আশাকরি মহান সৃষ্টি কর্তার অশেষ মেহের বানিতে সবাই ভালো ও সুস্থ আছেন।
বন্ধুরা বরাবরের মতো নতুন আরেকটি টিপস নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। বন্ধুরা আজ কথা বলব আপনার মোবাইলে কেউ যদি গোপনে হাত দেয় তাহলে অটো তার ছবি উঠবে। তাহলে চলুন শুরু করি। বন্ধুরা আমাদের মোবাইলে অনেক সময় অনেক গোপনীয় কিছু থাকে যা কাউকে দেখাতে চাই না।
মনে করেন আপনি আপনার মোবাইল অফিসে বা চার্জে রেখে বাহিরে গেলেন। এখন আপনার মোবাইলে কে বা কারা হাত দিয়েছে গোপনে তার ছবি আপনার মোবাইলে উঠবে। কিন্তু সে বুঝতেই পারবে না। এই কাজটি করার জন্য আপনাকে যা যা করতে হবে।
অফিশিয়াল প্লেস্টোর ডাউনলোড @ Who touched my phone?
১. বন্ধুরা আপনাকে প্রথমে আপনার ফোনের Play Store থেকে who touched my phone সফটওয়্যার টি ইন্সটল করতে হবে।
২. ইন্সটল করার পর আপনি ওপেন করবেন। ওপেন হওয়ার পর আপনাকে নিচে দেখবেন Next লেখা আছে এখানে ৫ বার ক্লিক করবেন। তারপরে একি জায়গায় Finish আসবে এখানে ক্লিক করবেন।
৩. তারপরে উপরে সেটিংস আইকন দেখতে পাবে এই সেটিংস অপশনে ক্লিক করবেন।
৪. এরপরে আপনাকে দ্বিতীয় মানি Help এর নিচের বার্টনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে একটি পাসওয়ার্ড দিতে হবে। একবার দেওয়ার পরে আবার দিবেন।
৫. পাসওয়ার্ড দ্বিতীয় বার দেওয়ার পরে আপনার মোবাইলে যদি ফিংগার থাকে তাহলে ok আর না থাকলে Don't use এ ক্লিক করবেন।
৬. তারপরে আপনাকে পাচ নাম্বারে অর্থাৎ Limit of reports এ ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে লেখা থাকবে 99 Reports মানি সে ৯৯ টি ছবি তুলতে পারবে। আর নিচে লিখা থাকবে No Limit মানি আনলমিটেড আপনার ইচ্ছা অনুযায়ী ক্লিক করবেন।
৭. তারপর আপনি বেক হয়ে আসবেন। বেক হয়ে আসার পর আপনার ফোনের মাঝখানে ডানপাশে অন/অফের একটি বার্টন থাকবে এখানে ক্লিক করে Ok করে দিবেন। তারপর পারমিশন চাইবে Allow করে দিবেন। তারপর পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ড দিয়ে বের হয়ে আসবেন।
৮. আপনার ফোন লক করে রেখেদিন৷ তারপরে কেউ যদি আপনার ফোনের পাসওয়ার্ড না খুলতে পারে তাহলে তার ছবি উঠে যাবে।
৯. তারপর সফটওয়ারে গিয়ে তার ছবি দেখতে পাবেন।
বন্ধুরা এই ছিলো আজকের মতো, এখানেই বিদায় নিচ্ছি, ভালো ও সুস্থ থাকবেন।
আমি মাহবুব আলম তারেক। Sonic টিউনার, টেকটিউনস, সিলেট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 95 টি টিউন ও 129 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
I am a Graphics Designer, and have worked on a few other Web Sites.