আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে। আজকে আলোচনা করব ৪ টি ভবিষ্যৎ ট্রেন্ড নিয়ে।
ট্রেন্ডের সাথে থেকেই কিন্তু উদ্যোক্তার সফল হয়। আপনাকে বেশি বেশি পড়তে হবে বেশি করে রিসার্চ করতে হবে তাহলেই বুঝতে পারবেন সামনে কি আসতে চলেছে। ভবিষ্যৎ সম্পর্কে কেউই বলতে পারেন না তবে ট্রেন্ডিং গুলো গভীর ভাবে বিশ্লেষণ করলে কিছুটা অনুমান করা যায়। আর সফল ব্যবসায় গুলো এভাবেই এগিয়ে যাচ্ছে।
আমরা হয়তো কয়েক বছর আগে ভাবতাম স্মার্টফোন বলতে কিছু আসবে সাবস্ক্রিপশন সার্ভিস গুলো স্মার্টফোন কেন্দ্রিক হবে। আর এখন এটিই হচ্ছে। বর্তমান নেটফ্লিক্সের মত সার্ভিস গুলো আমাদের প্রতিদিনের সঙ্গী।
চলুন এমনই চারটি ভবিষ্যৎ ট্রেন্ড নিয়ে আলোচনা করা যাক যেগুলো দারুণ সম্ভাবনা এবং সুযোগ তৈরি করবে।
এই মহামারীতে দারুণ রেস্টুরেন্ট বিজনেস মডেল Ghost Kithens যাকে Delivery-Only Restaurant ও বলা হয়৷ এটি এমন একটি কনসেপ্ট যেখানে ভার্চুয়াল রান্না ঘর থাকবে, সেখানে শুধু রান্নার কাজটি হবে। অনলাইন ফুড ডেলিভারি সার্ভিস গুলো এই সমস্ত রেস্টুরেন্টের মাধ্যমে তাদের ফুড সরবারাহ করে।
বিভিন্ন জায়গায় এই ধরনের রেস্টুরেন্ট তৈরি হচ্ছে। Wall Street Journal এর মতে উবারের সাবেক CEO সম্প্রতি নিজেদের Ghost Kitchens এর জন্য ১৩০ মিলিয়ন ডলারের তহবিল গঠন করেছে। Ghost Kitchens, ভবিষ্যতে ফুড বিজনেসের অন্যতম মডেল হতে পারে বলেই ধারণা করছে বিশেষজ্ঞরা।
রিসার্চ ফার্ম Eurometer ধারণা করছে ২০৩০ সালের মধ্যে এটি ১ ট্রিলিয়ন ডলার বিজনেস হতে পারে। এই ধরনের রেস্তোরাগুলির বেশ সম্ভাবনা রয়েছে। এর মাধ্যমে কোন ওয়েটার বা চটকদার অভ্যন্তরীণ ডিজাইন ছাড়াই কম ব্যয়ে, কম দামে ভাল খাবার সরবারাহ করা যাবে।
গ্রাহকরা এবং বিভিন্ন কোম্পানি গুলো আগের চেয়ে বেশি পরিবেশ নিয়ে ভাবছে তারা কার্বন ডাই-অক্সাইড এর নিঃসরণ কমাতে চাইছে। আর এতে করে দুটি ধারণা ভাল জায়গা করে নিয়েছে একটি হচ্ছে ইলেক্ট্রনিক কার আরেকটি হচ্ছে ড্রাইভারলেস কার।
এর উদাহরণ হতে পারে Tesla এর CyberTruck। দুর্দান্ত ডিজাইনের স্টেইনলেস স্টিলের তৈরি এ গাড়ি দিতে পারবে স্পোর্টস কারের পারফরম্যান্স।
একই সাথে অন্য কোম্পানি গুলো ইলেক্ট্রনিক কারের দিকে এগিয়ে যাচ্ছে। উবার কয়েকদিন আগে ঘোষণা দিয়েছিল, ২০৪০ সালের মধ্যে তাদের কোন গাড়ি থেকে কার্বন ডাই-অক্সাইড নিঃসরিত হবে না।
ড্রাইভ ভিত্তিক কম্পিউটার স্টোরেজ এখন অতীত, Dropbox, OneDrive গুলোর মত সার্ভিস এখন বিশ্বজুড়ে জনপ্রিয়। ভবিষ্যতে বিজনেসের ক্ষেত্রে ট্রেন্ড হতে যাচ্ছে One service, pCloud, এর মত সার্ভিস গুলো। সার্ভিস গুলো ব্যবহার করতে পারবেন এক্সটারনাল স্টোরেজ হিসেবে যেমন pCloud আপনার কম্পিউটারে ইন্সটল দেয়ার সাথে সাথে আপনার সব ফাইল সেভ হতে থাকবে ক্লাউডে।
দারুণ ব্যাপার হচ্ছে আপনি নির্ধারণ করতে পারবেন কোন দেশের সার্ভার গুলোতে আপনার ডেটা সেভ হবে। এটি প্রাইভেসি প্রোটেকশন এবং ডেটা ডেলিভারি স্পীড বাড়াতে সাহায্য করবে।
যেখানে প্রাইভেসি সিকিউরিটি সারা বিশ্বের জন্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে সেখানে pCloud আপনাকে দেবে pCloud Crypto। pCloud Crypto এমন একটি সার্ভিস যা ইউজারকে দেবে Client Side Encryption। যেখানে ইউজারের ডেটা সার্ভারে আপলোড হবার আগেই এনক্রিপ্ট হয়ে যাবে।
5G যে অবিশ্বাস্য গতি নিয়ে আসছে তা ডিজিটাল যোগাযোগের উপর নির্ভর করে এমন ব্যক্তি বা বিজনেসের গতিও বাড়িয়ে দেবে অনেক গুন। আমরা এত দিন যেগুলোকে সাইন্স ফিকশন হিসেবে ভেবে এসেছি সেগুলোকে বাস্তব রূপ দিতেই আসছে 5G। 5G এর অন্যতম একটি উপহার হতে যাচ্ছে ড্রাইভারলেস কার। ড্রাইভারলেস কার নিয়ে যে জল্পনা কল্পনা তার অবসান ঘটিয়ে এর বাস্তব রূপ দিতে পারে 5G টেকনোলজি।
যেসব বিষয় গুলোকে 4G এবং WiFi, Semi-Available করেছে সেগুলোকে পুরোপুরি Available করবে 5G। সিনেমা ডাউনলোড হবে এক সেকেন্ডে, লেটেন্সি বলতে কিছুই থাকবে না, কম্পিউটিং পাওয়ার আরও বাড়বে একই সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হবে আরও কার্যকর।
আমাদের পছন্দ হোক বা না হোক, সময় এগিয়ে যায়। 5G, ড্রাইভারলেস কার, Ghosts Kitchens ইত্যাদি হতে পারে ভবিষ্যৎ ট্রেন্ড, বিজনেস গুলো এই বিষয় গুলোকে কেন্দ্র করেই সিদ্ধান্ত নিতে পারে।
কে জানে, আমরা সামনে ১০ বছর পর হয়তো 6G এবং উড়ন্ত মানুষ নিয়ে ভবিষ্যৎবাণী করব।
আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী টিউনে সে পর্যন্ত ভাল থাকুন। আল্লাহ হাফেজ!
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।