যারা কোনো প্রতিষ্ঠানের IT Admin বা এই ধরনের কোনো পদে চাকরি করেন তাদের প্রায় সময় বিভিন্ন PC তে "Office Suite" install করে দেয়া লাগে, আবার অনেক সময় একসাথে অনেক PC তে এই বিরক্তিকর কাজগুলো করতে হয়... তাই খুব সহজেই নিজের পছন্দ মতো customized Office installer তৈরী করে নেয়া যায়. এতে করে বার বার "License Key" দেয়া, বিভিন্ন product De-select করা ইত্যাদি কাজ করা থেকে মুক্তি পাওয়া সম্ভব...এমনকি পুরো installation processটি কে silent করে নেয়া যায়..যাতে করে বার বার "Next" চাপ দিতে হবে না..মাত্র এক ক্লিক এ সম্পূর্ণ installation শেষ করা যায়.... নিম্নে Customization processটি Office 2010 ব্যবহার করে দেখানো হলো (Office 2007 এর ক্ষেত্রেও একই process!!)
এইসব ছাড়াও Advanced userরা আরো অনেক ধরনের Modification করে নিতে পারবেন....
tech পাগলের আরো পাগলামি দেখার জন্য techpagol blog ঘুরে আসুন!
আমি shariaphobia। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 56 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
DL link কই?