Ricycle Bin আইকনটি আপনার যদি ভাল না লাগে এবং আপনি যদি চান এটি আপনার ডেস্কটপে না থাকুক তাহলে, আপনি এটিকে চাইলে ডেস্কটপ থেকে সরিয়ে ফেলতে পারেন। নিচে আমি তার বিবরন দিলাম------------------------------------------------------>>>
প্রথমে আপনি আপনার স্টার্ট মেনুতে যান।
এরপর Run এ গিয়ে regedit লিখে এন্টার মারুন।
এবার নিচের লোকেশোনে যান------------------------------------------------------>>>
HKEY_LOCAL_MACHINE/SOFTWARE/Microsoft/Windows/CurrentVersion/explorer/Desktop/NameSpace
এবার ডান দিকের প্যানেলে Ricycle Bin নামে একটি স্ট্রিং দেখতে পাবেন।স্ট্রিংটি সিলেক্ট করে কিবোর্ডের Delete বাটন চাপুন এবং দেখুন মজা।
বিঃদ্রঃ--->রেজিস্ট্রি এডিট করবার সময় অবশ্যই রেজিস্ট্রি ব্যাকআপ করে রাখুন।
আমি হাসিবুল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি নিত্তান্তই একজন সাধারন মানুষ।ভালবাসি আমার লো-কোয়ালিটির কম্পিউটারটাকে।এছাড়া ভালবাসি ব্লগিং করতে।আমার ওয়েব সাইটঃ- http://hasibulhasan.info/ http://www.hostfunbd.com/
হুম বুঝলাম