হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন?বেশ কিছুদিন হল ফায়ারফক্স ৪ ভার্সন release হয়েছে। আমরা যারা নিত্যনতুন প্রযুক্তির স্বাদ পেতে ভালবাসি তারা বেশ আগ্রহ নিয়ে কিছু নতুন feature পাবার আশায় Firefox 4 ডাউনলোড করেছিলাম। কিন্তু আমরা যারা বাঙালি তাদের জন্য দুঃসংবাদ হল যে Firefox 4 এ বাংলা পড়া ও লেখা খুব সমস্যা হয়ে যাচ্ছে। বেশ কিছুদিন ধরে অনেক চেষ্টা করেও বের করতে পারছিলাম না সমাধান। অবশেষে পেয়ে গেলাম সমাধান।
আপনারা যারা অভ্র সফটওয়্যার ব্যবহার করেন তারা avro সেট আপ করার সময় নিশ্চয়ই complex script সেট আপ দিয়েছেন। যদি complex script না বুঝা যায় তাহলে ঝামেলা না করে internet থেকে solaiman lipi font ডাউনলোড করে control panel->font(Xp) এ গিয়ে ফন্ট টা কপি করে paste করে দিন।
এর পর নিচের screen shot অনুসরণ করুন।
প্রথমে ফায়ারফক্স এর tools->options এ গেলে নিচের screen আসবে।এখানে default font হিসেবে অন্য font থাকবে।
আপনার কাজ হল default font এর পাশে যে advanced tab আছে সেটাতে click করুন।
তারপর নিচের screen এর মত সেটিং করে দিন। default character encoding অবশ্যই Unicode(Utf-8) select করবেন।তারপর Firefox restart করুন।আশা করি সমাধান হবে।
এটা অন্য ইউনিকোড বাংলা font দিয়েও করা যায়। যেহেতু solaiman lip ফন্ট বাংলার ক্ষেত্রে সবচেয়ে সুন্দর তাই এটা দিয়ে দেখলাম।
SoiaimanLipi download করুন এখান থেকে
আমি mithun biswas। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am Mithun Biswas.Currently I am studying in Khulna University in Computer Science and Engineering Discipline.I like Information technology.Internet surfing is my hobby.As a student of Computer Engineering i always try to find how human life can be benefited through technology.My Aim is to be a renowned IT specialist.
অনেক কাজে লাগল। আপনাকে ধন্যবাদ।