টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। বরাবরের মত চলে এসেছি নতুন কোন টিউন নিয়ে।
আজকের টিউনটি একটু বেশি স্পেশাল আজকে আমি দেখাব কিভাবে বিভিন্ন টেক সার্ভিস যেমন, স্ট্রিমিং সার্ভিস, ফটো এডিটর, অফিস টুল, অনলাইন স্টোরেজ, ফোন নাম্বার আপনি ফ্রিতেই ব্যবহার করতে পারবেন। হ্যাঁ ঠিকই শুনছেন, এই ২০২০ সালেও এমন কিছু সার্ভিস রয়েছে যেগুলো আপনি বিনা মূল্যে ব্যবহার করতে পারবেন।
শুরুতেই বলে নিতে চাই এই টিউনটি আগে শেষ করুন সব গুলো বিষয় পরিষ্কার ভাবে জানুন তারপর চেষ্টা করুন। এখনি গুগলে Free * Service লিখে সার্চ দিতে যাবেন না, কারণ স্ক্যামাররা ফ্রি এর কথা বলে ম্যালওয়্যার নিয়ে রেডি আছে আপনার সিস্টেমে প্রবেশ করানো জন্য।
এই টিউনে আমি ৮ ক্যাটাগরিতে ফ্রি সার্ভিস নিয়ে কথা বলব,
বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্ম গুলোতে আমরা জানি কয়েকদিনের ফ্রি ট্রায়েল অপশন থাকে। আপনি ফ্রিতে ট্রায়েল দিলেন এবং ভাল না লাগলে ক্যান্সেল করে দিলেন। চমৎকার না? যদিও Netflix এ এই মুহূর্তে ফ্রি ট্রায়েল নেই তারপরেও আরও কিছু সার্ভিস আছে যেগুলোতে আপনি এই সুবিধাটি পাবেন।
Amazon Prime Video (30 days free): আপনি Amazon Prime ৩০ দিনের ট্রায়েল পিরিয়ডে ব্যবহার করতে পারবেন। ট্রায়েল পিরিয়ড শেষ হলে আপনাকে মাসে ৮.৯৯ ডলার পে করতে হবে।
CBS All Access (7 days free): CBS এর শো গুলো আপনি সাত দিন দেখতে পারবেন ফ্রিতে তারপর এড ভার্সনে খরচ হবে ৫.৯৯ ডলার আর এড-ফ্রি ভার্সনে খরচ হবে ৯.৯৯ ডলার।
HBO Max (7 days free): HBO কন্টেন্ট গুলো আপনি মাসে ১৪.৯৯ ডলার পে করে দেখতে পারেন এবং পেয়ে যাবেন ৭ দিন ফ্রি।
Showtime Now (30 days free): অরিজিনাল টিভি কন্টেন্ট দেখতে Showtime Now কে আপনার ১০.৯৯ ডলার পে করতে হবে তবে পে করতে না চাইলে পেয়ে যাবেন ৩০ দিনের ট্রায়েল ভার্সন।
Shudder (7 days free): ক্লাসিক এবং মডার্ন হরর মুভি দেখার অন্যতম একটি প্লাটফর্ম হচ্ছে Shudder যা আপনি ফ্রিতে সাতদিন ব্যবহার করতে পারবেন। ট্রায়েল শেষ হলে অবশ্য আপনাকে ৪.৭৫ ডলার পে করতে হবে।
AppleTV + (7 days free): AppleTV + আপনি ফ্রিতে সাতদিনের জন্য ব্যবহার করতে পারবেন এবং পরবর্তী আপনাকে ৪.৯৯ ডলার পে করতে হবে।
এই গেল ট্রায়েল পিরিয়ডের ফ্রি সার্ভিস, এবার আমরা এমন কিছু প্ল্যাটফর্ম দেখব যা সব সময়ের জন্যই ফ্রি
Crackle: একটি Ad-supported স্ট্রিমিং সার্ভিস যাতে আপনি পাবেন জনপ্রিয় মুভি এবং পুরনো টিভি শো।
IMDB TV: Sony, MGM, Disney এবং Warner Bro. এর ক্লাসিক শো এবং মুভি দেখতে পারেন IMDB TV এর মাধ্যমে। লাইনআপ গুলো প্রায়ই চেঞ্জ হয় তবে এই ফ্রি সার্ভিসটি ব্যবহার করতে হলে আপনাকে এড দেখতে হবে।
Kanopy: লাইব্রেরী কার্ড বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ডের মাধ্যমে কয়েক হাজার ক্লাসিক সিনেমা দেখার সুযোগ পাবেন Kanopy এর মাধ্যমে।
Pluto TV: এখানে আপনি ২৫০ টি Curated Channel থেকে কয়েক হাজার ফ্রি মুভি ফ্রিতে উপভোগ করতে পারবেন।
