কি দেখে ফোন কিনবেন

বিসমিল্লাহির রহমানির রাহীম, আশাকরি মহান প্রভুর অশেষ মেহেরবানীতে সবাই নিজ নিজ স্থানে ভালো ও সুস্থ আছেন।

প্রিয় বন্ধুরা আমরা অনেকেই নতুন স্মার্ট ফোন কিনতে আগ্রহী। কিন্তু আমরা অনেকেই জানিনা কি দেখে একটি স্মার্ট ফোন কিনব। আমরা ভালো দাম দিয়ে একটি স্মার্ট ফোন কিনে নেই শুধু ক্যামেরা, Ram ইত্যাদি দেখে। আজ আমরা কথা বলব একটি স্মার্ট ফোন কিনার সময় কি দেখে কিনতে হবে। বন্ধুরা আমাদের মাঝে অনেকেই স্মার্ট ফোন কিনতে গিয়ে ক্যামেরা, ব্যাটারি, Ram, Rom এসব যদি ভালো হয় তাহলে আমরা ফোন ভালো মনে করে কিনে নেই। কিন্তু এই কাজটি একবারেই ভুল।

১. প্রসেসর

আমরা বাজারে বা মার্কেটে ফোন কিনতে গেলে ক্যামেরা, ব্যাটারি, Ram, Rom এগুলো অবশ্যই দেখতে হবে। তাছাড়া ফোনের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ফোনের প্রসেসর যা আমরা অনেকেই খেয়াল করি না। একটা ফোনের প্রসেসর কতটা গুরুত্বপূর্ণ তা আমি বুঝিয়ে দিচ্ছি। মনে করেন আপনি একটি কার গাড়ি কিনলেন, এখন কারটির ইঞ্জিন যদি ভালো হয় তাহলে কারটিও ভালো। ঠিক তেমনি ভাবে আপনার ফোন তখন ভালো চলবে, যখন ফোনের প্রসেসর ভালো হবে।

২. ভালো প্রসেসর বোঝার নিয়ম

এখন কথা হলো আপনি কিভাবে বুঝবেন কোন প্রসেসর ভালো কাজ করবে? আপনি যখন একটা প্রসেসর দেখবেন তার সামনে ও পেছনে অনেক লেখা থাকবে। যেমন- dual core, quad core, octa core আবার এর পেছনে লেখা তাকে 1.2 GHz, 2.GHz, 2.34GHz, 2GHz, 2.35GHz, 2.15 GHz, এগুলোর মিনিং কি।

মনে করেন একটি কাজ আমি একা করে যত সময় লাগবে, যদি ৩ জনে ঐ কজটি করি তাহলে নিশ্চয় দ্রুত হবে। আবার ঐ কাজটি যদি ৫ জনে করি তাহলে নিশ্চয় আরও দ্রুত হবে। ঠিক তেমনি ভাবে dual মানি দুটি core, quad মানি ৪ টি core আবার octa মানি ৮ টি core এর থেকেই নিশ্চয় বুঝতে পেরেছেন কোনটা বেশি কাজ করবে। তবে মোবাইল কিনার সময় quad এর নিছে না কিনাটাই ভালো। আর যদি Octa কিনেন তাহলে অনেক ভালো। অনেক সময় দেখবেন প্রসেসরের পাশে লেখা থাকে Media tek আবার অনেকটার লেখা থাকে snapdragon। অনেকেই মনে করেন যে snapdragon ভালো, আবার অনেকেই মনে করেন Media tek ভালো। তাহলে এটা আমি বুঝিয়ে দেই তারপর আপনারাই বেছে নিবেন কোনটা কিনবেন।

৩. ট্রানজেস্টর

একটা প্রসেসরের মাঝে অনেক ট্রানজেস্টর থাকে সেটা হতে পারে কয়েক লক্ষ, এক কথায় কোটি অনেক অনেক ট্রানজেস্টর থাকে। আর এই একটা ট্রানজেস্টর থেকে অন্য ট্রানজেস্টরে যেতে যত বেশি সময় লাগবে তত বেশি মোবাইলের ইন্টারনেট ফাস্ট হবে। তার ফলে বোঝতেই পারছেন  snapdragon বেশি পাওয়ার ফুল। এখন আপনি যদি Symphony এর কথা বলেন। সেক্ষেত্রে দেখা যেত সে ফোনটাতে Media Tek প্রসেসর ব্যবহার করা হতো। Media tek দেখা যেত খুব তাড়াতাড়ি একটা থেকে আরেকটা সাপ্লাই করত, তাই ফোন গরম ও হ্যাং করত। Media Tek প্রসেসর মানি এই না যে এটা খারাপ। বর্তমানে Media helio/p60 যে প্রসেসর সেটা অনেক ভালো।

তাহলে বুঝা গেলো একটা কার গাড়ি তখন ভালো চলবে, যখন তার ইঞ্জিন ভালো সার্ভিস দেবে। ঠিক তেমনি ভাবে একটি মোবাইল তখন ভালো সার্ভিস দেবে যখন প্রসেসর ভালো সার্ভিস দেবে। আশাকরি বুঝতে পেরেছেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো ও সুস্থ থাকুন সবাই আল্লাহ হাফেজ।

Level 7

আমি মাহবুব আলম তারেক। Sonic টিউনার, টেকটিউনস, সিলেট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 95 টি টিউন ও 129 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

I am a Graphics Designer, and have worked on a few other Web Sites.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস