ইন্টারনেট আর্কাইভ [পর্ব-০৪] :: Permacc – স্থায়ী লিংকের মাধ্যমে ব্যাকআপ নিয়ে রাখুন যেকোনো ওয়েবপেজ

টিউন বিভাগ টিপস এন্ড ট্রিকস
প্রকাশিত
জোসস করেছেন
Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

ইন্টারনেট আর্কাইভ

আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে।

কখনো কখনো আমাদের নির্দিষ্ট কিছু ওয়েবপেজের কন্টেন্ট সেভ করে রাখার প্রয়োজন পরে। তো সাধারণত আমরা কি করি? হয়তোবা পুরো পেজটি স্ক্রিনশট দিয়ে রেখে দেই। নির্দিষ্ট পেজ স্ক্রিনশট দিয়ে রাখলে হয়তো বা কন্টেন্ট গুলো দেখা যায় কিন্তু প্রয়োজন মত টেক্সট কপি করা যায় না বা কোয়ালিটি এতটা ভাল হয় না৷ এর আগে আমি এর মাধ্যমে কিভাবে আপনার পুরো ওয়েবপেজ সেভ রাখা যায় দেখিয়েছিলাম, তাছাড়া আগের ওয়েব-কন্টেন্ট দেখার জন্য তো রয়েছেই। তো আজকে আপনাদের দেখাব ওয়েবপেজ ব্যাকআপ নেবার নতুন পদ্ধতি।

Perma.cc কী?

আপনি যদি নির্দিষ্ট ওয়েবপেজ ব্যাকআপ নিতে চান এবং চান যে URL টা একই থাকুক তাহলে আপনার জন্য রয়েছে Perma.cc। Perma.cc একটি ফ্রি অনলাইন সার্ভিস যা দিয়ে আপনি নির্দিষ্ট ওয়েবপেজের ব্যাকআপ রাখতে পারেন। এই সার্ভিসটি বিভিন্ন স্কলারদের জার্নাল রেকর্ড সেভ করে রাখতে সাহায্য করতে পারে।

নির্দিষ্ট লিংক Perma.cc তে দেবার সাথে সাথে এটি একটি ইউনিক URL তৈরি করবে এবং আপনি নিশ্চিতে যেকোনো সময় ওয়েবপেজে এক্সেস নিতে পারবেন। ওয়েবপেজ রিমুভ বা মডিফাই হবার কোন ভয় থাকবে না। Perma.cc শুধু মাত্র ওয়েবপেজের কন্টেন্ট সেভ রাখবে এমনটি কিন্তু নয় এটি একই সাথে images, CSS, JavaScript ও সেভ রাখবে। বলা যায় অন্য-যেকোনো ওয়েবসাইট ব্যাকআপ টুল থেকে একটু বেশি সুবিধা দেবে এই Perma.cc।

এখানে বলে রাখা ভাল ব্যক্তিগত একটি একাউন্ট থেকে প্রতি মাসে ১০ টি লিংক সেভ করে রাখা যাবে তবে সরকারি প্রতিষ্ঠান বা একাডেমিক কাজে এটির মাধ্যমে আন-লিমিটেড লিংক সেভ করা যাবে।

Perma.cc

অফিসিয়াল ওয়েবসাইট @ Perma.cc

কীভাবে ব্যবহার করবেন?

চলুন দেখে নেয়া যাক কিভাবে Perma.cc ব্যবহার করবেন।

ধাপ ১

প্রথমে Perma.cc ওয়েবসাইটে যান এবং Sign up এ ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিন। এটি যেহেতু সাধারণ ব্যাকআপ ওয়েবসাইটের মত নয় সুতরাং এখানে অনেক তথ্য সেভ হবে তাই আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে।

রেজিস্ট্রেশন করার সময় আপনাকে Individual সিলেক্ট করতে হবে। আমি আগেই বলেছি Individual সিলেক্ট করলে আপনি প্রতিমাসে কেবল দশটি লিংক সেভ করতে পারবেন। আপনি চাইলে নির্দিষ্ট, library, journal, college, court, or law firm প্রতিষ্ঠানের জন্যও সিলেক্ট করতে পারেন।

প্রয়োজনীয় তথ্য দেবার পর আপনার ইমেইলে একটি ভেরিফিকেশন মেইল পাঠানো হবে সেটি কনফার্ম করলে আপনি পাসওয়ার্ড দেবার অপশন পাবেন। নিজের মত করে পাসওয়ার্ড সেট করে নিন।

ধাপ ২

প্রথমে আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে লগইন করুন। আপনার যদি Individual একাউন্ট হয় তাহলে লগইন করার পর দেখাবে কত গুলো ব্যাকআপ বাকি রয়েছে।

ধাপ ৩

আপনি যে ওয়েবপেজ ব্যাকআপ নিতে চান সেটি কপি করুন এবং গিয়ে লিংকটি দিন এবং Create Perma Link এ ক্লিক করুন। সফল ভাবে ব্যাকআপ কাজ সম্পন্ন হলে একটি উইন্ডো আসবে এবং একই সাথে আপনি নির্দিষ্ট লিংক পাবেন।

ধাপ ৪

ব্যাকআপ হবার পর আপনার ওয়েবসাইট তার অরিজিনাল URL, Title, Description, এবং Thumbnail, দেখাবে। আপনি চাইলে এগুলো নিজের মত এডিট করতে পারেন, এডিট করার জন্য আপনার হাতে সময় থাকবে ২৪ ঘণ্টা। এডিট করতে উপরে বাম পাশ থেকে Edit link Details এ ক্লিক করুন। আপনি চাইলে এই পেজকে প্রাইভেট ভাবেও রাখতে পারেন এজন্য Mark as Private এ ক্লিক করুন। ওয়েবপেজটি অফলাইনে ডাউনলোড করতে Download Archive এ ক্লিক করুন।

ধাপ ৫

আপনি উপরে ডান পাশে View the live page এ ক্লিক করে লাইভ ওয়েবসাইট দেখতে পারেন। Delete Record এ ক্লিক করে চাইলে এই রেকর্ডটি ডিলিটও করে দিতে পারেন।

ধাপ ৬

সকল ফাইল সেভ হবার পর আমি সব ব্যাকআপ গুলো ম্যানেজ করতে পারবেন। এজন্য প্রথমে আপনাকে লগইন করে নিতে হবে।

Perma.cc এর সুবিধা

চলুন Perma.cc এর কিছু সুবিধা দেখে নেয়া যাক।

  • ওয়েবপেজ পুরোটি ব্যাকআপ হয়ে যাবে এবং Perma.cc এর একটি স্থায়ী লিংককে সেভ থাকবে
  • ইংরেজি ছাড়াও অন্যান্য ভাষার ওয়েবসাইট গুলো সেভ হবে একই সাথে সেভ হবে ওয়েবপেজের images, CSS এবং JavaScript।
  • ব্যাকআপ পেজের উপরে তারিখ এবং সময়ও উল্লেখ্য থাকবে।

শেষ কথা

আশা করছি আপনি Perma.cc ব্যবহার করে যেকোনো ওয়েবসাইট খুব সহজে ব্যাকআপ নিয়ে রাখতে পারবেন পেজ ডিলিট বা হারিয়ে যাবার আর ভয় থাকবে না।

আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী টিউনে সে পর্যন্ত ভাল থাকুন। আল্লাহ হাফেজ!

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস