আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে।
Internet Archive হল একটি অলাভজনক মিলিয়ন মিলিয়ন বই, চলচ্চিত্র, সফ্টওয়্যার, সঙ্গীত এবং আরও অনেক কিছুর ফ্রি ইন্টারনেট লাইব্রেরি। প্রত্যেকেরই Internet Archive এর সাথে পরিচিত হওয়া উচিত। এই প্রজেক্টের সর্বাধিক বিখ্যাত Wayback Machine ওয়েবসাইট টাইম মেশিন হিসেবে কাজ করে, যা দিয়ে কয়েক দশক আগে একটি ওয়েবসাইট কেমন ছিল তা জানা যায়।
১৯৯৬ সাল থেকে, সংগৃহীত ডেটার পরিমাণ বর্তমানে 2PB এবং 150 বিলিয়ন পেজ ছাড়িয়ে গেছে! Internet Archive শুধু মাত্র ওয়েবসাইট নিয়েই কাজ করে না এর রয়েছে প্রচুর প্রজেক্ট যেমন এটি কিছু দিন আগে ৯০০ টির বেশি কয়েন সফটওয়্যার গেম কে সংরক্ষণ করছিল। সে বিষয়ে জানতে আমার "Internet Arcade – ২০২০ সালে এসেও খেলুন কয়েন দিয়ে খেলা, ভিডিও গেম গুলো! কোন গেমস ইন্সটল করা ছাড়াই! আবার হারিয়ে যান আপনার ছেলেবেলায়!" টিউনটি থেকে ঘুরে আসতে পারেন।
কিছুটা কম পরিচিত Internet Archive এর আরেকটি ফিচার হল এখানে ফাইল আপলোড করার ফিচার। যেখানে আপনি হোমপেজ থেকে সরাসরি বিভিন্ন ডকুমেন্ট আপলোড করতে পারবেন। এই ফিচারটি আপনাকে ভিডিও, মিউজিক, অডিও, ইমেজ, সফটওয়্যার ইত্যাদি ফাইল আপলোডের সুযোগ দেবে। আপলোডের পর যেকোনো সময় চাইলে আন-লিমিটেড ট্রাফিক এটি এক সাথে ডাউনলোড দিতে পারবে কোন ঝামেলা ছাড়াই। এর দারুণ একটি সুবিধা হল এটি এক ফরমেটে আপলোড দেবার পর অটোমেটিক বিভিন্ন ফরমেটে ডাউনলোড করা যাবে।
আপনার ড্রাইভে যদি জায়গা না থাকে তাহলে আপনি আপনার ফাইল গুলো সংরক্ষণ করতে পারেন Internet Archive এ। তবে আপনার ফাইলটি অবশ্যই বৈধ হতে হবে। অবৈধ কন্টেন্ট সরিয়ে ফেলতে পারে Internet Archive।
অফিসিয়াল ওয়েবসাইট @ Internet Archive
চলুন দেখে নেয়া যাক কিভাবে দারুণ এই ফিচার ব্যবহার করা যায়
প্রথমে Internet Archive এর ওয়েবসাইটে চলে যান এবং উপরে ডান পাশ থেকে SIGN IN এ ক্লিক করুন। তারপর ক্লিক করুন Register for free। আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করুন, ইমেইলে ভেরিফিকেশন কোড যাবে সেটা নিশ্চিত করুন।
ইমেইলে গিয়ে আপনার একাউন্টন্টি একটিভ করে নিন।
ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন ফরমেটের ফাইল যেমন, Documents (E-Books), Videos, Music, Software, Pictures, এবং Audio আপলোড করার অপশন পাবেন।
নির্দিষ্ট ফাইল সিলেক্ট করে আপলোড করতে সবুজ আপলোড বাটনে ক্লিক করুন। আগেই বলেছি অবৈধ কোন ফাইল আপলোড করা যাবে না তাই কপিরাইট করা কন্টেন্ট আপলোড করা থেকে বিরত থাকুন।
ইউনিক ফাইল সিলেক্ট করার পর Upload and Create Your Item এ ক্লিক করুন৷ পরামর্শ থাকবে ব্যক্তিগত প্রাইভেসি সংক্রান্ত ফাইল আপলোড করা থেকে বিরত থাকবেন।
ফাইল আপলোড হবার পর বিভিন্ন ফরমেটে ফাইলটি সেভ হবে।
আগেই বলেছি যদি ড্রাইভে জায়গা না থাকে তাহলে এই সার্ভিসটি ব্যবহার করতে পারেন এবং প্রয়োজনে অন্যদের কাছেও ফাইল শেয়ার করতে পারেন।
এখানে আরেকটি বিষয় বলে রাখা ভাল যে আপলোডকৃত কোন ফাইল ম্যানুয়ালি ডিলিট করা যাবে না তাই কোন ফাইল আপলোড করা আগে অবশ্যই ফাইলের ব্যাপারে নিশ্চিত হয়ে নিন।
চলুন Internet Archive আপলোড অপশনের কিছু সুবিধা জেনে নেয়া যাক।
আশা করছি Internet Archive আপলোড অপশনের মাধ্যমে আপনিও উপকৃত হতে পারবেন।
আজ এ পর্যন্তই পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন, আল্লাহ হা-ফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।