Google Photos এ থাকা সকল ফটো যেভাবে Export করা যায়

Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। বরাবরের মত চলে এসেছি নতুন কোন টিউন নিয়ে।

আমরা অনেকে আছি যারা Google Photos এ আমাদের ছবি ব্যাকআপ রাখি। তো যদি কোন কারণে আমাদের হার্ড ডিস্ক বা ফোন স্টোরেজ থেকে ছবি গুলো কোন ভাবে হারিয়ে যায় তাহলে আমাদের এক মাত্র সম্বল হচ্ছে Google Photos। আমাদের লোকাল ডিস্ক থেকে ইমেজ চলে যাবার পরেও আপনি ব্যাকআপ নিতে পারবেন Google Photos থেকে। তো আজকে দেখাবো কিভাবে আপনি Google Photos থেকে আপনার ছবি গুলো Export করবেন। ছবি Export করা বর্তমানে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কারণ আমরা সবাই জানি গুগল অতি শীগ্রই তাদের এই ফ্রি সার্ভিস অফ করতে যাচ্ছে।

কিভাবে ফটো Export করা যায়

চলুন দেখে নেয়া যাক Google Photos কিভাবে Export করবেন।

ধাপ ১

প্রথমেই  Google Takeout ওয়েবসাইটে চলে যান। আপনার গুগল একাউন্ট থেকে সাইনইন করুন। Deselect এ ক্লিক করুন কারণ আমরা শুধু মিডিয়া ফাইল গুলো এক্সপোর্ট করব।

ধাপ ২

Google Photos এ টিক দিন

ধাপ ৩

“All Photo Albums Included” অপশনের মাধ্যমে আপনি নির্দিষ্ট এলবাম সিলেক্ট করতে পারবেন তবে ডিফল্ট ভাবে সব গুলো এলবাম সিলেক্ট হয়ে থাকবে।

ধাপ ৪

“Multiple Formats” বাটমে ক্লিক করে আপনি জানতে পারবেন কোন কোন ফরমেটে আপনি ছবি গুলো পাবেন।

ধাপ ৫

ক্রুল করে নিচে যান এবং Next Step বাটনে ক্লিক করুন

ধাপ ৫

এবার আপনি আপনার Delivery Method  সিলেক্ট করুন। চাইলে একবার ব্যাকআপ নিতে পারেন অথবা বছরে ২ মাস পর পরও নিতে পারেন। আমি Send Download Link Via Email এ ক্লিক করলাম। Create Export এ ক্লিক করুন।

ধাপ ৬

Google আপনার ছবি Export করা শুরু করবে। আপনার ছবির পরিমাণ অনুযায়ী সময় নেবে। চাইলে ক্লিক করে প্রসেস ক্যান্সেলও করতে পারেন।

ধাপ ৭

প্রক্রিয়াটি কমপ্লিট হয়ে গেলে আপনার জিমেইলে একটি নতুন মেইল আসবে। Download Your Files বাটনে ক্লিক করুন, আবার সাইন ইন করা লাগতে পারে, ইমেইল পাসওয়ার্ড দিন।

ধাপ ৮

এবার ডাউনলোডে ক্লিক করলেই আপনার ডাউনলোড শুরু হবে। তবে এই আর্কাইভটি নির্দিষ্ট সময়ের জন্যই এভেইলেবল থাকবে।

ধাপ ৯

আপনি দুইভাবে ছবি গুলো দেখতে পারেন, একটি পদ্ধতি হচ্ছে, HTML ওপেন করে ব্রাউজারে ওপেন করে আরেকটি হল Google Photos ফোল্ডারে ঢুকে।

শেষ কথাঃ

আশা করছি টিউনটি আপনার ছবি গুলো ফিরিয়ে দিতে দারুণ সাহায্য করেছে। তো যেকোনো সময় এই সহজ পদ্ধতিতে আপনার সকল ছবি Export করে ফেলুন।

আজকের মত এই পর্যন্তই, পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন। আল্লাহ হা-ফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস