আশাকরি সকলেই আল্লাহ'র রহমতে ভালো আছেন। আপনাদের প্রয়োজনীয় কোন ভিডিও দেখার দরকার পড়লে ইউটিউবের সার্চ বারে গিয়ে সার্চ করেন। কিন্তু সেখানে যদি আপনার মনের মতো ভিডিওটি না আসে। তবে আপনি কি করবেন? আপনি নিশ্চয়ই একের পর এক ভিডিও দেখতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি খুঁজে পেয়েছেন।
পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব। আপনারা যখন ইউটিউবে সার্চ করেন তখন কিন্তু আপনার কীওয়ার্ডের এর সাথে সামঞ্জস্যপূর্ণ ভিডিওগুলি আপনার সামনে চলে আসে। তবে এতে করে আপনার পছন্দের ভিডিওটি আপনার কাছে নাও আসতে পারে। কেননা যেসব ভিডিওতে এসইও করা রয়েছে, সেসব ভিডিও এর কীওয়ার্ড দ্বারা সার্চ করলেই ভিডিও গুলো প্রথমে চলে আসে।
যাইহোক, এতকিছু জানা বাদ দিয়ে আসল কথায় আসি। মনে করুন, আপনি ইউটিউবে 'স্যামস্যাং মোবাইল রিভিউ' লিখে সার্চ করলেন। এতে করে দেখা গেল সার্চ রেজাল্টে যেসব ভিডিওগুলো এসেছে, সেগুলো এক থেকে দুই বছর আগের পুরোনো। কিন্তু আপনার চাই সর্বশেষ একমাসের অথবা এক সপ্তাহের মধ্যের ভিডিও। এছাড়া ধরুন, আপনার দরকার 4K কোনো মুভি বা সিনেমার। কিন্তু সার্চ রেজাল্টে সেটি নেই। তবে আপনি কি করবেন?
এই ছোট্ট একটি সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছি আজকের এই টিউনে। জানতে হলে সম্পূর্ণ টিউনটি মনোযোগ দিয়ে পড়তে থাকবেন। এজন্য আপনাকে প্রথমেই চলে যাবো ইউটিউব মোবাইল অ্যাপটিতে।
১. আমি চলে এসেছি মোবাইল অ্যাপের ইউটিউব সার্চ বারে। আমি এখানে সার্চ করলাম nature লিখে। এখানে সার্চ করার পর আমার সার্চ রেজাল্টে অনেকগুলো ভিডিও চলে আসলো। যেগুলোর কোনটি একবছর কিংবা ছয়মাস আগের। যেগুলো আপনার পছন্দ নাও হতে পারে।
২. এবার আমি আপনাদের দেখাবো সার্চ রেজাল্টে কিভাবে আপনি আপনার মনের মতো ভিডিও আনবেন। এজন্য আপনাকে উপরের ফিল্টার আইকনে ক্লিক করতে হবে। এরপর নিচের মতো মেন্যু দেখতে পাবেন। এই মেন্যুর মাধ্যমে আপনি আপনার মনের মতো ভিডিও খুঁজে নিতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক এগুলোর মধ্যে কোনটির কাজ কি?
৩. নিচে দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই রয়েছে Sort by বলে একটি লেখা। এখানে ডিফল্ট ভাবে 'Relevance' সিলেক্ট করে দেওয়া থাকে। এটি দেওয়া থাকলে আপনার সার্চ করা কীওয়ার্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ ভিডিওগুলো চলো আসে। এরপর পর্যায়ক্রমে রয়েছে Upload date, View count, Rating সমূহ। এবার চলে আসি এগুলোর কোনটির কাজ কি?
Upload date: আপনি যদি এটি সিলেক্ট করেন তবে আপনার সার্চ করা কীওয়ার্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সর্বশেষ ভিডিও গুলো আপনার সার্চ রেজাল্টে চলে আসবে। অর্থাৎ যে ভিডিওটি সবচাইতে শেষে ইউটিউবে আপলোড করা হয়েছে সেটি চলে আসবে। এটি সিলেক্ট করার পর নিচের Apply তে ক্লিক করলে আবার সে ফলাফলটি চলে আসবে।
View count: এটি সিলেক্ট করলে আপনার সার্চের সঙ্গে মিল রেখে সবচেয়ে বেশি ভিউ পাওয়া ভিডিও সমূহ প্রদর্শিত হবে। আপনি যদি বেশি দেখা ভিডিও সমূহ দেখতে চান, তবে আপনি এটি সিলেক্ট করতে পারেন।
Rating: আপনি যদি এটি সিলেক্ট করেন, তবে সবচেয়ে বেশি লাইক এবং কমেন্টযুক্ত ভিডিও গুলো আপনার সামনে চলে আসবে। এটি সিলেক্ট করলে আপনার সামনে সেরা ভিডিওগুলো চলে আসবে।
৪. এরপর রয়েছে Type ক্যাটাগরি। এটির মাধ্যমে আপনি video, channel, playlist আকারের সার্চ রেজাল্ট আনতে পারবেন। এখানে ডিফল্ট ভাবে All দেওয়া থাকে।
Video: আপনি যদি ইউটিউব কোন কিছু সার্চ করেন তবে অনেক playlist, channel চলে আসে। আপনি যদি শুধুমাত্র ভিডিও পেতে চান, তবে আপনি video সিলেক্ট করতে পারেন।
Channel: অনেক সময় আপনারা সার্চ রেজাল্টে আপনাদের কাঙ্ক্ষিত চ্যানেলটি খুঁজে পান না। এক্ষেত্রে আপনারা ফিল্টারে এসে type থেকে channel সিলেক্ট করতে পারেন। এতে করে ওই কীওয়ার্ডের সাথে মিল রেখে শুধুমাত্র চ্যানেলগুলো আপনার সামনে চলে আসবে।
Playlist: আপনি যদি কোনো শিক্ষামূলক ভিডিও এর ধারাবাহিক ভিডিও খোঁজেন, এক্ষেত্রে আপনি playlist সিলেক্ট করতে পারেন। যেমন ধরুন, ওয়ার্ডপ্রেস কিংবা ইউটিউবিং সম্পর্কে কোনো ধারাবাহিক টিউটোরিয়াল ভিডিও। এছাড়া আপনার ক্লাসের কোনো অধ্যায়ের ভিডিও। প্লে লিস্ট আকারের ভিডিও গুলো সবসময় ধারাবাহিকভাবে মানসম্মতভাবে তৈরি করা হয়।
Movie/Show: অনেক সময় দেখা যায় কোনো মুভির নাম লিখে সার্চ করলে অনেক কম সময়ের ভিডিও চলে আসে। এক্ষেত্রে আপনি মুভি সিলেক্ট করতে পারবেন।
৫. এরপরে রয়েছে Upload date. আপনার প্রয়োজনীয় ভিডিওটি খুঁজে পেতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যাটাগরি এটি। এটির মাধ্যমে আপনার যেকোনো সময়ের ভিডিও খুঁজে পেতে পারেন। যদিও এ বিষয়টি আপনাদের বুঝতে বেশি অসুবিধা হবে না।
Last hour: এটি সিলেক্ট করলে গত এক ঘন্টার মধ্যে যে ভিডিও গুলো আপলোড করা হয়েছে সেগুলো চলে আসবে। এটির মাধ্যমে আপনি সর্বশেষ ভিডিও সমূহ পেতে পারেন। সর্বশেষ কোনো সংবাদ অনুসন্ধানের ক্ষেত্রে এটি সবচেয়ে বেশি কাজে লাগতে পারে।
Today: এটি সিলেক্ট করলে গত ২৪ ঘন্টার মধ্যের ভিডিও গুলো আপনার সামনে প্রদর্শিত হবে।
একইভাবে This week দিলে থাকলে গত এক সপ্তাহ এর মধ্যের, This month দিলে গত একমাসের এবং This year দিলে গত এক বছরের মধ্যের ভিডিও সমূহ আপনার সার্চ রেজাল্টে প্রদর্শিত হবে। Upload date সিলেক্ট করার মাধ্যমে আপনি সর্বশেষ এবং আপনার প্রয়োজনীয় ভিডিওটি পেতে পারেন।
৬. এরপরে যেটি রয়েছে, তা হলো Duration. এটির মাধ্যমে ভিডিও এর সাইজ পছন্দ মতো বেছে নিতে পারবেন। এখানে ডিফল্ট ভাবে Any দেওয়া থাকে। আপনি যদি চার মিনিটের নিচের শর্ট ভিডিও চান, তবে short (<4 minutes) সিলেক্ট করতে পারেন। বিশ মিনিট থেকে বড় ভিডিও এর জন্য Long (>20 minutes) সিলেক্ট করবেন।
৭. এরপর নিচে রয়েছে Live video, 4K, HD video সিলেক্ট করার অপশন। আপনি যদি কোনো এইচডি ভিডিও খোঁজেন, তবে আপনি এখানে HD সিলেক্ট করতে পারেন। এরপর সার্চের জন্য নিচের Apply তে ক্লিক করুন। তাহলেই আপনার সামনে 4k এবং HD ভিডিও গুলো চলে আসবে। এভাবে আপনি যেকোনো মুভি, খেলা বা অন্য কোনো কিছু ফিল্টার করতে পারেন।
৮. উদাহরণস্বরূপ, আমি এখান থেকে আমার চাহিদামতো কিছু ক্যাটাগরি সিলেক্ট করে নিয়ে নিচের Apply তে ক্লিক করলাম। এবার দেখতে পাচ্ছেন প্রথমের সার্চ রেজাল্ট থেকে এবারের রেজাল্ট কিন্তু সম্পূর্ণ ভিন্ন। কেননা আমি এখানে অনেকগুলো বিষয় সিলেক্ট করে দিয়েছি সার্চ ফিল্টার থেকে।
আপনিও চাইলে ঠিক একইভাবে সার্চ ফিল্টার সেট করার মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি খুব সহজে খুঁজে পেতে পারেন। এতে করে আপনার সময় এবং শ্রম উভয়ই বাঁচবে। এছাড়া আপনি সার্চ ফিল্টার এর মাধ্যমে আপনার পছন্দের ভিডিওটি সার্চ রেজাল্টে পেতে পারবেন।
বন্ধুরা আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে আরো নতুন কোনো টিউন নিয়ে ইনশাআল্লাহ। সম্পূর্ণ টিউনটি পড়ার জন্য ধন্যবাদ।
আমি মো আতিকুর ইসলাম। কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 421 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 62 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
“আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।” —হযরত মোহাম্মদ (সঃ)
টিউন শেয়ার করে সাবমিট করা হয়নি। টিউন শেয়ার করে সাবমিট করুন।