উইন্ডোজ Cloud Download ফিচার কি? জানুন নতুন এই ফিচার সম্পর্কে

টিউন বিভাগ টিপস এন্ড ট্রিকস
প্রকাশিত
জোসস করেছেন
Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে। আজকের এই টিউনটি  আলোচনা করব Windows 10 এর দারুণ একটি নতুন ফিচার নিয়ে।

আমরা সবাই হয়তো জানি Windows 10 এর দারুণ একটি ফিচার হচ্ছে "Reset This PC" নামের বিল্ড-ইন রিকোভারি ফিচারটি। এর মাধ্যমে ইউজাররা উইন্ডোজে কোন সমস্যা পেলে, পুনরায় নতুন সেটআপ না দিয়েই, নতুন করে ফ্রেশ উইন্ডোজ রান করাতে পারে।

"Reset This PC" কে Factory Reset হিসেবেও উল্লেখ করা যায়, যার মাধ্যমে পুরো C Drive ফরমেট হয়ে উইন্ডোজ সম্পূর্ণ নতুন করে শুরু হয়। তার মানে Reset This PC ফিচার ব্যবহার করে আপনার পিসি রিসেট দিলে আপনি পাবেন একদম ফ্রেশ উইন্ডোজ সেটআপ।

কিভাবে "Reset This PC" খুঁজে পাবেন

ফিচারটি খুঁজে পেতে প্রথমে আপনার স্টার্ট-ম্যানু থেকে চলে যান Settings এ তারপর Update & Security তে গিয়ে Recovery সেকশনে ক্লিক করুন। এবার "Reset This PC" অপশনটি খুঁজে পাবেন এবং পিসি রিসেট দিতে Get Started এ ক্লিক করুন।

আপনি রিসেট দেয়ার পূর্বে দুটি অপশন পাবেন একটি হচ্ছে, আপনার ব্যক্তিগত কিছু ফোল্ডার রাখতে পারবেন অন্যটি হল সব কিছু ডিলিট করে দিতে পারবেন। আপনি ব্যক্তিগত কিছু ফোল্ডার রাখতে চাইলে Keep My Files এ সিলেক্ট করুন আর যদি চান সব কিছু ডিলিট করে ফ্রেশ উইন্ডোজ, তাহলে Remove Everything এ ক্লিক করুন। মনে রাখবেন Remove Everything এ ক্লিক করলে আপনার C ড্রাইভের সকল ফাইল ডিলিট হয়ে যাবে এবং ইন্সটল করা সব সফটওয়্যার রিমুভ হয়ে যাবে।

আমার মতে এটি দুর্দান্ত একটি ফিচার কারণ যাদের উইন্ডোজ সেটআপ দেয়া নিয়ে তেমন কোন জ্ঞান নেই তারা এই ফিচারের মাধ্যমে যেকোনো সমস্যায় সম্পূর্ণ ফ্রেশ উইন্ডোজ পেতে পারবে। এতে দরকার হবে হবে কোন ধরনের ইন্সটলেশনের। লাগবে না কোন পেন-ড্রাইভ বা সিডি, সব কিছু "Reset This PC" ফিচারটিই খেয়াল রাখবে।

Cloud Download কি?

আগের Windows 10 ভার্সনে "Reset This PC" ফিচারটি লোকাল ডিস্ক থেকে Windows 10 এর ইন্সটলেশন ফাইল গুলো ব্যবহার করতো। কিন্তু কখনো কখনো লোকাল ডিস্ক থেকে ফাইল গুলো নষ্ট হয়ে গেলে ফ্রেশ ইন্সটল করা সম্ভব হতো। আর এই সমস্যা সমাধানের জন্য মাইক্রোসফট Windows 10 এ যুক্ত করেছে Cloud Download ফিচার। পিসি রিসেট দেবার সময় Cloud Download সিলেক্ট করলে আপনার উইন্ডোজ সরাসরি মাইক্রোসফটের সার্ভার থেকে ইন্সটলেশন ফাইল গুলো কালেক্ট করবে। এবং কোন সমস্যা ছাড়াই ফ্রেশ উইন্ডোজ ইন্সটল হবে।

তবে এই ফিচারটি আপনার বিশাল মাপের ডেটা খরচ করতে পারে। মাইক্রোসফট জানিয়েছে এই ফিচারটি ব্যবহারের ফলে আপনার 4GB পর্যন্ত ডেটা লাগতে পারে। আমরাও জানি উইন্ডোজের একটা ISO ফাইল মোটামুটি 4GB এর কাছাকাছিই হয়।

আপনাকে একটি বিষয় মাথায় রাখতে হবে এই পদ্ধতি আপনার উইন্ডোজ ভার্সনের কোন আপডেট হবে না। আপনার পিসি যে ভার্সনে আছে, সেই ভার্সনটিই মাইক্রোসফটের সার্ভার থেকে ডাউনলোড হবে। অনেকে এটিকে উইন্ডোজ আপডেট হিসেবেও ভুল করতে পারেন কিন্তু বিষয়টি এমন নয়।

উইন্ডোজ ভার্সনের মতই এই Cloud Download ফিচারটি আপনার বর্তমান উইন্ডোজের এডিশনও চেঞ্জ করবে না। এখন আপনার Pro এডিশন থাকলে, এটি Pro এডিশনই ডাউনলোড করবে।

আপনার জন্য সেরা সিদ্ধান্ত

আপনি যদি লোকাল ডিস্ক থেকে উইন্ডোজ ইন্সটল দিতে না চান তাহলে Cloud Download ফিচারটি ব্যবহার করতে পারেন। কারণ এই ফিচারটির মাধ্যমে আপনি সম্পূর্ণ ঝামেলা মুক্ত ইন্সটলেশন ফাইল পাবেন। তবে এই সুবিধাটি আপনার জন্য তখনই উপযুক্ত হবে যখন আপনার কাছে হাই স্পীড ইন্টারনেট কানেকশন থাকবে। যেহেতু ফাইলের সাইজ প্রায় ৪ জিবি সুতরাং নেট স্পীড ভাল না হলে এটি ডাউনলোড হতেই অনেক সময় লাগবে।

আপনার হাই স্পীড ওয়াইফাই কানেকশন থাকলে অবশ্যই এই ফিচারটি ব্যবহার করুন আর যদি ডাটা ইউজার হোন এবং স্পীড ভাল না হয় তাহলে আপনার জন্য লোকাল ডিস্ক থেকেই ভাল হবে বলে মনে করছি। যদি লোকাল ফাইল গুলো কোন কারণে নষ্ট হয়েই যায় তাহলে নতুন করে উইন্ডোজ সেটআপ দেবার ব্যবস্থা তো আছেই।

শেষ কথাঃ

যারা উইন্ডোজের নতুন আপডেট নিয়ে মাথা ঘামান না এবং নির্দিষ্ট ভার্সন ব্যবহার করতে পছন্দ করেন তাদের জন্য আশা করছি এই Cloud Download ফিচারটি দারুণ উপকারে আসবে।

তো কেমন হল আজকের টিউন তা অবশ্যই জানান, টিউমেন্ট করুন আপনি কখনো এই ফিচারটি ব্যবহার করেছেন কিনা।

আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী টিউনে সে পর্যন্ত ভাল থাকুন। আল্লাহ হাফেজ!

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস