কীবোর্ড নষ্ট হলে কি করবেন?????

মনে করুন,হঠাৎ কোন কারণে আপনার কীবোর্ডটা গেল নষ্ট হয়ে।আর ঠিক সেই মুহূর্তে আপনার পক্ষে নতুন একটা কীবোর্ডের ব্যবস্থা করাও সম্ভব হচ্ছে না। তাই বলে কি আপনার লেখালেখির কাজ বন্ধ হয়ে থাকবে?মোটেই না।আপনি ইচ্ছে করলে কীবোর্ড ছাড়াই লেখালেখির কাজ চালিয়ে যেতে পারেন।
এর জন্য আপনাকে Start > All Programs > Accessories > Accessibility > On-Screen Keyboard সিলেক্ট করতে হবে। এর ফলে আপনি স্ক্রীনে একটা কী-বোর্ড দেখতে পাবেন। এবার আপনি যেখানে টাইপ করতে চান,অর্থাৎ এম এস ওয়ার্ড বা নোটপ্যাড উইন্ডোতে,একবার মাউজ দিয়ে ক্লিক করুন। তারপর অনস্ক্রীন কীবোর্ডের অক্ষরগুলোর উপর মাউজ দিয়ে ক্লিক করে বিকল্প টাইপিং এর কাজ চালিয়ে যান।

শুধু টাইপিং নয়,আপনার যদি বিভিন্ন প্রোগ্রামের বিভিন্ন কমান্ডের শর্টকাট কী গুলো মুখস্ত থাকে,তাহলে অনস্ক্রীন কীবোর্ড ব্যবহার করে আপনি সেসব কমান্ডও প্রদান করতে পারবেন।যেমন,অনস্ক্রীন কীবোর্ডে আপনি যদি কন্ট্রোল +S প্রেস করেন,তবে ফাইলটি সেভ হয়ে যাবে অথবা সেভ অ্যাজ ডায়ালগ বক্স প্রদর্শিত হবে।অর্থাৎ এই কীবোর্ডটিকে আপনি ভার্চুয়াল কীবোর্ড হিসেবে প্রায় সব কাজেই ব্যবহার করতে পারবেন।অবশ্য টাইপিং ছাড়া অন্যান্য কাজ যেহেতু সাধারণত মাউজ দ্বরাই করতে হয়,সেক্ষেত্রে অনস্ক্রীন কীবোর্ড এর উপর মাউজ দিয়ে ক্লিক করার চেয়ে সরাসরি মেনুবার বা টুলবারের উপর ক্লিক করাটাই বুদ্ধিমানের কাজ হবে।
comfort_on_screen_keyboard-21026.gif

 

Level 0

আমি জিকো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

thank’s you . jana jinish, tobe upkare ashbe

Level 0

বহুত পুরান জিনিস। এইডা কই পাইলেন? নতুনদের কাজে আসবে। ধন্যবাদ

নতুন দের পক্ষ থেকে স্বাগতম।

বহুত পুরান টিউন ভাই নতুন কিছু চাই।মাস তিনেক আগেই এটা নিয়ে টিউন হয়েছে https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/4544/

start>run
than type OSK
clikc OK