অনেক সময় কম্পিউটার ইন্টারনেটে কানেক্টেড থাকলে পিসি অফ করার সময় নিচের ছবির মত ম্যাসেজ দেয়।
উইন্ডোজ এক্সপি অটো আপডেট এর কারনেই এই ম্যাসেজটি দেখায়। উইন্ডোজ এক্সপি অটো আপডেট থাকলে যে সমস্যা হয় তা হল,
০১. আপনার অজান্তে উইন্ডোজ এক্সপি অটো আপডেট হয়।
০২. আপনার ইন্টারনেটের ব্যান্ডউইড্থ নষ্ট হয়।
০৩. আপনার ইন্টারনেট স্লো হতে পারে।
০৪. অটো আপডেট কম্লিট হলে Ask For Genuine করতে বলবে।
এতসব ঝামেলা কিছুই হবে না, যদি আপনি উইন্ডোজ এক্সপি অটো আপডেট বন্ধ করে দেন।
কি ভাবে বন্ধ করবেন?
Start থেকে Run এ ক্লিক করুন বা windows logo button+R চাপুন।
Gpedit.msc লিখে Enter চাপুন। এবার Computer Configuration ডাবল ক্লিক করুন। Administrative Templates থেকে Windows Components এ যান। নিচের ছবিটি দেখুন:
এরপর উইন্ডোজ আপডেট অপশনে গেলে আপনি কতকগুলো সেটিং দেখতে পাবেন। Do not display ‘Install Updates and Shut Down’ option in Shut Down তে ডাবল ক্লিক করুন।
এবার Enable রেডিওবাটনটি সিলেক্ট করে ok চাপুন।
সবশেষে Restart করুন।
আমি হাবিবুর ফিরোজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 223 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ইন্টারনেট সম্পর্কে সামান্য কিছু জানি। ইন্টারনেটেই সারাদিন ঘুরি। আমার নিজ্বস্ব সাইট www.bdwebzone.com. কারো প্রয়োজনে আসলে ধন্য মনে করবো। [email protected]
এই সমস্যায় আমি কয় এক দিন থেকে পড়েছি। যাই হোক শেষ পযর্ন্ত হাবিবুর ভাই এর টিউনস এর মাধ্যমে সমাধান পেলাম। ধন্যবাদ হাবিবুর ভাই।
habibur bai yahoo messenger -a ঢুকতে পারছিনা enter -চাপ দিলেই signing in to chat took longer than expected.
pls try again later -আসছে বারবার। re-install করে দেখেছি একই ম্যাসেজ আসছে। pls help me
এত্ত ঝামেলা না করে >>>> মাই কম্পিউটার এ রাইট ক্লিক >>>>> প্রপাটিজ >>>>> আটোমেটিক আপডেট >>>> টার্ন অফ অটোমেটিক আপডেট। ব্যস ঝামেলা শেষ !!!
আরো একটি পদ্ধতি আছে।
Run এ Msconfig লিখে Services এ গিয়ে Autometic Update এর টিক মার্কটি তুলে দিতে হবে।
ধন্যবাদ।
অটো আপডেট কি করে খারাপ হলো বুঝলাম না। মাইক্রোসফট উইন্ডোজ বানায় আর কোন সমস্যা বা নিরাপত্বা ইস্যু থাকলে আপডেট করে। আজ পর্যন্ত আপডেট করে কোন সমস্যায় তো পরলাম না। অন্তত পুরোপুরি বন্ধ না করে “Tell Me About Updates – Dont Download or Install Them” সিলেক্ট করে রাখলে বেছে আপডেট করা সম্ভব। মণে রাখবেন সকল আপডেট ই আনইন্সটল করা যায়
কি অদ্ভুত সবার চিন্তাধারা… নেট স্লো হবে বলে অটোআপডেট বন্ধ রাখা ! ! ! অটো আপডেট অন রাখা খুবই জরুরী । হাবিবুর ভাই …
না জেনে এ ধরনের টিউন না করাই ভালো ।
thanx…..কাজে আসবে