গত কয়েকদিন আগে একটি পোষ্টের মন্তব্যে দেখেছিলাম একজন বলেছিল বাংলা সাইটে ভালো বিজ্ঞাপন আসে না এবং অনেক ক্ষেত্রই দেখা যায় সেখানে নির্দিষ্ট কোন একটি বিজ্ঞাপন যা মোটেও আকর্ষণীয় নয়। কিন্তু bangladesh.net বা webbangladesh.com সাইটে গেলেই দেখতে পারেবেন এর সম্পূর্ণ ব্যাতিক্রম তাহলে সেখানে কিভাবে আসে। হ্যাঁ আমি সেটাই সবাইকে জানাবো।
প্রথমেই দেখব বাংলা সাইটে কেন কাঙ্খিত বিজ্ঞাপন আসে না। এডসেন্স এ মূলত এ জাভা স্ক্রিপ্ট এর মাধ্যমে সাইটের কী-ওয়ার্ড ও ট্যাগ এর সাথে সামঞ্জস্যপূর্ণ এড আসে। কিন্তু যারা বাংলা সাইট বানায় তারা অনেকেই আলাদা ইংরেজী কোন কীওয়ার্ড বা ট্যাগ ব্যাবহার করে না। কিন্তু এডসেন্স এ বাংলা না থাকায় সেখান কার বাংলা এড এর কীওয়ার্ড গুলোও ইংরেজীতেই থাকে। তাই বাংলা সাইটের সাথে সামঞ্জস্য না পাওয়ায় বাংলা সাইটগুলোতে নির্দিষ্ট একটি এড শো করে।
নিচের ছবিটি দেখুন এখানে চিন্হিত অংশে একটি নির্দিষ্ট বিজ্ঞাপন দেখাচ্ছে এই সমস্যার কারনে।
আবার নিচের ছবিটি দেখুন এটা বাংলা সাইট হওয়া সত্তেও এখানে ভালমানের বিজ্ঞাপন আছে।
এর কারন হচ্ছে তার পেজ এর সোর্স কোডে দেখুন সাইটের সাথে সামঞ্জস্যপূর্ণ কীওয়ার্ড ও মেটাগুলো দেয়া আছে। আপনারা যারা বাংলা সাইটে ভালমানের এডসেন্স এড ব্যাবহার করতে চান এভাবে করতে পারেন। আর যারা ব্লগিং করেন তারা ট্যাগ এবং লেবেল এর জায়গায় কী-ওয়ার্ড গুলো লিখে দিতে পারেন।
আমি প্রযুক্তি প্রেমী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 2157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শাকিল ভাই বেশ কিছু দিন ধরে, আমার এক ছোট ভাই তার ওয়েবসাইটের এই সমস্যার সমাধানের জন্য আমার সহযোগিতা চাচ্ছিল, আপনার টিউন পড়ে ভাবলাম সমাধান তাহলে এবার মিললো তবে দুঃখের ব্যাপার, মেটা ট্যাগ গুলো (আপনার দেওয়া স্যাম্পল ট্যাগ গুলো ছাড়াও কিছু কিছু অতিরিক্ত ট্যাগ অ্যাড করেছি অবশ্য) ওয়েব সাইট (ব্লগ) এর ইন্ডেক্স পেজ এ, ব্লগের হেডারে, ব্লগের বডিতে, সব যায়গাতে এড করে করে পরীক্ষা করলাম, কিন্তু কই হলো না তো? কোথাও কি ভুল হচ্ছে? এ ব্যাপারে আপনার সহযোগীতা কামনা করছি। ধন্যবাদ।
shakil vai thanks amar site tai ai problem kortoo…… akta notun jinish shikhlam thanks bro
সমস্যাই বটে…
Its also very important to select proper keywords.
https://adwords.google.com/select/KeywordToolExternal
গুগলের কিওয়ার্ড টুলসটি বেশ সাহায্য করতে পারে।
Thanks