এই মুহূর্তে অনলাইন ইনকাম বা আয় করার বিষয়টি খুবই ট্রেন্ডিং, আমরা সবাই চাইছি আমাদের মোবাইল অথবা কম্পিউটারের সাহায্যে অনলাইন আয় করতে।
কিন্তু সমস্যা হল আমাদের কারোরই সঠিক ভাবে জানা নেই যে ঠিক কি কি উপায়ে বা মাধ্যম থেকে খুব কম দক্ষতায় অনলাইন আয় করা যায়।
আর আপনিও যদি তাদের মধ্যেই একজন হন যিনি অনলাইনে আয় করতে চাইছেন, অনেক অনলাইন রিসার্চ ও করছেন কিন্তু সঠিক উপায় খুঁজে পাচ্ছেন না।
তাহলে ব্লগিং, ইউটিউব, ফ্রিলান্সিং ও এফিলিয়েট মার্কেটিং ইত্যাদি এরকম বিভিন্ন উপায় সম্পর্কে তো অবশ্যই শুনে বা দেখে থাকবেন।
হয়তো বা কেউ কেউ আবার এদের মধ্যে কোনো বিষয় নিয়ে কাজ করা শুরুও করে দিয়েছেন কিন্তু সেরকম ফলাফল পাচ্ছেন না।
কারণ এসব বিষয়ে কম্পিটিশন বা প্রতিযোগিতা অনেক বেশি তার সাথে সময়, দক্ষতা আবার কিছু কিছু ক্ষেত্রে অর্থেরও প্রয়োজন হয়।
যার ফলে ইচ্ছা থাকার শর্তেও বা অনেক সময় ব্যয় করার পরেও আমরা কেউ কেউ বার্থ হয়ে নিরাশ হয়ে যাই।
এর মানে এই না যে ওপরের বিষয় বা ইনকাম উপায় গুলি থেকে আয় করা যায় না বা যাবেনা, অবশ্যই ইনকাম করা যাবে আর আপনি অনেক ভালো পরিমান অর্থ উপার্জন করতে পারবেন।
তবে আমি এখানে তাদের কথা বলছি যারা এখনো অনলাইন আয় করার উপায় খুঁজছেন কিন্তু কোন সঠিক উপায় পেয়ে উঠছেন না।
তাদের উদ্দেশ্যে বলছে আপনি কি জানেন অনলাইনে সার্ভে করে আপনি আপনার কম্পিউটার বা মোবাইল থেকে অনেক টাকা আয় করতে পারেন।
আর টাকা বলতে এখানে আমি ডলার এর কথা বলছি আর যা অবশ্যই ৫ বা ১০ ডলার না, প্রতিমাসে কম করে ১০০$ থেকে ২০০$ ইনকাম করতে পারেন।
আর যার জন্য আপনার বিশেষ কোন দক্ষতা থাকার একদমই প্রয়োজন নেই, আপনার শুধু ঠিকঠাক একটু ইংরেজি জানতে হবে।
তাহলে চলুন আমরা জেনেনি যে কিভাবে অনলাইন সার্ভে করে ইনকাম করা যায়।
শুরু করার আগে প্রথমেই আপনাদের বলে রাখি যে অনলাইনে সার্ভে করে ইনকাম কোন সহজ বা দ্রুত অনলাইন ইনকাম উপায় না।
সহজ বা দ্রুত বলতে, আপনি আজ শুরু করলেন আর পরের মাস থেকেই ১০০$ বা ২০০$ ইনকাম করে নেবেন সেরকম একদমই হবে না।
আপনাকে অবশ্যই যথেষ্ট সময় ও পরিশ্রম দিতে হবে এবং নির্দিষ্ট ধারাবাহিকতার সাথে কাজ করে যেতে হবে তবেই আপনি সমস্ত জিনিসের মতোই এখানেও সফলতা পাবেন।
তবে আমি যেরকম বললাম আপনি যদি সেরকম ভাবেই কাজ করে যান তাহলে অবশ্যই ওই পরিমান কেন, তার থেকেও দ্বি-গুন আপনি এখান থেকে আয় করতে পারেন।
আমরা এখানে যে সার্ভে ওয়েবসাইটিটির বিষয়ে জানবো তার নাম হল ySense, এটি একটি জনপ্রিয়, বিশ্বাসযোগ্য এবং পুরানো সার্ভে সাইট গুলির মধ্যে একটি।
ySense কে নির্বাচন করার আরো একটি বড় কারণ হল আপনি এখানে শুধু সার্ভে না আরো বিভিন্ন মাল্টিপেল উপায়েও এখান থেকে আয় করতে পারবেন।
যেরকম সার্ভে করার পাশাপাশি, ছোট খাটো টাস্ক কমপ্লিট করে আয় করতে পারবেন, বিভিন্ন অফারস যেরকম ডাউনলোড, সাইন আপ, প্রোডাক্ট ক্রয়, অ্যাড দেখে, ভিডিও দেখে ইত্যাদির মাধ্যমেও আয় করতে পারবেন।
ধাপ ১: সবার প্রথমে ySense একাউন্ট তৈরির পেজে যাওয়ার জন্য এখানে >> ক্লিক করুন <<
ধাপ ২: ওপরের লিংকে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ আসবে। সেখানে আপনার Email আইডি এবং পাসওয়ার্ড প্রদান করে "Join Now" ক্লিক করুন।
ধাপ ৩: Join now ক্লিক করার পর আপনার আপনার সামনে আরো দুটি ছোট স্টেপ আসবে,
ধাপ ৪: Complete বাটানে ক্লিক করার পর আপনার প্রদান করা ইমেইল আইডিতে একটি ভেরিফিকেশন লিংক মেইল করা হবে।
তাই আপনার সেই ইমেইল ইনবক্স খুলে সেখান থেকে ভেরিফিকেশন লিংকে ক্লিক করে আপনার ySense একাউন্টটি ভেরিফাই করে নিন।
ধাপ ৫: মেইলটি ভেরিফাই হয়ে গেলে আপনার একাউন্ট তৈরি হয়ে যাবে আর আপনি এখন আপনার ySense একাউন্টে লগ ইন করতে পারবেন।
কিন্তু সার্ভে শুরু করে আয় করার জন্য আপনাকে অবশ্যই নিজের প্রোফাইলটি সেটআপ করতে হবে তারপরেই সার্ভে গুলি unlocked হবে, আর তার প্রসেসটিও খুবই সহজ।
তবে স্টেপ বাই স্টেপ নিজের প্রোফাইল তৈরি, ySense কিভাবে ব্যবহার করতে হয় এবং কিভাবে সেখান থেকে টাকা তুলতে হয় তা জানার জন্য এখানে >> ক্লিক করুন।
আমি সুকান্ত মাজী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।