হ্যালো, এটা টেকটিউনস এ আমার প্রথম টিউন। আশা করি আপনাদের উপকারে আসবে। আমি আজ আপনাদের সামনে উপস্থাপন করবো কিভাবে পেন ড্রাইভ এর ভাইরাস হতে মুক্তি পাওয়া যায়। এই সমন্ধে অবশ্য আগেই একটা টিউন করা হয়েছে, কিন্ত সেটা আমার কাছে অনেক জটিল মনে হয়েছে। আর তাই আমি যেভাবে পেন ড্রাইভ এর ভাইরাস হতে দুরে থাকি, সেই পদ্ধতিটা এখানে লিখলাম। আমরা যখন আমাদের পেন ড্রাইভটি বাইরে কোথাও অন্য পিসিতে লাগাই এবং তা থেকে যদি ঐ পিসিতে ভাইরাস প্রবেশ করে তবে লজ্জার আর সীমা থাকে না। এমন ধরনের বিব্রতকর অবস্থায় আমরা কম বেশি সবাই পরেছি। তবে একটু সচেতন হলেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। যাক এত কথা না বলে আসল কথা শুরু করি।যাদের পেন ড্রাইভ এ ভাইরাস আছে তারা পেন ড্রাইভটি যখন পিসির ইউএসবি পোর্ট এ লাগাবেন তখন অনেক সময় অটোরান উইজার্ড নামের একটা উইজার্ড উইন্ডো আসে। আপনি এই উইজার্ড উইন্ডো হতে পেন ড্রাইভ ওপেন করলে অথবা মাই কম্পিউটার থেকে ওপেন করলে ভাইরাস এর autorun.inf ফাইলটি সয়ংক্রিয়ভাবে ওপেন হয়ে যাবে। তাই উপরুক্ত পদ্ধতিতে পেন ড্রাইভ ওপেন করা উচিত নয়। তবে কি ভাবে ওপেন করবেন? উত্তর হল:১. পেন ড্রাইভটি ইউএসবি পোর্ট এ লাগানোর পর ওপেন উইজার্ড আসলে তা cancel করুন।২. এবার মাই কম্পিউটার ওপেন করে উইন্ডোর উপরে আইকন টুলবার হতে Folders বাটনটি ক্লিক করুন। উইন্ডোর বাম পাশে ফোল্ডারগুলো দেখাবে।৩. এবার বাম পশের ফোল্ডার বক্স থেকে আপনার পেন ড্রাইভের ড্রাইভ লেটারটি খুজে বের করে একবার ক্লিক করুন। ডান পাশে আপনার পেন ড্রাইভ এর কন্টেন্টসগুলো দেখা যাবে।ব্যাস, এবার যত ইচ্ছা ফাইল কপি-পেস্ট করুন। ভাইরাস আপনার পিসিতে ছড়াবে না। এভাবে আপনি যখনই যে কোন পিসিতে পেন ড্রাইভ ওপেন করেননা কেন ভাইরাস কোন ক্ষতি করবে না। অবশ্য যাদের পিসিতে আগেই পেন ড্রাইভ ভাইরাস ঢুকে গেছে তাদেরকে অবশ্যই আগে পিসি থেকে ভাইরাস সরাতে হবে। এর পর এই পদ্ধতি অনুসরন করলে আর ভাইরাস পেন ড্রাইভ থেকে ঢুকবে না। পেন ড্রাইভ ভাইরাস পিসি থেকে কিভাবে দুর করতে হবে, তা অন্য একটা টিউনএ লিখবো।আরেকটা কথা, আপনার পেনড্রাইভ এ তো ভাইরাস রয়েই গেলো! সেটা কিভাবে পরিস্কার করবেন? পেন ড্রাইভটি লাগিয়ে ফোল্ডার অপশন থেকে Show Hidden Files এনাবল করুন এবং Hide protected operating system files (Recomended) আনচেক করুন। এবার উপরের পদ্ধতি অনুসরন করে পেন ড্রাইভ এ প্রবেশ করে, প্রথমেই autorun.inf ফাইলটি মুছে ফেলুন। এবার দেখুন আরও কিছু হিডেন .exe, .com, .bat ফাইল আছে। ওগুলোকেও মুছে ফেলুন। এবার পেন ড্রাইভটি খুলে আবার লাগান এবং দেখুন কোন ভাইরাস নেই। তবে অবশ্যই পেন ড্রাইভ সবসময় উপরের পদ্ধতি অনুযায়ী ওপেন করবেন।কি? পদ্ধতিটা সহজ না? আমি সবসময় এইভাবেই যে কোন পিসিতে পেন ড্রাইভ ওপেন করি।যেহেতু এটা আমার প্রথম টিউন, তাই ভুল-ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।
আমি zia। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Pen Drive এর autorun.inf ফাইলটি এভাবে Hide করা থাকে যে, Show Hidden Files এনাবল করলেও সেগুলো Show হয় না। সুতরাং মুছে ফেলাও সম্ভব না।
আপনি যদি autorun.inf ফাইলটিকে Show করতে চান, তাহলে Command prompt এ গিয়ে (Run এ গিয়ে cmd লিখে এন্টার চাপুন) নিচের কমান্ডটি লিখুনঃ
attrib -h -s X:\autorun.inf
এখানে X বলতে আপনার পেন ড্রাইভের লেটার বুঝানো হচ্ছে। সুতরাং আপনি আপনার পেন ড্রাইভের লেটার ব্যবহার করবেন।
ধন্যবাদ।
Zia ভাই আপনার টিউনস টি নতুন দের জন্য অনেক উপকারি হবে। তাই আপনা কে অনেক অনেক ধন্যবাদ। সে সাথে ইসমাইল ভাই কে ধন্যবাদ আপনার মন্তব্য এর জন্য।
Ismail ভাই salim ভাই ঠিক বলেছে। Hide protected operating system file চেক তুলে দিলে কাজ হয়। আসলে আমি বেখেয়ালে লিখতে ভুলে গেছিলাম। ধন্যবাদ salim আপনাকে।
আপনারা এই টিউনটিও দেখতে পারেন………………………….
অসাধারণ একটা সফটওয়্যার এর পরিচয় দেয়া আছে এখানে———–
হুমম… আপনাকে স্বাগতম ……।
তবে আমার কাছে এর চেয়ে অনেক ভালো সমাধান আছে। http://tech.linkinworld.com/?p=40 এখনে বিশদ বর্ননা সহ সমাধান দেওয়া আছে অটোরান এবং পেনড্রাইভ ভাইরাস সম্পর্কে। আশা করি আপনার এবং টেকটিউন্সের সকল বন্ধুদের কাজে আসবে।। আর হ্যাঁ তারপরো আমি ওটা টেকটিন্সের বন্ধুদের সুবিধার্থে দুই-একদিনের মধ্যেই একটি টিউন করছি।
\\ধন্যবাদ সবাইকে//