আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে।
এই চেইন টিউনে আমরা ইতিমধ্যে Internet Archive এর একাধিক প্রজেক্ট নিয়ে আলোচনা করেছি। আজকে আলোচনা করতে চলেছি দারুণ আরেকটি প্রজেক্ট নিয়ে। আজকে কথা বলব Vinyl রেকর্ড নিয়ে।
প্রথমদিকে Vinyl Records ডাকা হত 78rpm Record বলে। যার প্রতি মিনিটে ছিল ৭৮ রেভুলেশন। এগুলা বাজারে আসে ১৮৯৮ থেকে ১৯৫০ এর মধ্যে। প্রতিটি রেকর্ড ছিল মাত্র তিন মিনিটের। পরবর্তীতে এটি আরেকটু উন্নত হয়ে ১৯৪৮ সালে Long Playing Records (LPs) হিসেবে বাজারে আসে। যেখানে প্রতিসাইডে ২০ মিনিট রেকর্ড হতো মানে ছয়টি গান। নতুন রেকর্ড গুলো ছিল আগের চেয়ে আরও হালকা পাতলা।
তো পুরনো সেই মিউজিক সম্পদ গুলো সংরক্ষণ করতে অলাভজনক প্রতিষ্ঠান Internet Archive শুরু করেছে "The Great 78 Project" নামে নতুন প্রজেক্ট। এই প্রজেক্টের লক্ষ হল বিশ্বের সকল Vinyl Records গুলোকে একসাথে করা। এখন পর্যন্ত ২০০০০ এর বেশি Vinyl Record কে ডিজিটালাইজ করা হয়েছে এবং এগুলো ডাউনলোডের জন্য এভেইলেবল রয়েছে।
যারা জানতে চান একশো বছর আগে মিউজিক কেমন ছিল তাদের জন্য দারুণ একটি সুযোগ তৈরি হয়েছে বলাই যায়।
অফিসিয়াল ওয়েবসাইট @ The Great 78 Project
চলুন দেখে নেয়া যাক কিভাবে দারুণ এই ফিচারটি ব্যবহার করা যায়,
প্রথমে The Great 78 Project এর ওয়েবসাইটে চলে যান। সেখানে গিয়ে ২৫০০০ এর মত পুরনো Vinyl Record পেয়ে যাবেন। হোমপেজ থেকে আপনি মিউজিকের কাভার নেম, আর্টিস্ট নেম ইত্যাদি তথ্য দেখতে পাবেন। তাছাড়া আপনি বাম পাশ থেকে ফিল্টার অনুযায়ীও সার্চ করতে পারেন।
যেকোনো রেকর্ডে ক্লিক করে সরাসরি অনলাইনে মিউজিক গুলো শুনতে পারবেন। একই সাথে মিউজিকের সকল তথ্য জানতে পারবেন। মিউজিকের ভাল অভিজ্ঞতা পেতে বলব অবশ্যই হেডফোন ব্যবহার করুন।
আপনি যদি কোন মিউজিক ডাউনলোড করতে চান তাহলে আপনার জন্য সুব্যবস্থা রয়েছে। নিচের ডান পাশে Download Option নামে একটি আলাদা সেকশন পেয়ে যাবেন সেখানে থেকে পছন্দ মত ফরমেট অনুযায়ী ডাউনলোড করে ফেলুন।
আপনি এক সাথে সকল মিউজিক শুনতে উপরে ডান পাশের Play All এ ক্লিক করুন। মিউজিক গুলো ছোট হতে পারে আগেই বলেছি বেশিরভাগ মিউজিক মাত্র ৩ মিনিটের।
বলা যায় পুরনো Vinyl Record গুলো ডিজিটালাইজ করাতে একশো বছর আগের মিউজিক গুলোর অভিজ্ঞতা পাওয়া যাবে প্রয়োজনে এটি দিয়ে রিসার্চও করা যাবে।
তো আজকে এই পর্যন্তই পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন, আল্লাহ হা-ফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।