আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে।
আমার আগের চেইন টিউন গুলোতে আমি আলোচনা করেছি কিভাবে আপনি বিভিন্ন অনলাইন টুলের মাধ্যমে নির্দিষ্ট ওয়েবপেজের ব্যাকআপ নিতে পারেন। আমি কথা বলেছি Wayback Machine নিয়েও। আজকে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি দারুণ একটি ক্রোম এক্সটেনশনের সাথে যা দিয়ে আপনি এক ক্লিকেই যেকোনো ওয়েবপেজ ব্যাকআপ নিতে পারবেন।
Save To The Wayback Machine একটি ফ্রি ক্রোম এক্সটেনশন যার মাধ্যমে আপনি সহজে যেকোনো ওয়েব কন্টেন্ট সেভ করে ফেলতে পারবেন Wayback Machine এ। তবে বলে রাখা ভাল এটি Internet Archive এর অফিসিয়াল কোন প্লাগ-ইন নয়। এটি Github এর একটি ওপেন সোর্স প্রোগ্রাম। সহজেই এটির মাধ্যমে আপনি সর্বশেষ স্টোরেজ এবং বিভিন্ন টাইম ভিউয়ে আপনার ওয়েব কন্টেন্ট দেখতে পাবেন।
বলতে গেলে Save To The Wayback Machine আপনার একটি শর্টকাট হিসেবে কাজ করবে। ধরুন যখন কোন ওয়েবপেজ ব্যাকআপ দিতে চাইবেন তখন Wayback Machine এ গিয়ে সহজেই এক ক্লিকে ব্যাক নিয়ে নিলেন।
এক্সটেনশন লিংক @ Save To The Wayback Machine
প্রথমে Save To The Wayback Machine এর ক্রোম এক্সটেনশনটিতে চলে যান এবং আপনার ব্রাউজারে এড করে নিন।
ক্রোমে এক্সটেনশনটি এড হয়ে গেলে সেটিকে পিন করে সব সময়ের জন্য ভিজিবল করে দিন। এবার যেকোনো ওয়েবসাইটে গিয়ে আইকনে ক্লিক করুন। সর্বশেষ কবে ব্যাকআপ নেয়া হয়েছে এটি সেখানে দেখাবে।
আগেই বলেছি এটা Wayback Machine এর হিস্ট্রি। সুতরাং আপনি ক্লিক করলে এটি Wayback Machine এর নির্দিষ্ট টাইম পয়েন্টে নিয়ে যাবে।
এই ক্রোম এক্সটেনশনটির মুল আকর্ষণ Archive এ ক্লিক করলে ব্যাকআপ হওয়ার প্রক্রিয়া শুরু হবে৷ যদিও এতে কিছু সময় লাগবে। যখন ছোট উইন্ডোতে Page Archived শো করবে তখন বুঝবেন Archive এর কাজ সম্পন্ন হয়ে গেছে।
খুব লাইট একটি প্লাগ-ইন হলেও এখানে আপনি Option এ ক্লিক করে পেয়ে যাবেন দারুণ কিছু কনফিগারেশন সুবিধা
চলুন Save To The Wayback Machine এর কিছু সুবিধা নিয়ে আলোচনা করা যাক
আশা করছি নির্দিষ্ট ওয়েবপেজে না গিয়েও ব্যাকআপ সংক্রান্ত কাজ করে ফেলতে পারবেন এই Save To The Wayback Machine প্লাগ-ইনটি দিয়ে।
পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন, আল্লাহ হা-ফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।