আমরা জানি ল্যাপটপ পড়াশুনা এবং কাজের জন্য গুরুত্বপূর্ণ একটু ডিভাইস। আপনি চাইলে কিন্তু ফ্রি ল্যাপটপও নিতে পারেন। চলুন উপায় গুলো দেখে নিই। বাংলাদেশে এই মুহূর্তে এই ধরনের অফার নেই নিচে যুক্তরাষ্ট্রের কিছু অফার দেয়া হল,
The OnIt Foundation: Onlt Foundation, K-12 গ্রেডের বাচ্চাদের ফ্রিতে ল্যাপটপ দিচ্ছে। এজন্য আগে আপনাকে আর্থিক অবস্থা ভাল নয় সেটা প্রমাণ করতে হবে এবং আপনার শিশুকে মেধাবী হতে হবে। তাছাড়া আপনার শিশু যেকোনো পাবলিক স্কুলে ভর্তি থাকতে হবে।
Komputers 4 R Kids: Komputers 4 R সুবিধা-বঞ্চিত California এর শিশুদের ফ্রিতে কম্পিউটার দিচ্ছে। তবে এটি শুধু মাত্র California এর শিশুদের জন্য প্রযোজ্য।
Computers with Causes: Computers with Causes সুবিধা বঞ্চিত শিশুদের বিনা মূল্যে ল্যাপটপ দিচ্ছে। ল্যাপটপ পেতে হলে আপনাকে আগে নির্দিষ্ট ফর্ম পূরণ করে যোগ্যতা প্রমাণ করতে হবে।
With Causes: নিম্নবিত্ত ফ্যামিলি, অবসরপ্রাপ্ত সেনাবাহিনী, নারীদের ফ্রি কম্পিউটার দিচ্ছে With Couses। সুবিধাটি পেতে হলে আপনাকে আগে একটি ফর্ম ফিলাপ করতে হবে।
Online colleges: বর্তমানে বিভিন্ন অনলাইন কলেজ বিনা মূল্যে ল্যাপটপ দিচ্ছে। আওতাধীন কলেজ গুলো দেখতে এখানে ক্লিক করুন।
GIMP (GNU Image Manipulation Program) একটি প্রফেশনাল মানে ফটো এডিটর। যা Adobe Photoshop এর মত কাজ করে৷ এটি ব্যবহার করলে আপনাকে মাসে অতিরিক্ত ৯.৯৯ ডলার গুনতে হবে না।
ফটোশপের মোটামুটি সকল কাজই করা যায় GIMP দিয়ে। যারা ফটো এডিটিং নতুন তাদের জন্যও চমৎকার হতে পারে এটি।
আরেকটি দারুণ ফটো এডিটর হচ্ছে Canva । এতে GIMP এর মত এত বেশি ফিচার না থাকলেও আপনি দ্রুত এডিট করতে পারবেন। এখানে পাবেন হাজার হাজার ফ্রি টেম্পলেট। সোশ্যাল মিডিয়া গ্রাফিক্স, প্রেজেন্টেশন, ইত্যাদি টেম্পলেট আপনাকে ড্রাগ এন্ড ড্রপের মাধ্যমে এডিট করতে সাহায্য করবে।
আমরা সবাই অফিস টুল হিসেবে হয়তো মাইক্রোসফট অফিস ব্যবহার করি এবং প্রতিমাসে ৯.৯৯ ডলার পে করতে হয়। আপনি যদি ফ্রিতে অফিস ব্যবহার করতে চান তাহলে ওপেন সোর্স সফটওয়্যার LibreOffice দেখতে পারেন। আপনি পাবেন Word, Excel এবং PowerPoint। একই সাথে ফাইল সেভ হবে Microsoft Office ফরমেটেই।
তাছাড়া মাইক্রোসফট অফিসের অধিকাংশ সুবিধা পেতে আপনার জন্য দারুণ হতে পারে, Google Docs। এখানে আপনি Microsoft Office এর মতই Word, Excel এবং PowerPoint এর কাজ করতে পারবেন। আর গুগল সকল কাজ করার জন্য আপনাকে ১৫ জিবি স্টোরেজ ও দিবেই। বিভিন্ন ফরমেটে আপনার ডকুমেন্ট গুলো সেভ করতে পারবেন।
বর্তমান সময়ে অনলাইন স্টোরেজ খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এখন সবাই নিজেদের গুরুত্বপূর্ণ ফাইল ডকুমেন্ট, ফটো, ভিডিও সবকিছু অনলাইনে রাখতে পছন্দ করে। চলুন দারুণ কিছু ফ্রি অনলাইন স্টোরেজের সাথে পরিচিত হই,
আপনি যদি গুগল ইউজার হোন তাহলে আপনি ফ্রিতে ১৫ জিবি অনলাইন স্টোরেজ পেয়ে যাবেন তাছাড়া প্রতিমাসে ১.৯৯ ডলার দিয়ে এটি আরও বাড়িয়ে নিতে পারেন।
অ্যাপল ইউজাররা তাদের ডকুমেন্ট Sync করার জন্য পাবেন ৫ জিবি স্টোরেজ তবে প্রতিমাসে ৯৯ সেন্ট দিয়ে এটিকে ৫০ জিবি পর্যন্ত বাড়াতে পারবেন।
