টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। বরাবরের মত চলে এসেছি নতুন কোন টিউন নিয়ে।
আমরা সবাই হয়তো জানি Telegram অ্যাপ এর জনপ্রিয়তা দিন দিন দারুণ ভাবে বৃদ্ধি পাচ্ছে। বর্তমান সময়ে বলতে গেলে WhatsApp এর বড় এক প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে এই Telegram অ্যাপ। ইউজারদের মধ্যে জনপ্রিয়তা বৃদ্ধিতে সাহায্য করেছে Telegram অ্যাপ এর Secret Chat ফিচারটি। Telegram এর এই দারুণ Secret Chat ফিচারটি অ্যাপটিকে নিয়ে গেছে অন্য উচ্চতায়।
WhatsApp সম্প্রতি চালু করেছে Disappearing Messages নামে একটি ফিচার যা Telegram অ্যাপ এর Secret Chat এর মত কাজ করে। তো এই দুই প্রতিদ্বন্দ্বী অ্যাপের এর মধ্যে কোন অ্যাপটির Disappearing ফিচার বেশি কার্যকর এই বিষয়টি নিয়েই কথা বলব।
কখনো কখনো আপনার নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এই Disappearing ফিচার গুলো। তো চলুন দেখে নেয়া যাক আপনার জন্য WhatsApp এর নতুন Disappearing Messages ফিচারটি বেশি নিরাপদ নাকি Telegram এর Secret Chat ফিচারটি বেশি নিরাপদ।
ফিচারটি কিভাবে ব্যবহার করবেন
চলুন দেখে আসি কিভাবে দারুণ এই ফিচার গুলো উভয় অ্যাপে ব্যবহার করা যায়,
প্রথমে WhatsApp এ প্রবেশ করুন এবং যেকোনো গ্রুপ অথবা সিঙ্গেল চ্যাটে প্রবেশ করুন।
উপরে বাম পাশ থেকে ইউজারনেমে ট্যাপ করুন এবং Disappearing Message এ ক্লিক করুন।
এবার Turn On করে দিন
Disappearing Message এনেভল করার পর চ্যাটে একটি নোটিফিকেশন আসতে পারে
Telegram অ্যাপ ওপেন করুন এবং নির্দিষ্ট ব্যক্তির চ্যাটে প্রবেশ করুন। Telegram এর ক্ষেত্রে এখনো গ্রুপের জন্য Secret Chat ফিচারটি চালু করা হয় নি।
ইউজার নেমে ক্লিক করুন। এবং উপরে ডান পাশ থেকে থ্রি ডটে ক্লিক করুন।
Start Secret chat এ ট্যাপ করুন।
হয়তো উপরের ধাপ গুলো ফলো করার পর খেয়াল করেছেন WhatsApp এর ক্ষেত্রে আগের চ্যাটই Disappearing চ্যাটে পরিণত হয় এবং Telegram এ সম্পূর্ণ নতুন চ্যাট তৈরি হয়। এখানে Telegram অ্যাপ এর দারুণ একটি ফিচার হল Secret chat চলাকালে আপনি কোন ধরনের স্ক্রিনশট নিতে পারবেন না, কিন্তু WhatsApp এ আপনি এই ফিচারটি পাবেন না।
আমি যদি টাইম ডিউরেশনের দিকে দেখি তাহলে Telegram কে এগিয়ে রাখতে হবে। WhatsApp এ আপনি মিনিমাম সাতদিনের আগে মেসেজ গুলো সরাতে পারবেন না। একই সাথে স্ক্রিনশটও নিতে পারবেন। এবার ভাবুন এই সাত দিনে আপনার কনভারসেশনের স্ক্রিনশট বা ভিডিও সবই নেয়া যাবে। অন্যদিকে Telegram এ আপনি ১ সেকেন্ড পর্যন্ত ডিউরেশন সেট করতে পারবেন একই সাথে স্ক্রিনশটও নেয়া যাবে না।
প্রাইভেসি সিকিউরিটির কথা বলতে গেলে Telegram এগিয়ে থাকবে কারণ আমরা ইতিমধ্যে জানতে পেরেছি Disappearing মেসেজের যে ব্যসিক ফিচার গুলো থাকা উচিৎ সেগুলো WhatsApp এ নেই। WhatsApp এ স্ক্রিনশট নেয়া যায় একই সাথে টাইম ডিউরেশনও ইচ্ছেমত পরিবর্তন করা যায় না। আরেকটি সমস্যা হল WhatsApp এ পাঠানো মেসেজ গুলো খুব সহজেই কপি পেস্ট করার অপশনও রাখা হয়েছে।
তাছাড়া WhatsApp এর Auto Download ফিচারটি বেশ সমস্যা তৈরি করতে পারে Disappearing মেসেজের ক্ষেত্রে। যেমন আপনি কোন ছবি বা ভিডিও পাঠালে সেটা সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে এবং সাতদিন পর আপনার মেসেজ ডিলিট হলেও কিন্তু মিডিয়া ফাইল গুলো গ্যালারি থেকে রিমুভ হবে না। আরেকটি বিষয় হল আপনি যদি কোন সিক্রেট চ্যাট অন্য কোন চ্যাটে ফরওয়ার্ড করেন তাহলে কিন্তু সাতদিন পরেও সেটা রিমুভ হবে না।
এবার আমরা যদি Telegram এর দিকে দেখি, বিষয় গুলো ভাল ভাবে হ্যান্ডেল করলেও আমি এটিকে পারফেক্ট বলতে পারি নি কারণ মেসেজ ফরওয়ার্ড না করা গেলে, থার্ডপার্টি ক্লিপ-বোর্ড অ্যাপ দিয়ে আমি মেসেজ গুলো কপি করতে পারছিলাম।
WhatsApp এর Disappearing চ্যাট চাইলে ব্যাকআপ করেও রাখা যায় সুতরাং যখন সাতদিন পর মেসেজ গুলো রিমুভ হয়ে যাবে আপনি সেটা পুনরায় দেখতে পারবেন।
সুতরাং বলা যায় আপনি যাদের বিশ্বাস করেন এমন মানুষজনদের সাথেই WhatsApp এর Disappearing ফিচারটি ব্যবহার করতে পারেন কারণ এখানে যথেষ্ট ঝুঁকি রয়েছে।
Telegram এর source code, API, এবং protocol সব কিছুই ওপেন সোর্স তার মানে যেকেউ চাইলে এর পেছনের প্রযুক্তি দেখে নিতে পারবেন। একই সাথে তারা তাদের সিকিউরিটির বিষয়ে এতটাই আত্মবিশ্বাসী যে তারা ৩০০, ০০০ ডলারের কন্টেস্ট আয়োজন করেছে যে হ্যাকাররা তাদের সিকিউরিটি ভাঙ্গতে পারে কিনা দেখার জন্য।
WhatsApp রেগুলার চ্যাটিং বা যোগাযোগের জন্য যথেষ্ট ভাল হলেও আমরা যদি Disappearing ফিচারের দিকে বিবেচনা করি তাহলে এটি পিছিয়ে থাকবে। আপনি সে সমস্ত মানুষদের ক্ষেত্রে এই ফিচারটি ব্যবহার করতে পারবেন যাদের বিশ্বাস করেন। আমি মনে করি Disappearing ফিচার হিসেবে Telegram এর Secret Chat এ ভাল।
আজকের মত এই পর্যন্তই, পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন। আল্লাহ হা-ফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।