টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। বরাবরের মত চলে এসেছি নতুন কোন টিউন নিয়ে। আজকের টিউনটি মূলত কিছু স্মার্ট ফোন অ্যাপ নিয়ে, যেগুলো আপনাকে সেকেন্ডারি ফোন নাম্বার পেতে সাহায্য করবে।
প্রযুক্তির আধুনিকায়ন, ডিজিটাল মার্কেটিং এর গ্রহণযোগ্যতা ইত্যাদি বেড়ে যাওয়ার ফলে আমাদের দৈনন্দিন জীবনে এসেছে কিছু বিরক্তিকর অভিজ্ঞতা। এমনই একটি অভিজ্ঞতা হচ্ছে বিভিন্ন প্রমোশনাল ফোন কল। আপনি গুরুত্বপূর্ণ কোন কাজ করছেন, মিটিং এ আছেন, ফোনে কল আসছে তাকিয়ে দেখলেন স্প্যাম নাম্বার! এই বিষয়টা তখন খুব বেশি বিরক্তিকর হয়ে উঠে যখন রেগুলারলি আপনি দুই থেকে তিন বার এমন কল পাবেন। তো তারা আপনার ফোন নাম্বার কিভাবে পেল? হয়তো আপনিই কোন ভাবে দিয়ে এসেছেন। সুতরাং বর্তমান সময়ে নিরাপত্তার স্বার্থে আপনার ফোন নাম্বারটিকেও আপনার প্রটেক্ট করতে হবে।
আপনার ইমেইল এড্রেস, বাসার ঠিকানা, ইত্যাদি যেমন সব জায়গায় প্রকাশ করা উচিত নয় তেমনি ফোন নাম্বারটিও আপনার গোপন রাখতে হবে। ফোন নাম্বারে থাকতে পারে আপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ একাউন্টের এক্সেস বা Two Factor Authentication সিস্টেম। যেগুলো লিক হলে আপনার প্রাইভেসি পড়তে পারে ঝুঁকিতে।
যেহেতু বিভিন্ন সার্ভিসে ফোন নাম্বার লাগে তো আপনি মাল্টিপল নাম্বার ব্যবহার করতে পারেন এতে করে আপনার ব্যক্তিগত নাম্বারটি গোপন এবং নিরাপদ থাকবে একই সাথে ব্যক্তিগত নাম্বার সকল অবাঞ্ছিত ফোন কল থেকেও দূরে থাকবে। বিভিন্ন সার্ভিসে আপনি Burner নাম্বার ব্যবহার করতে পারেন যাকে সাধারণত টেম্পোরারি নাম্বারও বলা হয়।
আপনার জন্য সুখবর হচ্ছে বর্তমানে স্মার্ট ফোন গুলোতে এমন কিছু অ্যাপ পাওয়া যায় যেগুলো আপনাকে একটি সেকেন্ডারি নাম্বার দিতে পারে। আপনি অ্যাপ ব্যবহার করেই মাল্টিপল নাম্বার নিয়ে নিতে পারেন এর জন্য নতুন করে কোন সিম কিনতে হবে না।
চলুন সেকেন্ডারি নাম্বার নেয়া যায় এমন কিছু অ্যাপ সম্পর্কে আলোচনা করি।
Burner হচ্ছে সবচেয়ে জনপ্রিয় সেকেন্ডারি ফোন নাম্বার সার্ভিস যারা iOS এবং অ্যান্ড্রয়েড ভার্সন রয়েছে। Burner এর মাধ্যমে আপনার ব্যক্তিগত ফোন নাম্বার গোপন রেখেই আপনি কল এবং টেক্সট মেসেজ পাঠাতে পারবেন।
Burner ব্যবহার করার জন্য আপনি প্রথমে সাতদিনের ট্রায়েল পিরিয়ড পাবেন এবং পরবর্তীতে আপনাকে পারসোনাল একটি প্যাকেজ বাছাই করে নিতে হবে। আপনি মাসিক একটি নাম্বার নিতে চাইলে আপনাকে ৪.৯৯ ডলার পে করতে হবে আর তিনটি নিতে চাইলে ১৪.৯৯ ডলার দিতে হবে। আপনার প্যাকেজ কেমন হবে সেটা নির্ভর করবে দামের উপর, বিস্তারিত তথ্যের জন্য আপনি ওয়েবসাইট ভিজিট করতে পারেন।
