আমরা অনেকেই ভাইরাসকে মোটেই ভয় পাইনা। সাবধান থাকলে ভাইরাস কখনই আক্রমন করতে পারেনা, কিভাবে সাবধান থাকতে হবে তা নিয়ে টিউনস হয়েছে। এখন কথা হলো কোন কারনে যদি ভাইরাস দখল করে ন্যায় সাধের কম্পিউটার, তখন নিশ্চয়ই XP/ ... সেটাপ দেয়ার কথা মাথায় আসবে। XP সেটাপ সে হলো শেষ ট্রিটমেন্ট এবং অনেক সময়ের ব্যপবার(আমার জন্য নয় হিরেন দিয়ে সব সহ আমার ৩ মিনিট লাগে)।
ছোট্ট একটা পদ্ধতি আছে, বেশির ভাগ সময়ে ভাল ফলাফল পাওয়া যায়। সেটা হল System Restore.পূর্বের অবস্থায় ফিরে যাওয়া যেতে পারে System Restore করে। তবে যাদের computer অনেক আগে থেকেই আক্রান্ত তাদের কাজ না হওয়ার সম্ভাবনা বেশি।
পদ্ধতিঃ Click===Start--All programs--Accessories--System Tools--System Restore উইন্ডো আসলে দেখুন Undo my last restoration আছে কিনা, থাকলে ক্লিক(শুধু মাত্র প্রথম বারের ক্ষেত্র) অধিকাংশ ক্ষেত্রে থাকেনা। তাই উপরেরটা Restore my computer to an earlier time এ ক্লিক করুন এবং ভাইরাসে আক্রান্ত হওয়ার আগের হাইলাইট ডেটটা নির্বাচন করে Next দিন। এক্ষেত্রে অবশ্যই নিশ্চিত হতে হবে যে নির্বাচিত ডেটে Computer ভালোছিল। সয়ংক্রিয়ভাবে রিস্টাট নিবে ।
সবক্ষেত্রে এ পদ্ধতি ১০০% কার্যকর নয়। ভাল restore point থাকলে ভাল কার্যকর।
বিদ্রঃ নতুন একটা ভাইরাসের সাথে যুদ্ধ করেছি যেটা System Restore করতে দেয় না, করতে গেলেই রিস্টাট নেয়। আসলে প্রতিটা ভাইরাস ভিন্ন ভিন্ন গুন বিষিস্ট।
আমি চেস্টায় সাইদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 866 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শুধু ভাইরাসই নয় বরং অনেক সময় ছোট খাটো অনেক সমস্যারই প্রথম সমাধান হলো System Restore করা…. আবার কিছু কিছু ভাইরাস আছে যারা System Restore ই বন্ধ করে দেয়… 😉
ধন্যবাদ আপনার টিউনের জন্য….