বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভাল।
আজ আমি দেখাবো কীভাবে সহজভাবে উইন্ডোজের রেজেষ্ট্রি এডিটিং এর মাধ্যমে হার্ড ডিস্কের যে কোন ড্রাইভ Lock অথবা Hide করা যায়।
আমরা সাধারণতঃ Registry Editing এর জন্য regedit ব্যবহার করে থাকি। কিন্তু অনেকে এটাকে ঝামেলা মনে করেন বা সঠিকভাবে কাজটি করতে পারেন না। তাই আমি দেখাবো কীভাবে নোটপ্যাড ব্যবহার করে এ ধরণের কাজ করা যায়।
চলুন শুরু করা যাক।
* কোন Drive কে Lcok করাঃ
1) প্রথমে Notepad ওপেন করুন।
2) নিচের কোডটি টাইপ করুন অথবা এখান থেকে কপি করে পেস্ট করুন।
Windows Registry Editor Version 5.00
[HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\policies\Explorer]
"NoViewOnDrive"=dword:00000004
3) এবার ফাইলটিকে যে কোন নাম দিয়ে rge এক্সেটেনশানে (যেমন LockDrive.reg) Save করুন।
4) এবার তৈরীকৃত ফাইলটিতে ডাবল ক্লিক করুন। একটি ম্যাসেজ বক্স আসবে।
5) উক্ত বক্সে Yes এ ক্লিক করুন।
6) তারপর আরও একটি বক্স আসবে।
7) উক্ত বক্সে Ok তে ক্লিক করুন।
8) এবার কম্পিউটার রিস্টার্ট করুন।
কম্পিউটার পূণঃরায় চালু হওয়ার পর দেখবেন C: ড্রাইভ ওপেন করা যাচ্ছে না।
আপনি Address bar অথবা Run থেকেও উক্ত ড্রাইভটি চালু করতে পারবেন না।
এভাবে আপনি ইচ্ছে করলে অন্য যে কোন (এক বা একাধিক) ড্রাইভ লক করতে পারবেন।
লক্ষ্য করুন, তৃতীয় লাইনে dword ভ্যালু 00000004 লেখা হয়েছে। এখানে 4 দ্বারা C: ড্রাইভ বুঝানো হচ্ছে।
আপনি ইচ্ছে করলে অন্য ড্রাইভের ভ্যালু লিখে সে ড্রাইভটি লক করতে পারবেন। নীচে সবগুলো ড্রাইভ এর ভ্যালু দেয়া হলোঃ
A: 1, B: 2, C: 4, D: 8, E: 16, F: 32, G: 64, H: 128, I: 256, J: 512, K: 1024, L: 2048, M: 4096, N: 8192, O: 16384, P: 32768, Q: 65536, R: 131072, S: 262144, T: 524288, U: 1048576, V: 2097152, W: 4194304, X: 8388608, Y: 16777216, Z: 33554432, ALL: 67108863
আপনি যদি E: ড্রাইভ লক করতে চান, তাহলে ভ্যালু লিখবেন 00000016 অর্থাৎ প্রতিটি ভ্যালুর জন্য 8টি ডিজিট ব্যবহার করতে হবে। যেহেতু C: এর মান 4 (এক ডিজিট) তাই 4 এর আগে 7টি 0 ব্যবহার করা হয়েছে। আপনি যদি সবগুলো ড্রাইভ লক করতে চান তাহলে ভ্যালু লিখেবন 67108863
আর যদি একাধিক ড্রাইভ লক করতে চান, তাহলে উভয় ড্রাইভের মান যোগ করে ভ্যালু লিখবেন।
যেমন, যদি C: ও D: ড্রাইভ লক করতে চান তাহলে ভ্যালু হবে 00000012 কারণ 4+8 = 12
* কোন Drive কে Hied করাঃ
একি পদ্ধতি অনুসরণ করে আপনি যে কোন ড্রাইভকে লুকিয়েও ফেলতে পারেন।
সেক্ষেত্রে সব কিছু একই রকম থাকবে। শুধু কোড এ কিছুটা পরিবর্তণ হবে।
অর্থাৎ NoViewOnDrive এর স্থানে হবে, NoDrives
যেমন, C: ড্রাইভ হাইড করার জন্য পূর্ণ কোডটি হবে নিম্নরুপঃ
Windows Registry Editor Version 5.00
[HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\policies\Explorer]
"NoDrives"=dword:00000004
তবে এভাবে কোন ড্রাইভ হাইড করলে তা Address bar অথবা Run থেকে চালু করা যাবে।
আশা করি বুঝতে পেরেছেন।
আর হ্যাঁ, যদি কখনো Lock/Hide বাদ দিতে চান তাহলে ভ্যালু 00000000 লিখে ফাইলটি Save করুন। তারপর ফাইলটিতে ডাবল ক্লিক করে যথাক্রমে Yes ও Ok তে ক্লিক করে কম্পিউটার রিস্টার্ট করুন।
এ পদ্ধতিতে আপনি উইন্ডোজের অনেক সিক্রেট সেটিংস পরিবর্তণ করতে পারেন।
যদি আপনারা আগ্রহ প্রকাশ করেন, তাহলে ধারাবাহিকভাবে আমি এ ধরণের আরও বেশ কিছু ট্রিকস প্রকাশ করতে চাই।
ভাল থাকুন সবাই।
আমি ইসমাইল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 279 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রযুক্তির জ্ঞান সমূদ্রের বিশালতার তুলনায় আমি কিছুই জানি না এবং বাকী জীবনে কতটুকু জানতে পারবো তাও জানি না। কিছু জানার একটা নেশা আমায় ছাড়ে না। সেজন্যে সময় পেলেই বিচরণ করি প্রযুক্তি বিষয়ক সাইটগুলোতে, যদি নিজের অজ্ঞতা কিছুটা হলেও লাঘব করতে পারি। আর এত এত প্রযুক্তি প্রেমী ও টেকীদের সাথে থাকতে...
ভাল টিউন।
তবে কেউ অন্যের কম্পিউটারে এ সব প্রয়োগ করে তার ক্ষতি করতে পারে।
তবুও জানা থাক ভাল। জানা থাকলে নিজেরও কাজে লাগে।
সুতরাং চালিয়ে যান।
সরাসরি রেজেষ্ট্রি এডিটিং আসলে খুব সহজ না।
তাই এ পদ্ধতিটা পছন্দ হলো।
পরবর্তী টিউনের অপেক্ষায় রইলাম।
জটিলসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসস