কোন প্রকার কোডিং নলেজ ছাড়া Android Apps তৈরি করে ইনকাম করুন

সকলকে সুভেচ্ছা ও অভিন্দন জানিয়ে টেকটিউনসে আমার প্রথম টিউনস শুরু করছি। আজকে আলোচনা করবো কিভাবে কোন কোডিং নলেজ ছাড়া Android Apk তৈরি করতে হয় এবং অ্যাপস থেকে টাকা ইনকাম করতে হয়। Android অ্যাপস তৈরির জন্য সাধারনত Java Language এ দক্ষতার প্রয়োজন হয়। আজকের টিউটোরিয়ালটি ভালো ভাবে ফলো করলে আপনিও Android Apk তৈরি করতে পারবেন এবং তা Google Play Story এ পাবলিস্ট করে ইনকাম করতে পারবেন।

প্রথমেই আলোচনা করবো অ্যাপস থেকে কিভাবে ইনকাম করা যায়। Google Play Store এর বেশিরভাগ অ্যাপস ফ্রিতে পাওয়া যায়। তাহলে যারা কষ্ট করে অ্যাপস তৈরি করেছে তারা অ্যাপস ফ্রিতে দিয়ে দিয়েছে? এই প্রশ্নের উওর হলো তারা টাকা ইনকামের জন্যই অ্যাপস গুলো তৈরি করেছে। তারা তাদের অ্যাপস এর মধ্যে AdMob এর কোড বসিয়ে দেয় তার ফলে অ্যাপসগুলোর মধ্যে এড সো করানোর মাধ্যমে তারা টাকা ইনকাম করে থাকেন। আপনিও AdMob একাউন্ট খুলে তার কোড অ্যাপস এর মধ্যে বসিয়ে ইনকাম করতে পারবেন।

এখল আলোচনা করবো কিভাবে ফ্রিতে কোন কোডিং নলেজ ছাড়া অ্যাপস তৈরি করা যায়। এজন্য দুইটি ওয়েবসাইটের কথা আলোচনা করবো যার মাধ্যমে অ্যাপসগুলো তৈরি করতে পারবেন একদম ফ্রিতে।

1.  appsgeysera.com

আপনি যদি আপনার ব্লোগ বা ওয়েবসাইটের জন্য অ্যাপস তৈরি করতে চান তাহলে appsgeysera সর্বওম সাইট। এছাড়াও এই সাইটের মাধ্যমে ভিডিও এডিটিং, ডাউনলোড অ্যাপস, ফটো ইডিটর, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এর জন্য অ্যাপস তৈরি করতে পারবেন। একবার ওয়েবসাইটটিতে ভিজিট করলে দেখতে পারবেন কত সহজে অ্যাপস তৈরি করা যায়।

2.  Mobincube

এডভান্স লেভেলের অ্যাপস তৈরি করতে এই সাইট ব্যবহার করতে পারেন। এর মাধ্যমে Android অপারেটিং সিস্টেম ছাড়াও Windows অপারেটিং সিস্টেমের জন্য ও অ্যাপস তৈরি করতে পারবেন। এই সাইটিতে উপরের উল্লেখিত সাইটে যে সব অ্যাপস তৈরি করা যায় তার সবগুলো তৈরি করতে পারবেন। তবে তা স্টাইলিশ এবং কালারফুল ভাবে উপস্থাপন করতে পারবেন।

আমি আমার ব্লোগ সাইটের জন্য অ্যাপস তৈরি করতে সাইট দুটি ব্যবহার করি।

Level 2

আমি নাছিম ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস