ফেসবুকে থেকে পণ্য কেনাকাটায় প্রতারণা থেকে বাঁচাতে যা করবেন

Level 15
কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা

বন্ধুরা আশাকরি সকলেই ভালো আছেন। বর্তমানে পছন্দের পণ্য কেনার জন্য সকলেই ঝুকে পড়ছে অনলাইনে। গ্রাহক চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে বিভিন্ন অনলাইন ই-কমার্স প্রতিষ্ঠানের এর সংখ্যা। আর এর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ডিজিটাল প্রতারণার সংখ্যাও।

বর্তমানে অনলাইনে কেনাকাটা করতে গিয়ে অনেকেই প্রতারিত হয়ে থাকেন। বেশিরভাগ মানুষ প্রতারণার শিকার হয় ফেসবুকের মাধ্যমে। ফেসবুকে বিভিন্ন ব্রান্ডের নামে ভুয়া পেজ খুলে এবং লোভনীয় অফার দেখিয়ে এ ধরনের প্রতারণা করা হয়। মানুষকে এসব পেজ থেকে নানা লোভনীয় অফার এবং আকর্ষণীয় পণ্যের কথা বলে টাকা হাতিয়ে নেয়া হয়। এক্ষেত্রে আপনি যদি কয়টি বিষয় মাথায় রাখেন, তাহলে আপনি হয়তোবা এসব প্রতারণার হাত থেকে বেঁচে যেতে পারেন।

ফেসবুকের ক্ষেত্রে পেজের বয়স বিবেচনা করা

প্রথমে আপনাকে দেখতে হবে ফেসবুকের সেই পেজটি কতদিনের পুরনো। আপনার কাছে যদি এই পেজটি একেবারেই নতুন মনে হয় তাহলে সেটি থেকে পণ্য না কেনাই ভাল। এজন্য আপনি অবশ্যই পরিচিত কোন ফেসবুক পেজ থেকে পণ্য কিনবেন। এর ফলে আপনি ফেসবুকে প্রতারণার হাত থেকে অনেকটাই বেঁচে যেতে পারবেন।

ফেসবুকে সেই পেজটির রিভিউ বা টিউমেন্ট গুলো ভালোভাবে লক্ষ্য করা

ফেসবুক থেকে কোন কিছু কেনার আগে অবশ্যই আপনি ফেসবুক পেজটির রিভিউ চেক করে দেখবেন। এতে করে আপনি দেখতে পারবেন যে ওই পেজটি সম্পর্কে গ্রাহকের কেমন মতামত রয়েছে। আপনি যদি সেই পেজটির পণ্যের রিভিউ বেশিরভাগই পজেটিভ দেখতে পান, তাহলে আপনি সেই পেজ থেকে কিনে নিতে পারেন যেকোনো পণ্য। বেশির ভাগ রিভিউ যদি আপনি এখানে নেগেটিভ দেখতে পান, তাহলে সেই পেজ থেকে পণ্য না কেনাই ভালো।

ব্রান্ডের নাম ভালোভাবে লক্ষ্য করা

অনেক প্রতারক রয়েছে যারা বিখ্যাত ব্র্যান্ডের নাম এবং লোগো কিছুটা বিকৃতি করে অথবা একই রকম করে পেজ তৈরি করে থাকে। আপনি কিছু না বুঝেই যদি সেসব পেজ থেকে অর্ডার দেন, তাহলেও প্রতারিত হতে পারেন। আপনি যদি কিছুটা বিকৃতি বুঝতে পারেন তবে এটি মনে রাখবেন বিখ্যাত ব্র্যান্ডগুলো তাদের নাম এবং লোগো পরিবর্তন করে না।

সন্দেহযুক্ত কোন পেজ হলে সেটির ভেতরে গিয়ে দেখতে পারেন এটি আসলেই অফিশিয়াল কিনা। পেজটির ফলোয়ার ঠিক আছে কিনা। যা যাচাই করার মাধ্যমে আপনি অনেকটাই ফেসবুকে প্রতারণার হাত থেকে বেঁচে যেতে পারেন।

প্রতারণার শিকার হলে আইনের আশ্রয় নেওয়া

আপনি যদি এত সতর্কতার পরেও প্রতারণার শিকার হন, তাহলে আপনি তাৎক্ষণিক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ করতে পারেন। তখন তারা এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে এবং এর ফলে অন্যরা প্রতারণার হওয়ার হাত থেকে বাঁচতে পারবে।

অনলাইনে প্রতারণার হাত থেকে বাঁচতে সবচাইতে আপনাকেই বেশি সচেতন হতে হবে। কোন লোভনীয় অফারে বেশি আগ্রহী হওয়া যাবে না। প্রতারকেরা মূলত লোভনীয় অফার দিয়েই বেশি প্রতারণা করে থাকে। তাই ফেসবুকে লোভনীয় অফার দেখলে কয়েকবার ভেবে পণ্যটি কিনুন। এক্ষেত্রে আপনি উপরের অন্যান্য টিপস গুলো অনুসরণ করতে পারেন।

বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটি টিউন। আশা করছি টিউনটি আপনাদের কাছে অনেক লেগেছে। সম্পূর্ণ টিউনটি পড়ার জন্য ধন্যবাদ।

Level 15

আমি মো আতিকুর ইসলাম। কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 421 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 62 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

“আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।” —হযরত মোহাম্মদ (সঃ)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস