আশাকরি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন.! আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো চলুন মুল আলোচনায় যাওয়া যাক। আজকের আলোচনা boya m1 microphone কম বাজেটে হাই কোয়ালিটি একটি মাইক্রোফোন নিয়ে। boya m1 microphone এই মাইক্রোফোনটি খুবই ভালো কাজ করে স্মার্ট ফোন, ট্যাবে, ক্যামেরায় ও কম্পিউটারে। তো boya m1 microphone নিয়ে আমাদের আজকের টপিক।
আপনাদের মধ্যে অনেকেই আমাদের ফেসবুক পেজে মেসেজ করে জানতে চেয়েছেন কম বাজেটের মধ্যে ভালো মাইক্রোফোন কোনটি? অনেকেই বলেন যে ভাই আমি ইউটিউবে কাজ করতে চাই অর্থাৎ ভিডিও তৈরি করে আপলোড করতে চাই। তো এর জন্য ভালো কোন মাইক্রোফোন সাজেস্ট করুন। যেটা দিয়ে আমি মোবাইল, কম্পিউটার, ট্যাব বা DSLR এ ব্যবহার করতে পারবো। তো আপনার জন্যই মুলতো এই টিউন্সটি। এই মাইক্রোফোনটি আপনি যে কোন ডিভাইসে ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে Lavalier Microphone যাতে একটি Clip থাকে শার্ট এর সাথে লাগানোর জন্য। এতে রয়েছে ৬ মিটার মানে প্রায় ২০ ফিটের মত ক্যাবল
অনেকেই বলে থাকে যে Boya By M1 Original নাকি চেনার উপায় যে ব্যাগ যদি লেদারের হয় তাহলে সেটাই নাকি ১০০% Original. যাই হোক, কথাটা ঠিক না ভুল সেটাই আজকে বুঝতে পারলাম। আমি যখন দোকান থেকে মাইক্রোফোন টা চাইলাম তারা দুটা বের করলো আমাকে বললো যে কোনটা লাগবে Original না Onnota (Fake). আমি বললাম Original দেখান। আমাকে একটা দিলো দেখলাম সব ঠিক। সবার কথা মতো মিলে গেলো। লেদারের ব্যাগ। যাই হোক মেইন কথায় আসি, আমি যখন Fake Microphone হাতে নিয়ে খুলে দেখলাম তো দেখি সেখানেও ঠিক একই রকম ব্যাগ দেয়া আছে। দুটাই একদম একই রকম দেখে বোঝার উপায় নাই। তাই লেদারের ব্যাগ থাকলেই যে সেটা অরিজিনাল তা কিন্তু একদম ভুল কথা। কিভাবে বুঝবেন আসল কোনটা?
বর্তমান সময়ে কিছু অসাধু ব্যবসায়ী BOYA ব্র্যান্ড-এর কপি পন্য বিক্রয় করে ক্রেতাসাধারণকে প্রতারিত করছে। তাই প্রতারনা এড়াতে BOYA পন্য ক্রয়ের আগে প্যাকেট এর গায়ে থাকা সিকিউরিটি লেবেল কোটিইং ব্যবহার করে বুঝে নিন আসল পণ্যটি
আরও জানতে বা অর্ডার করতে এই লিংকে ক্লিক করুন - https://www.shopprotidin.com/product/by-m1-clip-microphone/
আমি Rashel Rahman। Owner, Bussiness, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রিয় টিউনার,
আপনার ব্র্যান্ড, পণ্য ও সেবার সুষ্ঠু প্রচারণা করতে বিজ্ঞাপণ দিন Techtunes ADs এর মাধ্যমে। আর পান ৩০০% এরও বেশি রেসপন্স।
বিশ্ব ব্যাপি ৫ কোটি+ কমিউনিটির কাছে পৌঁছান আপনার ব্র্যান্ড। আপনার পণ্য আর সেবার তৈরি করুন আন্তর্জাতিক পরিচিতি। টেকটিউনসের স্মার্ট ও হাই-পারফরমেন্স ব্যানার এড, কন্টেন্ট এড ও ভিডিও এড এর মাধ্যমে।
সুলভ মূল্যের অসংখ্য এডভার্টাইজমেন্ট প্যাক থেকে বেছে নিন আপনারটি। আপনার পছন্দমত BDT বা USD কারেন্সিতে পেপাল, ক্রেডিডকার্ড, বিকাশ এর মাধ্যমে মাত্র একক্লিকে Techtunes AD এর এডভার্টাইজমেন্ট কিনতে ক্লিক করুন Techtunes Buy.