আসসালামুয়ালাইকুম আমি শরিফুল ইসলাম জীবন আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার ফোনকে দ্রুতগতির করবেন?
আজকাল সবাই নিজের ফোনকে দ্রুতগতির করার জন্য বিভিন্ন ধরনের উপায় অবলম্বন করেন। কিন্তু প্রকৃতপক্ষে কিভাবে আপনার ফোন হতে পারে Super Frist তার সবচেয়ে কার্যকরি উপায় নিয়েই আজকের টিউন। এক্ষেত্রে নিম্নোক্ত বিষয়গুলো জরুরি। বি: দ্র:(এই একই পদ্ধতিতে আপনি সকল কম্পিউটার ডিভাইস Super Computer থেকে স্মার্টফোন Super Frist করতে পারবেন)
(১) স্টোরেজ : স্টোরেজ এর দিকে খেয়াল রাখুন।
1.CPU(Register, Cache)
2.RAM
3.ROM/Hard Disk Drive/Floppy Disk Drive/Solid State Drive(Internal Storage)
ভাবতেই খুব অবাক লাগছে যেখানে 1TB হার্ডডিস্ক ও আমাদের প্রয়োজন মেটাতে পারে না। সেখানে ফোনের সামান্য ROM টাও আবার খালি রাখতে হবে?কেন তা আগে জেনে নেই।
CPU OR Processor:কম্পিউটারে একটি কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ CPU(Central Processing Unit) থাকে যার অপর নাম প্রসেসর। এই CPU বা প্রসেসর ই কম্পিউটার এর বিভিন্ন অপারেশন করে থাকে। CPU এর মধ্যেও দুই ধরনের Memory আছে। Register এবং Cache আমারা আজকাল অনেক জটিল অপারেশন এ ফোন ব্যবহার করে থাকি তার ফলে আমাদের CPU এর স্মৃতি পরিপূর্ণ হয়ে ফোন হ্যাং করে।
RAM: আমারা যখন ফোন বা অন্যান্য কম্পিউটার ডিভাইস ব্যবহার করি তাতে বিভিন্ন প্রকার অ্যাপ্লিকেশন একসাথে ব্যবহার করি যার ফলে ফোনের বা কম্পিউটারগুলোর RAM দ্রুত পরিপূর্ণ হয়ে যায়। তখন ফোনগুলো একেবারে ধীরগতিতে কাজ করে।
ROM/HDD/FDD/SSD: এক কথায়Virtual Memory. RAM এ যখন জায়গা হয়না তখন Virtual Memory এর একটা অংশ কম্পিউটার এর অপারেটিং সিস্টেম RAM হিসেবে কাজ করে। তখনই আমাদের ফোন একেবারে ধীরগতির হয়ে যায়। কারণ Virtual Memory গুলো একেবারে ধীরগতির হয়। এজন্যই RAM এর আবিষ্কার হয়। এককথায় Memory এর ক্ষেত্রে Register সবচেয়ে দ্রুতগতির এবং এর দামও অনেক পরে Cache Memory এটা Register Memory থেকে কিছুটা ধীরগতির তারপর RAM। RAM Register এবং Cache এর তুলনায় অনেক ধীরগতির এবং এর দামও খুব কম। Virtual Memory এর তুলনায় অনেক বেশি ধীরগতির।
আমারা যখন নতুন ফোন কিনে একটানা দীর্ঘসময় ব্যবহার করি তখন নতুন ফোনটিও অনেক ধীরগতিতে কাজ করে। এর কারণ RAM পরিপূর্ণ হয়ে গেলে Virtual Memory RAM এর কাজ করে কিন্তু Virtual Memory অনেক ধীরগতির হয়। 1 TB HDD এর দাম মাত্র 3900 টাকা আর 128 GB এর দাম 3000 টাকা। SSD ব্যবহার করলে একটু সুবিধা পেতে পারেন ল্যাপটপ ডেস্কটপ এর ক্ষেত্রে। কারণ SSD HDD এর থেকে 3 গুন দ্রুতগতির।
APPS: অনেকে ফোনকে Frist করার জন্য অ্যাপ ব্যবহার করে থাকে। এসব অ্যাপ আপনার RAM CPU HDD এর উপর ভাগ বসায় এবং ভাগ বসায় আপনার Battery তে। এসবের বেশিরভাগই Fack অ্যাপ। প্রতিটি অ্যাপ আপনার ফোনের প্রাণ তথা CPU RAM HDD এর উপর মারাত্মক ভাবে প্রভাব ফেলে। তাই এসব আজগুবি অ্যাপ ব্যবহার করা থেকে বিরত থাকুন। অপ্রয়োজনীয় অ্যাপ বর্জন করুন। Battery Saver, RAM Cleaner, RAM Boster, Frist Charging এসব অ্যাপ ব্যবহার করা থেকে বিরত থাকুন। নিয়মিত অ্যাপ Cache Memory Clean করুন। তবেই আপনার ফোন দ্রুতগতির হবে। আর পারলে প্রতিমাসে একবার ফোন Factory Data Reset করুন। আমি প্রতি সপ্তাহে আমার ফোন রিসেট করি। তা নাহলে ফোনের ক্যাশ বাড়তে থাকবে। এবং স্টোরেজ কমতে থাকবে। ফলে ফোন আস্তে আস্তে Slow হয়ে যাবে। ROM 4GB এর অধিক খালি রাখুন।
Note:একমাত্র স্টোরেজ এর দিকে নজর দিন তাহলেই ফোন Super Frist হবে। এছাড়া এ বিষয়ে যত আজগুবি গল্প আছে তা বর্জন করুন। কারণ ফোনের গতি স্টোরেজ এর উপর নির্ভর করে।
আমি জীবন মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ব্লগ গুলো ডেভেলপার সাজেশন থেকে কপি করে আংশিক পরিবর্তন করে প্রকাশিত ।