অ্যাপ লিংক @ App Store Google Play
Burner এর মতই Hushed ও আপনাকে বিভিন্ন দামে টেম্পোরারি নাম্বার দেবে। ১.৯৯ ডলারে সাতদিনে আপনি পাবেন ৬০ টি এসএমএস এবং ২০ মিনিট। তাছাড়া রয়েছে ৪.৯৯ ডলারে মাসিক আনলিমিটেড প্ল্যান।
আপনি প্রথম তিন দিনের জন্য পাবেন ফ্রি টেম্পোরারি নাম্বার। তাছাড়া রয়েছে আনলিমিটেড Hushed টু Hushed ফ্রি কল এবং SMS।
অ্যাপ লিংক @ App Store Google Play
আপনি কি জানেন গুগল ফ্রি ফোন সার্ভিস দেয়? গুগলের সেই ফোন সার্ভিসকে বলে Google Voice। গুগলের মাধ্যমে আপনি SMS এবং কল করার জন্য পেয়ে যাবেন একটি ফ্রি নাম্বার। আর এই জন্য আপনার থাকতে হবে একটি একটিভ গুগল একাউন্ট।
Google Voice অ্যাপটি ইন্সটল দিন এবং নিয়ে নিন ফ্রি টেম্পোরারি নাম্বার একই সাথে এই নাম্বারের সকল কল ফরওয়ার্ড করতে পারবেন আপনার ফোনে। তবে আপনার মনে রাখতে অ্যাপটি ফ্রি হলেও কল করার জন্য চার্জ প্রযোজ্য হবে।
অ্যাপ লিংক @ App Store Google Store
Txt Free একটি টেম্পোরারি ফোন নাম্বার সার্ভিস যা আপনাকে সিঙ্গেল US নাম্বার প্রোভাইট করবে। নাম্বার দিয়ে কল এবং SMS ফ্রি তবে আপনাকে বিভিন্ন এড দেখতে হবে। এড দেখতে না চাইলে আপনাকে প্রতিমাসে ২.৯৯ ডলার পে করতে হবে।
আপনার ফ্রি নাম্বারটি ১ মাস পর এক্সপায়ার হয়ে যাবে যদি নাম্বারটি পার্মানেন্ট করতে চান তাহলে আপনাকে প্রতি মাসে পে করতে হবে ৪.৯৯ ডলার। তাছাড়া আপনি ৪.৯৯ ডলারে পাবেন ভয়েস মেইল সার্ভিস।
অ্যাপ লিংক @ App Store Android
অন্যান্য সার্ভিস থেকে আপনাকে বেশি নাম্বার দেবে Flyp। এখানে আপনি পাবেন পাঁচটি ডিসপোজাল নাম্বার। পাঁচটি নাম্বার ব্যবহার করতে পারবেন পাঁচটি ভিন্ন ভিন্ন কাজে। আপনি চাইলে ভিন্ন এরিয়া কোড দিয়েও নাম্বার সংগ্রহ করতে পারেন।
প্রতিলাইনের জন্য Flyp আপনাকে মাসিক ৭.৯৯ ডলার এবং বার্ষিক ৭৯.৯৯ ডলার চার্জ করবে। আপনি এক ফোনে সর্বোচ্চ পাঁচটি নাম্বার নিতে পারবেন। আপনি এই Flyp প্রথম সাতদিন ফ্রিতেই ব্যবহার করতে পারবেন।
অ্যাপ লিংক @ App Store Android
আশা করছি এই অ্যাপ গুলো আপনাকে একটি টেম্পোরারি নাম্বার নিতে সাহায্য করবে।
তো কেমন হল আজকের টিউন জানাতে অবশ্যই টিউমেন্ট করুন, আমাদের জানান আপনার কোন অ্যাপটি বেশি পছন্দ হয়েছে।
আজকের মত এই পর্যন্তই, পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন। আল্লাহ হা-ফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।