে Internet Archive তো আছেই যার মাধ্যমে কয়েক দশক আগে ওয়েবসাইট কেমন ছিল কি কন্টেন্ট ছিল সব দেখে নেয়া যায়। চেইন টিউনের আজকের এই পর্বে আমরা একটি ব্রাউজার এক্সটেনশন নিয়ে আলোচনা করব যা ক্রোম ফায়ারফক্স উভয় ব্রাউজারেই সাপোর্ট করবে।

Archiveror

Archiveror একটি ফ্রি ব্রাউজার এক্সটেনশন যা একই সাথে ক্রোম এবং ফায়ারফক্সে সাপোর্ট করবে। এক ক্লিকেই এই এক্সটেনশন দিয়ে ব্যাকআপ নিতে পারবেন যেকোনো ওয়েবসাইট। Archiveror আপনার নির্দিষ্ট ওয়েবসাইট ব্যাকআপ নেয়ার জন্য Archive.org, Perma.cc, এবং Webcitation.org এর মত থার্ডপার্টি সার্ভিস গুলো ব্যবহার করবে।

এখন পর্যন্ত ইন্টারনেটে সর্বাধিক পরিমাণ তথ্য ব্যাক আপ করে Archive.org, আমি বিশ্বাস করি আমাদের মধ্যে এটি আর অপরিচিত নয়, যেখানে তারা great Project 78 প্রকল্পে বিশ হাজার পুরানো ভিনাইল রেকর্ড অন্তর্ভুক্ত রয়েছে, ইন্টারনেট আর্কেড ৯০০ ধরনের পুরানো মুদ্রাচালিত গেমস সংরক্ষণ করেছে। অন্যদিকে Archive.is ও খুব বিখ্যাত। Perma.cc এখনও পরিষেবা সরবরাহ করে। Webcitation.org অবশ্য নতুন URL জমা দেওয়ার অনুরোধ গ্রহণ করা বন্ধ করে দিয়েছে।

Archiveror

এক্সটেনশন লিংক @ Chromium | Firefox

কিভাবে ব্যবহার করবেন

চলুন দেখে নেয়া যাক কিভাবে Archiveror এক্সটেনশনটি ব্যবহার করবেন,

ধাপ ১

প্রথমে Archiveror এক্সটেনশনটি ক্রোমে অথবা ফায়ারফক্সে এড করে নিন।

ধাপ ২

নতুন বাটনে ক্লিক করুন। এখানে আপনি বিভিন্ন অপশন দেখতে পাবেন। MHTML ক্লিক করে লোকাল ডিস্কেও আপনি HTML আকারে ওয়েবসাইট সেভ করতে পারেন।

ধাপ ৩ 

Archive.org এ ব্যাকআপ হতে কিছুটা সময় নেবে। আপনি একই সাথে Archive.is ও ব্যবহার করতে পারেন।

সুবিধাঃ

চলুন Archiveror এর কিছু সুবিধা জেনে নেয়া যাক,

  • স্থায়ী ভাবে আপনি যেকোনো ওয়েবসাইট সহজেই ব্যাকআপ নিতে পারবেন।
  • Archive.org, Archive.is, Perma.cc, এবং Webcitation.org সার্ভিস গুলো ব্যবহার করা যাবে
  • HTML ফাইল আকারে ওয়েবসাইট লোকাল ডিস্কেও সেভ করতে পারবেন।

শেষ কথাঃ

এই এক্সটেনশটির সবচেয়ে দারুণ দিক হল এটি একই সাথে ক্রোম ফায়ার ফক্স উভয় ব্রাউজারেই সাপোর্ট করে। তো দ্রুত ব্যাকআপ নেয়া জন্য আজ থেকে এই Archiveror এক্সটেনশটি ব্যবহার করা শুরু করুন।

তো আজকে এই পর্যন্তই পরের টিউন পর্যন্ত ভাল থাকুন, আল্লাহ হা-ফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস