Google talk এ আপনাকে কে ব্লক বা invisible করছে অতি সহজেই খুজে বের করেন।

যখন কেও আপনাকে Google talk ব্লক করে তাদের  অন্য সকল অফলাইন ফ্রেন্ড দের মতই দেখয়। কিন্ত কিভাবে আপনি বুজবেন যে কে আপনাকে ব্লক করছে? খুবই সহজ উপায় আছে। যারা বিষয় টি আগেই আবগত আছেন তাদের সময় নষ্ট করে পড়ার দরকার নাই।

চলুন এবার মুল টিউনে যাই...

১। ডাউনলোড এবং ইনস্টল করেন সফটওয়্যার টি। ডাউনলোড করতে এখানে ক্লিক করেন

২।গুগল টক ব্যবহার করার জন্য সফটওয়্যার টি কনফিগার করেন। এর জন্য Accounts -> Manage Account” নিচের ছবির মত দেখতে পাবেন।

তারপর গুগল একাউন্ট এড করার জন্য “ADD” বাটনে ক্লিক করেন। নিচের ছবির মত দেখতে পারবেন।

Basic এবং  Advance টেব  সঠিক ভাবে পুরন করেন।যদি সব সেটিং সঠিক ভাবে পুরন করে থাকেন তাহলে আপনি গুগল এ কানেক্ট হয়ে যাবেন এবং আপনার Contact লিস্ট দেখতে পারবেন।

৩।এবার দেখন কে আপনাকে ব্লক করেছে।

যখন কেও আপনাকে Google talk ব্লক করে তাদের তাদের অন্য সকল অফলাইন ফ্রেন্ড দের মতই দেখয়। এখন আপনার যাকে ধারনা হয় আপনাকে ব্লক করেছে, রাইট ক্লিক করেন তার পর “Get Info” তে যান। এবং পার্থক্য দেখেন।

যে সত্যিকার অর্থে অফলাইন বা লিফট গেছে তার সাথে  পার্থক্য লখ্য করেন তাহলেই বুজতে পারবেন। নিচের ছবিটা দেখেন আরও ক্লিয়ার হয়ে যাবেন।

এবাবেই সহজেই বুজতে পারবেন কে আপনাকে সত্যিকার অর্থেই ব্লক করছে।

সবাই ভাল থাকবেন। সবাই দোয়া করবেন আমি যেন  ভাল থাকতে পাড়ি…। খোদা হাফেজ ।

Level 0

আমি জোবায়ের আলম বিপুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 426 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Contact Information : Skype : bipulbd08 Email : [email protected] Mobile : 01713305324


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks to share

জানানোর জন্য ধন্যবাদ

Level 0

ভাল টিপস দিয়েছেন তবে আমার কোন কাজে অসবেনা আমি ফেইসবুক ব্যবহারে অভস্থ । তবুও ধন্যবাদ ।
http://www.fundoor.wapka.mobi

    ভাই ধন্যবাদ,কিন্ত একটা কথা আপনার সাইট এর আড টাউ দিয়ে দিলেন।

Level 0

thanks for share

ধন্যবাদ আপনাকে 🙂 ইয়াহু এর জন্য হলে ভাল হত 😀