Amazon Prime ইউজাররা ক্লাউড সেবার জন্য পাবেন ফ্রি ৫ জিবি এবং ছবির জন্য পাবেন কোন চার্জ ছাড়াই আনলিমিটেড স্টোরেজ।
বহুল ব্যবহৃত এবং জনপ্রিয় আরেকটি ফ্রি ক্লাউড সার্ভিস হল Dropbox যেখানে আপনি একাউন্ট করার সাথে সাথে পাবেন ২ জিবি স্টোরেজ। তবে ফ্রেন্ডদের রেফারের মাধ্যমে স্টোরেজের পরিমাণ বাড়াতে পারবেন।
বর্তমানে TheFreeSite ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন মেডিসিন, স্নেকস, অফিস সাপ্লাই ফ্রিতে ব্যবহার করার সুযোগ পাবেন।
আপনি চাইলে আজই সম্পূর্ণ বিনা মূল্যে TheFreeSit এর মেম্বার-শিপ নিতে পারেন।
Google Photo এখন আনলিমিটেড ফ্রি ফটো স্টোরেজ দিলেও আসছে বছরের জুন থেকে এটিকে ১৫ জিবি পর্যন্ত লিমিট করে দেয়া হবে। এবং তখন ১০০ জিবি স্টোরেজের জন্য আপনাকে প্রতি মাসে প্রায় ২ ডলার করে পে করতে হবে।
আপনার ছবি গুলো সুন্দর ভাবে সাজাতে সাহায্য করবে Google Photo। আপনি ছবিতে এক্সেস নিতে পারবেন যেকোনো ব্রাউজারের সাহায্যে অথবা Android এবং iOS অ্যাপ দিয়ে।
আপনি অ্যাপল ইউজার হলে ফটো স্টোর করার জন্য পেয়ে যাবেন ৫ জিবি ফ্রি স্টোরেজ যদি এটিকে ৫০ জিবি পর্যন্ত বাড়াতে চান তাহলে আপনাকে প্রতিমাসে প্রায় ১ ডলার খরচ করতে হবে।
চলুন দেখে নেয়া যাক কিভাবে iCloud এ ছবি ব্যাকআপ করবেন,
আপনি চাইলে কিন্তু ফ্রিতে একটি মোবাইল নাম্বার নিতে পারেন। এবং সেই নাম্বারটি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। আর ফ্রিতে নাম্বার নিতে আপনাকে সাহায্য করবে Google Voice অ্যাপ। অ্যাপটি আপনি একই সাথে অ্যান্ড্রয়েড এবং iOS এ ব্যবহার করতে পারবেন।
চলুন দেখে নেই কিভাবে আপনি সেকেন্ড নাম্বার পাবেন,
তো আপনি এখন থেকে নতুন এই নাম্বার দিয়ে বিভিন্ন জায়গায় সাইন আপ করতে পারবেন। আপনার আসল নাম্বার গোপন রেখেই বিভিন্ন কাজ করতে পারবেন নতুন এই নাম্বার দিয়ে।
সেকেন্ডারি নাম্বার পেতে ফ্রি অপশন হিসেবে Google Voice সেরা তবে যদি গুগলের বিকল্প কিছু চান তাহলে Burner দেখতে পারেন।
আপনি Burner অ্যাপ ব্যবহার করতে পারবেন iOS এবং Android ডিভাইসে। অতিরিক্ত সুবিধা হিসেবে পাবেন সরাসরি কল দেয়া এবং মেসেজ পাঠানোর সুবিধা। আপনি এই অ্যাপটি সাতদিনের ট্রায়েল পিরিয়ডে ফ্রিতে ব্যবহার করতে পারবেন এবং ট্রায়েল শেষ হলে প্রতি মাসে আপনাকে ৪.৯৯ ডলার করে খরচ করতে হবে।
Burner এর মতই Hushed ও আপনাকে বিভিন্ন দামে টেম্পোরারি নাম্বার দেবে। ১.৯৯ ডলারে সাতদিনে আপনি পাবেন ৬০ টি এসএমএস এবং ২০ মিনিট। তাছাড়া রয়েছে ৪.৯৯ ডলারে মাসিক আনলিমিটেড প্ল্যান।
আপনি প্রথম তিন দিনের জন্য পাবেন ফ্রি টেম্পোরারি নাম্বার। তাছাড়া রয়েছে আনলিমিটেড Hushed টু Hushed ফ্রি কল এবং SMS।
যাক আলোচনা করে ফেললাম এই মুহূর্তে ফ্রিতে এভেলেবল কিছু সার্ভিস নিয়ে। কতদিন অফার গুলো থাকে সেটা বলা যায় না তাই যত তাড়াতাড়ি সম্ভব সার্ভিস গুলো ব্যবহার করে ফেলুন।
তো কেমন হল আজকের টিউন জানাতে অবশ্যই টিউমেন্ট করুন, আমাদের জানান আপনার সার্ভিসটি বেশি পছন্দ হয়েছে।
আজকের মত এই পর্যন্তই, পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন। আল্লাহ হা-ফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।