শুরুতে সবাই গ্রহন করুন আমার সালাম। আল্লাহর দরবারে সাবার সুস্থতা কামনা করে শুরু করছি আজকের এই টপিক।
আজকের এই টপিক হলো একজন হ্যাকার হতে কি কি লাগে। তাহলে চলুন এবার শুরু করি।
আপনি কি একজন হ্যাকার হতে চান? আমারা অনেক সময় মুভিতে দেখেছি কম্পিউটারে সাহায্য ব্যাংকের টাকা সহ আরও অনেক কিছু হ্যাক করে নিচ্ছে। হ্যাকিং শিখে কেউ খারাপ কাজ করে আবার কেউ ভালো কাজ করে। কিন্তু আমার একটা আবেদন এটা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না এতে আমাদের দেশের ক্ষতি হবে।
একজন প্রফেশনাল হ্যাকার হতে গেলে যে যে জ্ঞান থাকার প্রয়োজন আছে সেটা নিয়ে আলোচনা করি।
এটা মানে কম্পিউটার ইন্টারনেট ব্যবহার ভালো করে জানা থাকতে হবে। তারপর হচ্ছে কম্পিউটারের যে ডস অপারেটিং সিস্টেম রয়েছে সে সম্পর্কে জানা। কম্পিউটারের মাধ্যে ভালো Skills তৈরি করতে হবে।
এই Language সম্পর্কে যার ভালো জানা থাকে সে দেখবেন ওয়েবসাইট তৈরি করতে পারে বা যেকোন ওয়েবসাইট দেখে বলে দিতে পারে এটি কোন ধরনের ওয়েবসাইট। এটা সম্পর্কে ভালো করে জানতে হবে।
এই যে আমরা কম্পিউটার বা মোবাইল ব্যবহার করছি তা কিন্তু কোন না কোন ভাবে নেটওয়ার্কের সাথে কানেক্ট রয়েছে। এবার আপনাকে জানতে হবে নেটওয়ার্ক কিভাবে কাজ করে। নেটওয়ার্কের সব কিছু আপনাকে ভালো ভাবে জানতে হবে।
এই যে হ্যাকিং এর যত কাজ হয় এগুলো Linux এর মাধ্যমে হয়। Linux হচ্ছে একটি অপারেটিং সিস্টেম যেমন - উইন্ডোজ রয়েছে আরও সিস্টেম রয়েছে তার মধ্যেই পরে Linux। Linux সহ আরও যে অপারেটিং সিস্টেম আছে সগুলো সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে।
এই যে ওয়েবসাইট তৈরি হয় বা যত ওয়েবসাইট আছে সব কিন্তু Database এ গিয়ে জমা হয় যেমন - ইউজার নেইম সহ সব। তাই এটার সমম্পর্কে ভালো ভাবে জানতে হবে।
মনে করুন যে কারো ওয়েবসাইট নষ্ট হয়েছে। এটার পাসওয়ার্ড জানতে হবে এটার মাধ্যমে তা জানা অসম্ভব কিছু নয়।
এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ হ্যাকিং সম্পর্কে ইন্টারনেটে বা বিভিন্ন বই থেকে Information নিন।
আপনার যখন সব কিছু জানা শেষ তখন আপনি নিজের বাড়িতেই বসে Experiment করবেন।
আশাকরি কেউ এটি খারাপ কাজে ব্যবহার করবেন না। আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকুন সবাই।
আমি মাহবুব আলম তারেক। Sonic টিউনার, টেকটিউনস, সিলেট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 95 টি টিউন ও 129 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
I am a Graphics Designer, and have worked on a few other Web Sites.